গ্রিস নিয়ে আপাতত স্বস্তিই প্রাণ ফেরাল শেয়ার বাজারে। রঙের উৎসবের ছুটি কাটিয়ে ফিরেই শুক্রবার এক ধাক্কায় প্রায় ৩৫৮ পয়েন্ট উঠল সেনসেক্স। থিতু হল ১৭,৫০৩.২৪ অঙ্কে।
টানা ৩ দিন পতনের পর দোলযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার বন্ধ ছিল বাজার। কিন্তু শুক্রবার খোলার পর থেকেই তার মেজাজ ছিল চাঙ্গা। বিশেষজ্ঞদের মতে, এর কারণ প্রধানত তিনটি
১। গ্রিসের সঙ্কট মেটা নিয়ে আশার আলো।
২। গত দেড় বছরে চিনে সর্বনিম্ন মূল্যবৃদ্ধির হার।
৩। নগদ জমার অনুপাত কমানো নিয়ে বাজারের প্রত্যাশা।
দেনার দায়ে জেরবার গ্রিস শেষ পর্যন্ত দ্বিতীয় দফার ত্রাণ প্রকল্প হাতে পাবে কি না, তা দেখতে আথেন্সের দিকেই সাগ্রহে তাকিয়েছিল ইউরোপ-সহ সারা বিশ্ব। কারণ, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের শর্ত ছিল, ঋণের বোঝা ঢেলে সাজায় সক্ষম হলে, তবেই ১৩ হাজার কোটি ইউরোর ওই প্রকল্পের দ্বিতীয় কিস্তি হাতে পাবে গ্রিস। সে দেশের প্রশাসনের দাবি, এই ঢেলে সাজায় সায় দিয়েছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলি। ফলে, এখন নিজেদের হাতে থাকা গ্রিসের পুরনো বন্ড বদলে অপেক্ষাকৃত কম দামের ও কম সুদের নয়া বন্ড কিনবে তারা। যার দরুন মুছে যাবে ১০ হাজার কোটি ইউরোর ঋণও। সুতরাং বেহাল অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে কিছু দিন সময় পাবে তারা।
এই ঘোষণাই চাঙ্গা করেছে বিশ্ব বাজারকে। যার প্রভাব পড়েছে ভারতেও। উত্থানে ইন্ধন জুগিয়েছে চিনের মূল্যবৃদ্ধি ৩.২ শতাংশে নেমে আসাও।
তবে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর এস কে কৌশিকের মতে, বাজারের এই দৌড় দীর্ঘস্থায়ী হবে কি না, তা নির্ভর করছে বাজেটের উপর। তাঁর কথায়, “রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণায় সোমবার সেনসেক্স ৫০০ অঙ্ক উঠলেও, অবাক হব না। বাজেটে প্রত্যাশা মিটলে তা পৌঁছতে পারে ২১-২২ হাজারেও।” |