মাদ্রাসা তথা সংখ্যালঘু শিক্ষার মান সার্বিক ভাবে উন্নত করতে কেন্দ্রের কাছে অর্থের দরবার করলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
সংখ্যালঘু শিক্ষা সংক্রান্ত নজরদারি কমিটির বৈঠকে যোগ দিতে আজ দিল্লিতে এসেছিলেন তিনি। ইতিমধ্যেই ১৮টি রাজ্যকে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সংখ্যালঘু শিক্ষার পরিকাঠামোগত উন্নয়নে অর্থসাহায্য করেছে কেন্দ্র। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক বলছে, কাজ কেমন চলছে তা খতিয়ে দেখতেই এই বৈঠক। মন্ত্রকের রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গের ১২টি জেলা সংখ্যালঘু অধ্যুষিত হয়েও কেন্দ্রীয় সাহায্য থেকে বঞ্চিত। যার পরিমাণ প্রায় দু’শো থেকে আড়াইশো কোটি। কেন এই বঞ্চনা, মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিব্বলের কাছে তা জানতে চান ব্রাত্য বসু। সিব্বল বলেন, ওই খাতে অর্থ চেয়ে বাম সরকার আগে আবেদন জানায়নি। তাই কেন্দ্র অর্থ দিতে পারেনি। সিব্বলের আশ্বাস, নির্দিষ্ট খাতে প্রকল্প জমা দিলেই কেন্দ্র অর্থসাহায্য করবে।
পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষামন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণে জোর দিয়েছেন বলে কেন্দ্রকে জানান ব্রাত্য। তাঁর কথায়, রাজ্যের মাদ্রাসাগুলিতে বিজ্ঞান ও অঙ্ক সমান গুরুত্ব দিয়ে পড়ানো হয়। কিন্তু পরিকাঠামোগত কিছু অভাব রয়েছে। তার জন্য প্রভূত অর্থ প্রয়োজন। বৈঠকে ছিলেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তথা সিপিএম সাংসদ মইনুল হাসান। তিনি ব্রাত্যকে জানান, বাম আমলে বেশ কিছু প্রকল্প কেন্দ্রের কাছে পাঠানো হয়। সেগুলি কী অবস্থায় রয়েছে তা দেখতে ব্রাত্য বসুর কাছে আবেদন করেন তিনি। |