রাজ্যের ৯৯৯টি মাধ্যমিক বিদ্যালয়কে আগামী দু’বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হবে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে শিল্প ও বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ কথা জানান। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন এলাকার চাহিদার ভিত্তিতে ওই সব বিদ্যালয়ের উন্নয়নের সিদ্ধান্ত হয়েছে। আগামী আর্থিক বছরে ৫০০টি এবং পরের অর্থবর্ষে ৪৯৯টি মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত হবে। এর জন্য দু’ধাপে স্থায়ী শিক্ষক নিয়োগ হবে মোট ৩৯৯৬টি পদে।
|
গ্রামের মানুষদের স্বনির্ভর কর্মসংস্থান ও বিকাশের জন্য গ্রামীণ কর্ম বিকাশ যোজনা চালু করছে রাজ্য সরকার। মূলত কেন্দ্রীয় সরকারের ‘ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন’ বা জাতীয় গ্রামীণ জীবিকা প্রকল্প অনুসারেই নতুন যোজনা তৈরি করা হচ্ছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এই ব্যাপারে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাঠিয়েছিল। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। |