রাহুল দ্রাবিড়ের অবসর নেওয়া তাঁর কাছে প্রত্যাশিতই ছিল। শুধু তা-ই নয়, তাঁর এক সময়কার অধিনায়ক মনে করেন, অবসরের সিদ্ধান্তটা দ্রাবিড়ের আরও আগেই নেওয়া উচিত ছিল।
শুক্রবার কোটলায় দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলছিলেন, “আমি ওর জায়গায় থাকলে অস্ট্রেলিয়া সফরের পরে নয়, ইংল্যান্ড সফরের পরই অবসর নিতাম। ইংল্যান্ডে দ্রাবিড় ছাড়া কেউ ভাল খেলতে পারেনি। ওর অস্ট্রেলিয়া সিরিজ পর্যন্ত অপেক্ষা করা ঠিক হয়নি। দ্রাবিড়ের এই সিদ্ধান্ত ভারতীয় নির্বাচকদের কাছেও বার্তা পাঠাল যে, ভারতীয় ক্রিকেটে পরিবর্তনের সময় এসেছে।”
এ দিন মাঠে ছিলেন হরভজন সিংহও। ব্যাটসম্যান দ্রাবিড়ের পাশাপাশি হরভজন বলছিলেন ফিল্ডার দ্রাবিড়ের কথাও, “ওকে স্লিপে খুব মিস করব। ওর জন্য কত উইকেট পেয়েছি!” কিন্তু কে হতে পারে দ্রাবিড়ের বিকল্প? সৌরভের জবাব, “দ্রাবিড়ের বিকল্প পাওয়া কঠিন। টেস্টে ও চ্যাম্পিয়ন। ইদানীং বিরাট কোহলি ভাল খেলছে। রোহিত শর্মাও প্রতিভাবান। তা ছাড়া মনোজ তিওয়ারি, চেতেশ্বর পূজারাও আছে। তবে ওই স্লটে জায়গা করে নেওয়ার জন্য ওদের সুযোগ দিতে হবে।” দ্রাবিড়ের কথা বলতে গিয়ে সৌরভের বারবার মনে পড়ে যাচ্ছিল, ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ১৮০ রানের ইনিংস। “ওটা ভুলব না,” বলছিলেন সৌরভ। |