প্রত্যক্ষ কর বিধি নিয়ে সুপারিশ জমা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বাজেট প্রায় শিয়রে। তার আগে আজই প্রত্যক্ষ কর বিধি সংক্রান্ত বিল নিয়ে সুপারিশ লোকসভার স্পিকার মীরা কুমারের কাছে জমা দিল সংসদের আর্থিক বিষয়ক স্থায়ী কমিটি।
বিজেপি নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিন্হার নেতৃত্বাধীন ওই কমিটি তাদের সুপারিশে আয়কর ছাড়ের সীমা বছরে ১.৮ লক্ষ থেকে বাড়িয়ে ৩ লক্ষ ও সঞ্চয়ের ভিত্তিতে আয়কর ছাড়ের সীমা ১.৮ লক্ষ থেকে বাড়িয়ে ৩.২০ লক্ষ টাকা করার পরামর্শ দিয়েছে। সম্পত্তি কর ধার্য করার সীমাও ৩০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ কোটিতে বেঁধে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে শেয়ার লেনদেনের উপর ধার্য কর (সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স বা এসটিটি)। তবে কোম্পানি করের হার (৩০%) অপরিবর্তিত রাখার পক্ষেই মত দিয়েছে তারা। |
রফতানি বাড়ল ৪.৩%
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
গত ফেব্রুয়ারিতে দেশের রফতানি বৃদ্ধির হার দাঁড়াল তিন মাসে সর্বনিম্ন। ওই মাসে রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪.৩% বেড়ে হয়েছে ২,৪৬০ কোটি ডলার। কেন্দ্রের দাবি, এর জন্য বিশ্ব জোড়া আর্থিক সঙ্কটই দায়ী। অন্য দিকে, আমদানি ২০.৬% বেড়ে হয়েছে ৩,৯৮০ কোটি ডলার। ফলে দেশের বাণিজ্য ঘাটতি পৌঁছেছে ১,৫২০ কোটি ডলারে। এ দিকে, তুলো রফতানি নিয়ে শুক্রবার মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে কোনও মীমাংসা হয়নি। তবে কেন্দ্রের ইঙ্গিত, ৫ মার্চ তুলো রফতানি বন্ধের যে নির্দেশ দেওয়া হয়, তা শীঘ্রই তুলে নেওয়া হবে। |
গ্রাহকদের সুবিধার্থে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে চালু হল এনইএফটি বা ন্যাশনাল ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার-এর সুবিধা। বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের চেয়ারম্যান রানা মজুমদার বলেন, “শুক্রবার এনইএফটি-র প্রযুক্তিগত সুবিধা চালু করা হয়েছে।” |
কে ভেঙ্কটরমণন লার্সেন অ্যান্ড টুব্রোর চিফ এগ্জিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন। এ এম নায়েক এগ্জিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যাবেন। |