তেলবাহী একটি লঞ্চের সঙ্গে মুখোমুখি ধাক্কায় ডুবে গেল যাত্রিবাহী লঞ্চ ‘এম ভি শরিয়তপুর-১।’ যার জেরে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পাঁচ জন শিশু, তিন জন মহিলা, এক জন কিশোরী ও ২৩ জন পুরুষ রয়েছেন। অনেকেই এখনও নিখোঁজ।
মেঘনা নদীতে অন্তত ৩০০ যাত্রী নিয়ে শরিয়তপুর থেকে সোমবার রাত ন’টা নাগাদ ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল ওই লঞ্চটি। মাঝ রাতে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া সংলগ্ন এলাকায় উল্টো দিক থেকে আসা তেলবাহী লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এম ভি শরিয়তপুর-১-এর। |
মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। —নিজস্ব চিত্র |
গজারিয়া লঞ্চঘাটের কাছাকাছি চরযাত্রা এলাকায় ডুবে যায় যাত্রিবাহী লঞ্চটি। নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জোহা খন্দকার জানিয়েছেন, লঞ্চটি প্রায় ৭০ হাত জলের নীচে তলিয়ে গিয়েছে। উদ্ধারকারী দু’টি জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লঞ্চডুবির পরে অন্তত ৭০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিদের খোঁজ মেলেনি। যাত্রীদের বেশির ভাগই ছিলেন শরিয়তপুরের বাসিন্দা। মেঘনার তীরে এখন অগুনতি স্বজনহারার ভিড়। নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, “মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।” উদ্ধারকাজে উপকূল রক্ষী বাহিনী এবং দমকল নিয়োগ হলেও বুধবার সকাল পর্যন্ত উদ্ধারকাজ স্থগিত রাখা হয়েছে।
|
কয়েক দিন আগেই সাহসিকতার জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন পাকিস্তানের শাদ বেগম। কিন্তু নিজের দেশেই মহিলাদের বাক্-স্বাধীনতা নিয়ে মুখ খোলার জন্য তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে তালিবান। সোয়াট উপত্যকার বাসিন্দা বছর চোদ্দোর ইউসুফাজাই দেশে তালিবান অত্যাচার নিয়ে একটি ব্লগে লেখায় তাকেও তালিবান হুমকি দিচ্ছে বলে জানা গিয়েছে। তালিবান মুখপাত্র এহসানুল্লা এহসান জানান, আমেরিকার সঙ্গে ষড়যন্ত্র করে মিথ্যে প্রচার চালাচ্ছে শাদ ও ওই বালিকা। ওসামা বিন লাদেনের স্ত্রী ও তাঁর ছেলে মেয়েদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বন্ধ করার হুমকিও দিয়েছে তালিবান। না হলে পাক সেনা ও যে আদালতে তাদের বিচার চলবে সেখানকার বিচারক ও আইনজীবীদের বিরুদ্ধে আত্মঘাতী হামলা চালানোরও হুমকি দিয়েছেন এহসান। প্রসঙ্গত দেশে অনুপ্রবেশ ও বেআইনি ভাবে দেশে থাকার জন্য ওসামার পরিবারের বিরুদ্ধে মামলা চলছে।
|
ফ্লোরিডায় নিজের এক বছরের ছেলেকে বাথটবে ডুবিয়ে হত্যা করল এক ভারতীয় বংশোদ্ভূত মহিলা। পুলিশ জানিয়েছে, ৩০ বছরের নেহা পটেল প্রসব- পরবর্তী মানসিক অবসাদে ভুগছিল। নিজে ‘ফার্মাসিস্ট’ হলেও বেশ কিছু দিন ধরে ওষুধ খাচ্ছিল না। নেহা নিজেও জানিয়েছে, জন্মানোর পর থেকেই ছেলে ইশানকে ঘৃণা করত সে। গত ১৬ ফেব্রুয়ারি ছেলেকে মিনিট দশ বাথটবে ডুবিয়ে রাখে নেহা। এর পর বেঁহুশ শিশুটিকে কম্বলে জড়িয়ে নিয়ে ‘লং ড্রাইভ’-এ বেরিয়ে যায়। পর দিন বাড়ি ফিরে ছেলের মৃতদেহ তুলে দেয় স্বামী রসেশের হাতে। এর পর আত্মহত্যার হুমকি দিয়ে ফের গাড়ি নিয়ে বেরিয়ে যায় নেহা। সে দিন দুপুরেই টাম্পা বিমানবন্দর থেকে নেহাকে গ্রেফতার করে পুলিশ। জেলে এখন চিকিৎসা চলছে তার।
|
ফোনে আড়ি পাতার মামলায় ফের গ্রেফতার হলেন ‘নিউজ অফ দ্য ওয়ার্লড’ ও ‘দ্য সান’ পত্রিকার প্রাক্তন সম্পাদক রেবেকা ব্রুকস। আজ ভোরে অক্সফোর্ডশায়ারে নিজের বাড়ি থেকেই ব্রুকস ও তাঁর স্বামী চার্লি গ্রেফতার হন। এ ছাড়া আরও চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন ‘নিউজ ইন্টারন্যাশনাল’-এর নিরাপত্তা বিভাগের প্রধান মার্ক হান্না। অভিযোগ, তদন্তে বিঘ্ন ঘটাচ্ছিলেন তাঁরা। গত জুলাইয়ে ফোনে আড়ি পাতা ও অন্যান্য অনিয়মের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ব্রুকস। জিজ্ঞাসাবাদের পরে সে বার জামিনে মুক্তি পান।
|
মুম্বই হামলায় অভিযুক্তদের তদন্তের জন্য পাকিস্তানের বিচারবিভাগীয় কমিশনের একটি দল আজ দিল্লি এসে পৌঁছল। আগামিকাল মুম্বইয়ে গিয়ে সংশ্লিষ্ট তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠক করবে এই দলটি। তাজ হামলার পর পাকিস্তান সরকার যাদের গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে এখনও মামলা চলছে। কেন্দ্র কূটনৈতিক স্তরে ইসলামাবাদের উপর চাপ দিচ্ছে যাতে এই মামলার দ্রুত নিষ্পত্তি হয়, এবং দোষীরা শাস্তি পায়। অভিযোগ, প্রয়োজনের তুলনায় বেশি সময় নিচ্ছে পাক প্রশাসন। |