সুনীল গাওস্কর
দু’দিন আগে ও আমাকে ফোন করে বলেছিল অবসর নেওয়ার কথা। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ও যে আমাকে জানিয়েছে, তা অত্যন্ত তৃপ্তিদায়ক। অসাধারণ রোল মডেল। ভারতীয় ক্রিকেটের বিরাট শূন্যতা তৈরি হল।
সচিন তেন্ডুলকর
আমার কাছে দ্রাবিড় অদ্বিতীয়। ড্রেসিংরুম আর মাঠে ওকে মিস করব। কিছু সেরা মুহূর্ত ওর সঙ্গে কাটিয়েছি। ক্রিজে একসঙ্গে কতটা সময় কাটিয়েছি, আমাদের অসংখ্য সেঞ্চুরি পার্টনারশিপই তার প্রমাণ। তেরো হাজারের উপর রান করা ক্রিকেটারের জন্য কোনও সম্মানই যথেষ্ট নয়।
অমিতাভ বচ্চন
রাহুল দ্রাবিড় এক জন খাঁটি ভদ্রলোক, নিঃস্বার্থ, অমায়িক এবং প্রচণ্ড নির্ভরযোগ্য। ওর আরও স্তুতি প্রাপ্য ছিল।
ব্রায়ান লারা
যদি কাউকে আমার জীবন বাজি রেখে ব্যাট করতে হয়, আমি দ্রাবিড়কে পাঠাব।
ভিভিএস লক্ষ্মণ
রাহুল দ্রাবিড়ের কোনও বদলি হবে না।
বীরেন্দ্র সহবাগ
জ্যাম, তোমার সঙ্গে খেলতে পেরে আমি খুশি আর গর্বিত। ড্রেসিংরুমে তোমার উপস্থিতি সব সময় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিত।
অনিল কুম্বলে
রাহুল এমন এক জন বন্ধু এবং সতীর্থ যার পরামর্শের উপর আমি নির্ভর করতাম।
যুবরাজ সিংহ
ক্রিকেটীয় সূর্যাস্তের দিকে হেঁটে গেল এক কিংবদন্তি। জ্যামির সঙ্গে ড্রেসিংরুমে থাকতে পেরে আমি গর্বিত। ওর উদাহরণ সব প্রজন্ম অনুসরণ করবে।
ললিত মোদী ‘ওয়াল’রা অবসর নেয় না। তারা মনুমেন্ট হয়ে যায়।
গ্লেন ম্যাকগ্রা
দ্রাবিড়ের উইকেট সব সময় গুরুত্বপূর্ণ ছিল। ও যে কোনও অস্ট্রেলিয়া টিমে হাসতে হাসতে ঢুকবে।
শাহরুখ খান
কথায় আছে, কৃতিত্ব এবং শ্রেষ্ঠত্বের উজ্জ্বল উদাহরণ তুলে ধরে সমাজের সেবা করে খেলাধুলো। আমার কাছে উজ্জ্বলতা এবং নির্ভরযোগ্যতার সবচেয়ে বড় উদাহরণ রাহুল দ্রাবিড়।
|
• টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক (১৬৪ টেস্ট, ১৩, ২৮৮ রান)। আগে শুধু সচিন (১৮৮ টেস্টে ১৫, ৪৭০ রান)।
• টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ (২১০)।
• টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির (৩৬) তালিকায় চার নম্বরে। আগে সচিন (৫১), কালিস (৪১), • পন্টিং (৪১)।
• টেস্ট ইতিহাসেএকমাত্র তিন নম্বর ব্যাটসম্যান দশ হাজারের (১০,৫২৪) উপর রান।
• টেস্ট ইতিহাসে সব চেয়ে বেশি বল (৩১২৫৮) খেলেছেন।
• টেস্ট ইতিহাসে সব চেয়ে বেশি সেঞ্চুরি জুটির (৮৮) মালিক।
• টেস্ট ও ওয়ান ডে-তে বিশ্বের ছয় জনের একজন, যাঁরা দু’ধরণের ক্রিকেটেই দশ হাজারের উপর রান করেছেন। ৩৪৪ ওয়ান ডে-তে রাহুলের রান ১০,৮৮৯। |
|
|