টুকরো খবর
দুর্ঘটনায় মৃত তিন
পুরুলিয়া-বাঁকুড়া জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক। ছবি: প্রদীপ মাহাতো।
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। সোমবার দুপুরে দুর্ঘটনা ঘটেছে পুরুলিয়া মফস্সল থানা এলাকার পুরুলিয়া-বাঁকুড়া ৬০এ জাতীয় সড়কে ও পুরুলিয়া-জামসেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে কাশীপুর থেকে মোটরবাইকে পুরুলিয়া যাচ্ছিলেন। কাশীপুরের ধতলা গ্রামের বাসিন্দা রাজীব আচার্য (৩০) ও চিন্তাহরন চট্টোপাধ্যায় (২৬) জাতীয় সড়কে ভাঙড়া ও সিংবাজার গ্রামের মাঝে সামনে দিক থেকে আসা সিমেন্ট বোঝাই লরির সঙ্গে ধাক্কা হয় তাদের। সংঘর্ষে আগুন লেগে যায় লরিটিতে। এলাকার বাসিন্দারা ওই দুই বাইক আরোহীকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠান। তবে পথেই মারা যান দু’জনেই। পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক। অন্য দিকে, এ দিন দুপুরেই পুরুলিয়া-জামসেদপুর জাতীয় সড়কে শিমুলিয়ার কাছে ট্রেলারের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হয় বাইক আরোহীর। তবে পুলিশ তাঁর পরিচয় জানাতে পারেনি। এক্ষত্রেও ট্রেলারটিকে পুলিশ আটক করেছে, চালক পলাতক।

পুকুরে ডুবে মৃত্যু বালকের
জলে ডুবে মৃত্যু হল ৬ বছরের বালকের। কাতির্র্ক মাহাতো ওই বালকের বাড়ি পুরুলিয়া মফস্সল থানার গোপালপুর গ্রামে। সে গোপালপুর প্রাথমিক স্কুলে প্রথম শেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে কার্তিক বন্ধুদের সঙ্গে গ্রামের প্রান্তে পুকুরে স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে যায়। বন্ধুরা ভয়ে ঘটনার কথা কাউকে জানায়নি। পরে কার্তিককে বাড়ি ফিরতে না দেখে তার অভিভাবকেরা খোঁজ শুরু করেন। এর পরেই ঘটনার কথা জানাজানি হয়। সন্ধ্যার দিকে পুকুরে কার্তিকের দেহ ভেসে ওঠে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য দেহটি পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

দেহ উদ্ধার
নিখোঁজ এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম হারাধন মাহাতো (৬৮)। বাড়ি কাশীপুরের পাড়াশোল গ্রামে। সোমবার সকালে গ্রামের পাশের জঙ্গল খেকে তার দেহ উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হারাধনবাবু ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। রবিবার বিকেল থেকে তাঁর খোঁজ মিলছিল না। এ দিন সকালে জঙ্গলের গাছের ডালে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে বাসিন্দারা পুলিশে খবর দেন।

অত্যাচারের অভিযোগ
এক মহিলার উপরে অত্যাচার চালানোর অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের আশ্রমপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। তবে সোমবার বিকাল পর্যন্ত লিখিত অভিযোগ হয়নি। ওই মহিলার পরিবারের অভিযোগ, মহিলার বারো বছরের ছেলের সঙ্গে ওই এলাকার কয়েকটি ছেলের বচসা বাঁধে। এর পরই স্থানীয় কয়েক জন মানুষ মহিলার বাড়িতে চড়াও হয়ে অত্যাচার চালায়। এমন কী জোর করে তাঁর চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে ওই মহিলা নানা রকম অসামাজিক কাজকর্ম করছিলেন। ঘটনার দিন স্থানীয় বাসিন্দারা হাতেনাতে প্রমাণ পেয়ে এই কাজ করেছেন। পুলিশ জানায়, অভিযোগ পেলে তদন্ত হবে।

বাসিন্দাদের দাবি
এলাকায় নানা অসামাজিক কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত ভাবে থানায় জানালেন বাঁকুড়া শহরের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা লাহা। ওই ওয়ার্ডের শীটপুকুর এলাকায় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সন্ধ্যার পর থেকেই একদল যুবক শীটপুকুরের পাড়ে মদ ও জুয়ার ঠেক বসায়। ভয়ে বাড়ির মেয়েরা বিকেলের পর থেকেই বাইরে বেরোতে ভয় পায়। কাউন্সিলর সঞ্চিতাদেবী বলেন, “এই সব অসামাজিক কাজ আমার এলাকায় দীর্ঘ দিন ধরে চলছে।” পুলিশ জানায়, এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

দধীচী দিবস
পুরুলিয়ার জয়পুর থানার পুন্দাগে আনন্দনগরে সোমবার পালিত হয়েছে দধীচী দিবস। আনন্দমাগর্র্ প্রচারক সঙ্ঘের মুখ্য জনসংযোগ সচিব দিব্যচেতনান্দ অবধূত জানান, ১৯৬৭ সালের ৫ মার্চ আনন্দনগরের উপকন্ঠে খুন হওয়া পাঁচ জন আনন্দমার্গী সন্ন্যাসীর স্মৃতির উদ্দেশ্যে ও আত্মার শান্তি কামনায় এ দিন দধীচী দিবস পালিত হয়েছে।

নবকুঞ্জ উৎসব
নবকুঞ্জ উৎসব চলছে কোতোয়ালি থানার রঘুনাথপুর ফুটবল ময়দানে। ২৬ ফেব্রুয়ারি এই উৎসবের সূচনা হয়েছিল। চলবে বুধবার পর্যন্ত। বসে আঁকো প্রতিযোগিতা-সহ নানা অনুষ্ঠান হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.