প্রশ্ন: বেঙ্গালুরু থেকে একটা ভুল খবর রটেছে। আপনি অবসর নিচ্ছেন। গুজব বলে আপনার সঙ্গে চেক-ও করিনি।
রাহুল: (হাসি) হতাশ করে জানাচ্ছি গুজব নয়। আমি সত্যিই রিটায়ার করছি।
প্রশ্ন: কী বলছেন! আপনি কি নিশ্চিত?
রাহুল: একদম ভেবেচিন্তে নেওয়া। খুবই নিশ্চিত। আজ কেএসসিএ অফিসে অনেকক্ষণ ছিলাম বলে মনে হয় কেউ কেউ আন্দাজ করেছে।
প্র: কিন্তু এই যে শোনা যাচ্ছিল অ্যাডিলেড ওভালের পর সরে যাওয়ার আগের সিদ্ধান্ত আপনি বদলেছেন?
রাহুল: সেটা কে বলেছিল?
প্র: শোনা গিয়েছিল ভারতীয় ড্রেসিংরুম আপনাকে অনুরোধ করেছে, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। বলেছে, এ বছর ঘরের মাঠে ইংল্যান্ড আসছে। ওই সিরিজটায় ওদের বিরুদ্ধে চরম বদলা নিই। তার পর নাহয় তুমি চলে যেও।
রাহুল: সে প্লেয়ার ঠিক উঠে যাবে। আর ভালও খেলবে। আমি আর টানতে রাজি নই। |
প্র: কী বলছেন? অনুরাগীরা এখনও আপনাকে চান। মাত্র তিন মাস আগে ক্যালেন্ডার বর্ষে বিশ্বের সর্বোচ্চ রানসংগ্রহকারী হিসেবে শেষ করেছেন। আপনি দুম করে চলে যাচ্ছেন কেন?
রাহুল: দুম করে নয়। খুবই ভেবেচিন্তে সিদ্ধান্তটা নেওয়া। আর নয়।
প্র: একটাই খটকা থাকছে। আপনি বরাবর চেয়েছেন শীর্ষে থাকতে থাকতে চলে যেতে। অ্যাডিলেডের শেষ দুই ইনিংসে আপনার রান (১ আর ২৫) মোটেও দ্রাবিড়োচিত নয়। ইংল্যান্ডের সঙ্গে হোম সিরিজ খেলে রঙিন আলোয় চলে গেলে ভাল হত না?
রাহুল: আমি ব্যক্তিগত স্বার্থ আর লক্ষ্যের কথা ভেবে কখনও সিদ্ধান্ত নিই না। যদি রোশনাইয়ের মধ্যেই চলে যেতে চাইতাম, তা হলে তো আইডিয়াল ছিল ইংল্যান্ড ট্যুরের পর চলে যাওয়া। সেঞ্চুরি আর এক বছরে হাজার রান। ভেবেওছিলাম। ওই বছরে অত রান কেউ করেনি। কিন্তু তার পর টিমের সবাই যখন দেখলাম অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ জেতার জন্য উদগ্রীব, তখন মনে হল, ঠিকই তো! ব্যক্তি স্বার্থের ওপরে টিম-লক্ষ্যের অগ্রাধিকার পাওয়া উচিত। তাই ঝাঁপিয়েছিলাম। সেটা হয়নি। আর পড়ে থাকতে চাই না।
প্র: রাহুল, তাও আর এক বার বলছি, আপনার সিদ্ধান্ত কি চূড়ান্ত?
রাহুল: একেবারেই চূড়ান্ত। আপনি কিন্তু কথা দিলেন আমি নিজে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে জানানো পর্যন্ত আনন্দবাজারে এক লাইনও বেরোবে না। |