|
|
|
|
জয়নগরে জিআরপি ক্যাম্পে ভাঙচুর, অবরোধে স্তব্ধ ট্রেন |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রেল পুলিশের সঙ্গে এক দল প্রতিবন্ধী যাত্রীর বচসার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার জয়নগর স্টেশনে জিআরপি ক্যাম্পে ভাঙচুর চালিয়ে রেল অবরোধ করল ক্ষিপ্ত জনতা। ওই অবরোধের ফলে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। হাঙ্গামা ও অবরোধে লক্ষ্মীকান্তপুর ও ডায়মন্ড হারবার শাখায় দু’ঘণ্টারও বেশি সময় ট্রেন চলাচল ব্যাহত হয়।
রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টা নাগাদ রেল পুলিশের দুই কর্মী বারুইপুর স্টেশনে লক্ষ্মীকান্তপুরগামী ট্রেনে উঠেন। ট্রেনের কামরায় কিছু জিনিসপত্র পড়ে থাকতে দেখে সেগুলি কোন যাত্রীর, তা জানতে চান তাঁরা। জানা যায়, সেগুলি প্রতিবন্ধী যাত্রীদের। কয়েক জন প্রতিবন্ধী যাত্রীর অভিযোগ, পুলিশকর্মীরা মালপত্র বাবদ টাকা দেওয়ার জন্য তাঁদের উপরে চাপ সৃষ্টি করতে থাকেন।
পুলিশকর্মীরা অবশ্য জানিয়েছে, তারা বিনা টিকিটের যাত্রীদের নামিয়ে জয়নগর স্টেশনের কাছে একটি ক্যাম্পে নিয়ে যান। সেই খবর পেয়ে পার্শ্ববর্তী গ্রাম থেকে কয়েকশো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। ক্ষিপ্ত জনতা জিআরপি ক্যাম্পে ভাঙচুর চালায়। বিক্ষোভকারীরা সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রেললাইন অবরোধ করে রাখেন। লক্ষ্মীকান্তপুর ও ডায়মন্ড হারবার শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হতে প্রায় সাড়ে ৯টা বেজে যায় বলে রেল
সূত্রের খবর। |
|
|
|
|
|