রাস্তার পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম আবদুল গফফ্র (২৭)। শুক্রবার সকালে বড়ঞার কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়কের উপরে খরজুনা মোড় সংলগ্ন এলাকায় দেহটি মেলে। আবদুল নাকাশিপাড়ার হরনগর গ্রামের বাসিন্দা। তিনি ট্রাকের খালাসির কাজ করতেন। প্রহাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ওই যুবক বীরভূমের ময়ূরাক্ষী নদী থেকে বালি তুলে ট্রাকে করে নদিয়া যাচ্ছিলেন। সম্ভবত গাড়ি চাপা পড়েই তাঁর মৃত্যু হয়েছে। তবে পুলিশের অনুমান, দুর্ঘটনাটি অন্য কোথাও হয়েছে। এরে পর আহত আবদুলকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। ভয় পেয়ে তাঁকে রাস্তাতেই ফেলে রেখে ট্রাকের চালক পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। আটক করা হয় খালি ট্রাকটিকেও। কান্দির সার্কেল ইন্সপেক্টর পিন্টু সাহা বলেন, “দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলেই মনে হচ্ছে। তবে আমরা সব দিক খতিয়ে দেখছি।”
|
বসন্তোৎসবে মাতলেন মহিলারা। শুক্রবার কান্দির বালিকা বিদ্যালয় সংলগ্ন মাঠে শহরের মহিলারা এই বসন্তোৎসবে সামিল হন। সকাল থেকেই উৎসব-ময়দান জমজমাট। অন্তহীন নামে একটি নৃত্যগোষ্ঠীর উদ্যোগে এই উৎসবের আয়োজন। আয়োজন ছিল শহর পরিক্রমারও। সকালে নানা রঙের আবির নিয়ে রবীন্দ্রসঙ্গীত গেয়ে শহর পরিক্রমা করেন তাঁরা। শান্তিনিকেতনের আদলে বসন্তোৎসব উদযাপন কান্দিতে এই প্রথম। উদ্যোক্তারা জানালেন, শষ্যগোলা কান্দিতে বেশির ভাগ মানুষই কৃষিজীবী। খেতের কাজ ফেলে শান্তিনিকেতনের বসন্তোৎসবে সামিল হওয়ার সময়-সুযোগ হয় না বেশির ভাগ মানুষেরই। তাই এক চিলতে শান্তিনিকেতনকেই কান্দির মানুষের কাছাকাছি নিয়ে আসতে এই উদ্যোগ। সংস্থার তরফে কোয়েলী সেনগুপ্ত বলেন, “আমরা চাই সামনের বছর আরও মানুষ আমাদের এই অনুষ্ঠানে যোগ দিন।”
|
নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে রানাঘাটের বড়বাজারে চূর্ণী নদী থেকে বছর পঁচিশের ওই যুবকের দেহ মেলে। পুলিশ জানিয়েছে, ওই যুবকের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করে ওই যুবককে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। দেহটি রানাঘাট মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
|
বৃহস্পতিবার রাতে বহরমপুরে প্রায় দু’শো কেজি মণিপুরি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে ৮ কুইন্টাল চা আটক করা হয়। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “জেলা পুলিশের স্পেশাল অপরেশন স্কোয়াড ৩৪ নম্বর জাতীয় সড়কে নজরদারি করছিল। তখনই লরিটি আটক করা হয়। চায়ের পেটি দিয়ে ওই গাঁজার প্যাকেট আড়াল করে নিয়ে যাওয়া হচ্ছিল। লরির চালক, খালাসি পলাতক।”
|
একটি বাড়িতে হানা দিয়ে ৩৫০ বোতল নকল মদ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার ইসলামপুরের চরবাথান এলাকার এই ঘটনায় পুলিশ মেজারুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে নকল মদ তৈরির কিছু সরঞ্জামও আটক করা হয়েছে। অন্য দিকে বৃহস্পতিবার রাতেই ডোমকলের হারুরপাড়া মাঠ থেকে দশটি বোমা উদ্ধার করা হয়। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, ‘‘ওই বোমাগুলি ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’’
|
বৃহস্পতিবার রাতে বহরমপুরে প্রায় দু’শো কেজি মণিপুরি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে ৮ কুইন্টাল চা আটক করা হয়। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “জেলা পুলিশের স্পেশাল অপরেশন স্কোয়াড ৩৪ নম্বর জাতীয় সড়কে নজরদারি করছিল। তখনই লরিটি আটক করা হয়। চায়ের পেটি দিয়ে ওই গাঁজার প্যাকেট আড়াল করে নিয়ে যাওয়া হচ্ছিল। লরির চালক, খালাসি পলাতক।”
|
লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুকুমার সরকার (৩২)। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে কল্যাণীর আনন্দনগর গ্রামে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুকুমারের। |