সিনিয়র আন্তঃজেলা ক্রিকেটে পুরুলিয়ার পরে মঙ্গলবার উত্তর ২৪ পরগনা ৭৯ রানে হারিয়েছে চন্দননগরকে। প্রথমে ব্যাট করে উত্তর ২৪ পরগনা করে ৩৫ ওভারে ২০৩-৭। দলের সুরজ গণ করেন ৪১, সুজয় দাস ৩৯ ও মিঠুন চক্রবর্তী ৩৪ করেন। চন্দননগরের অনুপ সমাদ্দার ৩০ রানে ২ ও অর্ণব ঘোষ ৪৫ রানে ২ উইকেট দখল করেন। পরে ব্যাট করতে নেমে চন্দননগর ২৬.২ ওভারে ১২৪ রান করে। দলের সনৎ সাহা করেন ৩৪। উত্তর ২৪ পরগনার সঞ্জয় দায় ৩১ রানে ৩, দিলীপ সিংহ ১৯ রানে ২ ও অনুজ সিংহ ১৩ রানে ২ উইকেট দখল করেন। আজ, বুধবার চন্দননগর খেলবে পুরুলিয়ার বিরুদ্ধে।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার বিসিসি মাঠের খেলার জয়ী হল রাধানগর সিএ। তারা হরিপুর সিএ-কে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে হরিপুর সিএ নিধার্রিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান করে। জবাবে রাধানগর ৪ উইকেটে জয়ের রান তুলে নেয়। এ দিন এই প্রতিযোগিতার আসানসোল স্টেডিয়ামের খেলায় বিজয়ী হয় কল্যাণেশ্বরী সিএ। তারা আপকার গার্ডেন বয়েজ ক্লাবকে ৩৮ রানে হারায়। প্রথমে ব্যাট করে কল্যাণেশ্বরী ৬ উইকেটে ২১২ রান করে। জবাবে আপকার গার্ডেনেরইনিংস ১৭৪ রানে শেষ হয়ে যায়।
|
বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ হ্যান্ডবলে খেতাব জিতল বর্ধমানের বিবেকানন্দ মহাবিদ্যালয়। মোহনবাগান মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা গুসকরা মহাবিদ্যালয়কে ১৪-১৩ গোলে হারিয়েছে। সেমিফাইনালে বিবেকানন্দ রাজ কলেজকে এবং গুসকরা দুর্গাপুর গর্ভমেন্ট কলেজকে হারিয়েছিল।
|
জেলা ক্লাব ক্রিকেট চ্যাম্পিয়নশিপের আসানসোল পূর্ব রেল মাঠের খেলায় মঙ্গলবার বিজয়ী হল পূর্ব রেলের আসানসোল বিভাগ। তারা দুর্গাপুর স্যান্টো ক্লাবকে ৪৫ রানে হারায়। প্রথমে ব্যাট করে পূর্ব রেল সব ক’টি উইকেট হারিয়ে ২৫৮ রান করে। স্যান্টোর ইনিংস ২১৩ রানে শেষ হয়ে যায়। সর্বোচ্চ ১১৩ রান ও বল হাতে ৪টে উইকেট নিয়েছেন বিজয়ী দলের সুকান্ত সেন |