কুড়ি টাকা নিয়ে বচসার জেরে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার পূর্বস্থলীর পাণ্ডবপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, নিহতের নাম আয়ুব মির (৩৩)। অবিবাহিত আয়ুব বাঁশের বেড়া তৈরির কাজ করতেন। বাবা নস্কর মিরের সঙ্গে থাকতেন তিনি।
নিহতের বৌদি মঞ্জু বিবি পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, সোমবার প্রতিবেশী নাসির শেখ দাবি করে, সে আয়ুবের কাছে ২০ টাকা পায়। এ নিয়ে দু’জনের মধ্যে বচসা বাধে। বাড়িতে ঢুকে আয়ুবকে বেধড়ক মারধর করে নাসির। আয়ুবের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তখনকার মতো সেখান থেকে চলে যায় সে। মারধরের জেরে অসুস্থ হয়ে পড়ে আয়ুব। |
সন্তানহারা নস্কর মির। — নিজস্ব চিত্র। |
এর পরে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ আয়ুবের বাবার অনুপস্থিতিতে ফের চড়াও হয় নাসির। আয়ুবকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে কিল, ঘুষি মারতে শুরু করে সে। আয়ুবের মৃত্যু হয়েছে বুঝতে পেরে স্থানীয় একটি ওষুধের দোকানের সামনে তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় সে।
পুলিশের কাছে মঞ্জু বিবি দাবি করেন, নাসির নানা দুষ্কর্মে যুক্ত। সে প্রায়ই এলাকার লোকজনকে মারধর করে। সোনাই বিবি নামে এলাকার আর এক বধূর দাবি, কয়েক দিন আগে নিজের দাদা-বৌদিকে মারধর করে জেলও খেটেছে নাসির। জেল থেকে বেরিয়ে আসার পরে ফের গণ্ডগোলে জাড়াল সে।
পুলিশ সূত্রেও জানা গিয়েছে, এর আগে নানা দুষ্কর্মের জন্য জেলে গিয়েছে নাসির। মঙ্গলবারের ঘটনার পরে সে পলাতক। তার খোঁজ চলছে। এ দিন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়না-তদন্ত হয়েছে। |