টুকরো খবর
বসন্তোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি পাঁচলায়
দোল উপলক্ষে পাঁচলায় হিন্দু-মুসলমান উভয় ধর্মের মানুষ মিলিত হলেন বসন্তোৎসবে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জুজুরশাহ শক্তি সঙ্ঘের মাঠে বসন্ত উৎসবের উদ্বোধন করেন শিক্ষাবিদ জাহানারা খাতুন। প্রধান অতিথি ছিলেন আক্রাম হোসেন মোল্লা। এ ছাড়াও ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল অধিকারী, স্থানীয় বিধায়ক গুলশন মল্লিক, শিক্ষাবিদ সুকুমার সাধুখাঁ প্রমুখ। রবীন্দ্রনাথ, নজরুলের গানের সঙ্গে নাচের ব্যবস্থা ছিল। পুরো শোভাযাত্রা এ ভাবেই পথ পরিক্রমা শুরু করে। উভয় সম্প্রদায়ের মানুষই সামিল হন তাতে। গ্রামের মানুষ বাড়ির বাইরে বেরিয়ে এসে উৎসবে যোগদানকারীদের স্বাগত জানান। মিরবাজারে শোভাযাত্রার উপরে পুষ্পবৃষ্টি হয়। বসন্ত উৎসবের আয়োজন করেছিল পাঁচলা থানা গ্রামরক্ষী বাহিনী। তাঁদের পক্ষে খায়রুল হাসান, স্বপন সাহারা বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধ দৃঢ় করতে এই উৎসবের আয়োজন।” জেলা পুলিশের সহযোগিতার কথাও উল্লেখ করেন স্বপনবাবু। উদ্যোগের প্রশংসা করেছেন বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতিও।

বধূ নির্যাতনের দায়ে গ্রেফতার কলেজ-শিক্ষক
বধূ নির্যাতনের অভিযোগে এক কলেজ-শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার হুগলির শ্রীরামপুরে। পুলিশ জানায়, ধৃত শিক্ষকের নাম প্রতাপ দিঘল। আদতে তাঁর বাড়ি ওড়িশায়। শ্রীরামপুর কলেজে ধর্মতত্ত্ব বিভাগে পড়ানোর সূত্রে তিনি কলেজেরই আবাসনে থাকতেন। গত বুধবার ওই শিক্ষকের স্ত্রী রীতা দিঘল তাঁর বিরুদ্ধে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতেই প্রতাপবাবুকে গ্রেফতার করেন শ্রীরামপুর থানার আইসি তথাগত পাণ্ডে। পুলিশ সূত্রের খবর, তদন্তকারী অফিসারদের কাছে রীতাদেবী জানিয়েছেন, স্বামী কারণে-অকারণে তাঁকে মারধর করতেন। মানসিক অত্যাচার করতেন। বুধবারেও প্রতাপবাবু তাঁকে বেধড়ক মারধর করেন বলে রীতাদেবীর অভিযোগ। ওই দিন থেকে রীতাদেবী শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি।

ধৃত সিপিএম নেতা
অস্ত্র নিয়ে ঘোরাফেরা, বেআইনি জমায়েত প্রভৃতি অভিযোগে গ্রেফতার করা হল সিপিএমের খানাকুল জোনাল কমিটির সদস্য গৌড় জানাকে। বৃহস্পতিবার রাতে তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগের ভিত্তিতে তাঁকে ধরা হয় বলে জানায় পুলিশ। সিপিএম নেতা আজিজুল হক বলেন, “আমাদের বর্ষীয়ান নেতাকে স্রেফ জব্দ করতেই তৃণমূল মিথ্যা অভিযোগ করেছে।” তৃণমূল নেতা শৈলেন সিংহের বক্তব্য, “আমাদের লোকের উপরে হামলা চালাতে লোক জড়ো করছিলেন ওই নেতা।”

চন্দননগরে আজ খুলছে চটকল
চন্দননগরের গোঁদলপাড়া জুট মিল আজ, শনিবার ফের খুলছে। ভদ্রেশ্বরের লগন ইঞ্জিনিয়ারিং সংস্থাটিও খুলছে একই সঙ্গে। দু’টি সংস্থা একই মালিক গোষ্ঠীর। শ্রম-অশান্তির কারণ দেখিয়ে চলতি মাসের ৪ তারিখে চটকল এবং গত বছর ৪ ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং সংস্থাটি বন্ধ করে দেন কর্তৃপক্ষ। শুক্রবার শ্রম দফতরে ত্রিপাক্ষিক বৈঠকে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে আপস হওয়ায় শনিবার থেকে শ্রমিকেরা কাজে যোগ দেবেন বলে মহাকরণে জানান শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। এর ফলে দু’টি কারখানার সাড়ে ছ’হাজার শ্রমিক উপকৃত হবেন বলে মনে করছে শ্রম দফতর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.