জেলা পুলিশকে তৃণমূলের আর্জি |
পঞ্চায়েত ভোটে রক্তপাতের আশঙ্কা এড়াতে কোচবিহারে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান জোরাল করার দাবি তুলল জেলা তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ওই দাবি জানিয়েছেন। রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মনও বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, “জেলা জুড়ে প্রচুর বেআইনি আগ্নেয়াস্ত্র এখনও বাম মদতপুষ্ট দুষ্কৃতীদের হাতে মজুত রয়েছে। চলতি মাসে খাগড়াবাড়িতে তৃণমূল নেতা শরৎ চন্দ্র রায়কে গুলিবিদ্ধ করে খুন এবং পুটিমারী ফুলেশ্বরি এলাকায় ফজলে হক নামের এক তৃণমূল সমর্থকের গুলিবিদ্ধ হয়ে জখম হওয়ার পর তা আরও স্পষ্ট হয়েছে।” ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “মনগড়া অভিযোগ। এই সব বলে পঞ্চায়েত ভোটের আগে বামেদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সঠিক তদন্ত করলে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিয়ে বরং শাসক দলের অস্বস্তিই বাড়বে।”
|
হাসপাতালের পুলিশ হেফাজত থেকে পালানোর কয়েক ঘন্টার মধ্যে ফের ধরা পড়ল এক বিচারাধীন বন্দি। ওই বন্দির নাম সোহেল রানা। বাড়ি গোবরাছড়া এলাকায়। গত বুধবার রাতে মোটর সাইকেল চোর সন্দেহে বাসিন্দারা মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করায়। এদিন সকালে বাথরুমে ঢুকে জানলার গ্রিল দিয়ে পাইপ বেয়ে সে পালায়। ঘটনা জানাজানি হতেই পুলিশ তল্লাশিতে নামে।
|
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় ছোট গাড়ি দুর্ঘটনায় ২ মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে মাথাভাঙার নিশিগঞ্জে দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে। নববধূ ও বর সহ ছোট গাড়িটি মাথাভাঙা-খাগরাবাড়ি দিকে যাচ্ছিল। নিশিগিঞ্জের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তা রাস্তার পাশের গাছে ধাক্কা মারে। এর পরে ওভারটেক করতে গিয়ে একটি ট্রাকও গাড়িটির এক দিক ধাক্কা মারে। মৃত্যু হয় শ্যামলী বর্মন (৩৫) ও কৃষ্ণা বর্মন (২৭) নামে দুই মহিলার।
|
নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়ি উল্টে ২ যাত্রীর মৃত্যু হল। বৃহস্পতিবার বেলা আড়াইটা নাগাদ মালবাজার চালসার মাঝে মেটেলি থানা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে নেওড়া সেতুর কাছে দূর্ঘটনা ঘটে। ১২ জন জখম হন। মৃতদের নাম মঞ্জু মুন্ডা (৩০) এবং বীরসা মুন্ডা (৪০)। চালক সহ গাড়িতে ১৫ যাত্রী মঙ্গলবাড়ি হাট থেকে ফিরছিলেন। প্রত্যেকের বাড়ি মালবাজার লাগোয়া সোনগাছি চা বাগানের নাখটি ডিভিশনে। |