|
|
|
|
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব গোঘাটের গ্রামে, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারির জেরে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। জখম হয়েছেন এক জন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের গণেশবাটি গ্রামে।
একটি দিঘির ইজারা নেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গোলমালের সূত্রপাত বলে জেনেছে পুলিশ। গোষ্ঠীদ্বন্দ্বের কথা মেনে নিয়ে তৃণমূল নেতা মনোরঞ্জন পাল বলেন, “দলে থেকে কিছু কর্মী ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করতে চাইছেন। তাঁদের প্রশ্রয় দেওয়া হবে না। পুলিশ আইনমাফিক ব্যবস্থা নেবে।”
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আগামী রবিবার গ্রামের একটি দিঘির ‘ডাক’ আছে। প্রতি বছর মাছ চাষের জন্য ৩-৫ লক্ষ টাকা ডাক ওঠে ওই দিঘির। ডাকের ‘খবরদারি’ কে করবে, তা নিয়েই স্থানীয় তৃণমূল নেতা গৌতম কোলে ও নিখিল দে-র লোকজনের মধ্যে অশান্তির সূত্রপাত। বুধবার সন্ধ্যায় লিখিল দে-র উপরে চড়াও হয়ে কিছু লোক মারধর করে। পা ভেঙে দেওয়া হয় তাঁর। আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ওই নেতাকে। এই ঘটনায় অভিযোগ ওঠে গৌতমবাবু-সহ তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ওই রাতেই নিখিলবাবুর লোকজন গৌতম কোলে-সহ চার তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। ভাঙচুর চলে সেখানে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে থানায়। অন্য দিকে, আরামবাগের কালীপুরে বৃহস্পতিবার হোলির সকালে তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের গোলমাল বাধে। মদ্যপ অবস্থায় পথচারীদের কটূক্তি করা হচ্ছে, এই অভিযোগ পেয়ে পুলিশ গিয়েছিল। তারা লাঠি চালায় বলে অভিযোগ। পুলিশের দাবি, লাঠি চালানো হয়নি, লাঠি উঁচিয়ে সকলকে হঠিয়ে দেওয়া হয়েছে। |
|
|
|
|
|