টুকরো খবর |
ব্লক অফিসে ঝামেলা, আটক
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
একটি স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে কাঁকসা ব্লক অফিসে গণ্ডগোল পাকানোর অভিযোগে মঙ্গলবার ছ’জনকে আটক করে পুলিশ। তবে কোনও লিখিত অভিযোগ না হওয়ায় ও জিজ্ঞাসাবাদ করে বিশেষ সন্দেহজনক তথ্য না পাওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানায়। পুলিশ সূত্রে জানা যায়, এ দিন সকাল ১১টা নাগাদ ওই যুবকেরা কাঁকসার বিডিও প্রশান্ত মাইতির কাছে যান। নিজেদের একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী বলে দাবি করেন তাঁরা। এলাকার নানা উন্নয়নমূলক কাজে প্রশাসনের সহযোগিতা চেয়ে তাঁরা বিডিও-কে একটি আবেদনপত্র দিতে যায়। কিন্তু সেটি তাঁকে সম্বোধন করে না লেখায় বিডিও তা নিতে অস্বীকার করেন। অভিযোগ, সেই সময়ে ওই যুবকেরা অশোভন আচরণ করে। ব্লক অফিসের অন্য কর্মীরা ছুটে এলে তাঁদেরও ওই যুবকেরা হুমকি দেয় বলে অভিযোগ। পুলিশ এসে ছয় যুবককে আটক করে নিয়ে যায়। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।
|
আস্থা ভোট বাতিল অন্ডালে
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
এক বছর অন্ডালের রামপ্রসাদপুর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা যাবে না। অন্ডাল ব্লকের পঞ্চায়েত ডেভলপমেন্ট অফিসার গোপীকান্ত সরকার জানান, এই পঞ্চায়েতের ১৭টি আসনের মধ্যে ৭টি সিপিএম, ৭টি তৃণমূল এবং তিনটি কংগ্রেসের দখলে রয়েছে। কংগ্রেস ও তৃণমূল জোট এই পঞ্চায়েত পরিচালনা করে। ১ মার্চ সিপিএমের পঞ্চায়েত সদস্যেরা প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। মঙ্গলবার আস্থা ভোটের দিন ঠিক হয়। সিপিএমের সাত জন ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। তাদের মধ্যে মাত্র এক জন প্রধানের বিরুদ্ধে ভোট দেন। পঞ্চায়েত বিধি অনুয়ায়ী, কমপক্ষে অর্ধেকের বেশি সদস্যকে প্রধানের বিরুদ্ধে স্বাক্ষর করতে হত। তা না হওয়ায় এ দিনের বৈঠক বাতিল হয়ে যায়। তাই নিয়ম অনুযায়ী, আগামী এক বছর প্রধানের বিরুদ্ধে কেউ অনাস্থা আনতে পারবেন না।
|
জমি না মেলায় ক্ষোভ দুর্গাপুরে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দেড় বছর আগে লটারির মাধ্যমে নির্বাচিত হলেও এখনও জমি হাতে পাননি। এই অভিযোগে মঙ্গলবার দুর্গাপুরে এডিডিএ দফতরের সামনে বিক্ষোভ দেখালেন কয়েকশো আবেদনকারি। তাঁদের দাবি, ২০১০ সালে সমবায় আবাসন গড়ার জন্য এডিডিএ জমি দেবে বলে জানালে তাঁরা আবেদন করেন। এর পরে লটারিতে ৭৯টি সমবায়ের নাম ওঠে। কিন্তু কেউই এখনও পর্যন্ত জমি পাননি। বিক্ষোভ দেখাতে আসা অশোককুমার সেন, রাজু দে, রঞ্জিত মণ্ডলেরা দাবি করেন, জমি চিহ্নিত করা ও তার দাম বাবদ দশ শতাংশ অর্থ তাঁরা জমা দিয়েছেন। তবু জমি না মেলায় মঙ্গলবার তাঁরা বিক্ষোভ দেখান। বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দেন এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়।
|
নিরাপত্তাকর্মী ধৃত
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
অভিযোগ জানাতে গিয়ে গ্রেফতার হলেন ইসিএলের এক বেসরকারি নিরাপত্তাকর্মী। পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি এলাকার ঘটনা। ওই রক্ষী সামসুল খানের অভিযোগ, সোমবার বিকেলে এক তৃণমূল নেতা তাঁকে তাঁদের মিছিলে যেতে বলেন। রাজি না হলে বাড়িতে ভাঙচুর চালায়। থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাঁকেই গ্রেফতার করে। তৃণমূলের পাল্টা অভিযোগ, সামসুল তাদের নেতার বাড়িতে হামলা চালায়। তাই পুলিশ তাঁকে ধরেছে।
|
বিজয় উৎসব
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
জেলার বেশির ভাগ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জয় পাওয়ায় মঙ্গলবার আসানসোলে বিজয় উৎসব পালন করে টিএমসিপি-র জেলা কমিটি। সংগঠনের জেলা সভাপতি অশোক রুদ্র জানান, জেলার বেশির ভাগ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে এ বার তাঁরা জয়ী হয়েছেন। তাই এই উৎসব। এ দিন বার্নপুরের পুলিশ লাইন থেকে সংগঠনের একটি মিছিল হয়। সেটি শেষ হয় রবীন্দ্র ভবনে। সেখানে ছাত্র সমাবেশে বক্তব্য পেশ করেন আসানসোলের মেয়র তথা বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়।
|
হস্তশিল্প প্রদর্শনী
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
উত্তর-পূর্ব ভারতের হস্তশিল্প প্রদর্শনী শুরু হয়েছে আসানসোলের রবীন্দ্র ভবন মাঠে। মঙ্গলবার থেকে শুরু হওয়া ভারত সরকারের বস্ত্র মন্ত্রক আয়োজিত এই প্রদর্শনী চলবে ২৫ মার্চ পর্যন্ত। সংস্থার রিজিওনাল ম্যানেজার এস কে পুজারি জানান, উত্তর-পূর্ব ভারতের শিল্পকলাকে জনপ্রিয় করতেই এই আয়োজন।
|
আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জ গালর্স কলেজের অধিবেশন কক্ষে পদ্যর্থবিদ্যা নিয়ে তিন দিনের আলোচনাসভা শুরু হল। মঙ্গলবার সভার উদ্বোধন করেন কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। প্রথম দিন পদার্থবিদ্যায় সামগ্রিক উন্নতি শীর্ষক আলোচনাচক্রে বক্তৃতা করেন রবিরঞ্জনবাবু, পুরপ্রধান অনুপ মিত্র প্রমুখ।
|
কোথায় কি |
কাটোয়া
স্বাস্থ্য শিবির। আদালত চত্ত্বর। সকাল ১০টা। উদ্যোগ: পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন।
দুর্গাপুর
জাতীয় আলোচনাচক্র। কলেজ অডিটরিয়াম। সকাল ১১টা। উদ্যোগ: বিসি রায় কলেজ অফ ফার্ম্মেসী।
রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেল্থ বিষয়ক সচেতনতা শিবির। সরস্বতীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। সকাল ১০ টা।
হীরক রায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা। এমএএমসি মাঠ। সকাল ৯ টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।
আসানসোল
উত্তর-পূর্ব ভারতের হস্তশিল্প প্রদর্শনী। রবীন্দ্র ভবন। |
|