টুকরো খবর |
কমিটি-নেতার তৃণমূলে যোগ
নিজস্ব সংবাদদাতা • লালগড় |
রাষ্ট্রদ্রোহ, খুন, অপহরণ, হামলা-নাশকতার ৩৭টি মামলার অভিযুক্ত জনগণের কমিটি-র নেতা লসো হেমব্রম তৃণমূলে যোগ দিলেন। রবিবার দুপুরে জামিনে জেল থেকে ছাড়া পাওয়ার পরেই লালগড়ের বৈতা এলাকায় তৃণমূলের এক কর্মী-সম্মেলনে পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদার উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন লসো। বিকেলে তাঁকে নিয়ে বৈতা থেকে ধরমপুরের মূলাপাড়া পর্যন্ত রীতিমতো মিছিলও করে তৃণমূল। লালগড়-আন্দোলন পর্বে বৈতা অঞ্চলের ঝাঁটিয়াড়া গ্রামের বাসিন্দা লসো ছিলেন কমিটির প্রথম সারির নেতাদের অন্যতম। গত বছর অক্টোবরে গ্রেফতার হন। লসোর আইনজীবী কৌশিক সিংহ জানান, শনিবার মেদিনীপুর জেলা আদালতে জামিনের আবেদন মঞ্জুর হওয়ায় রবিবার ঝাড়গ্রাম উপ-সংশোধনাগার থেকে ছাড়া পান লসো। মন্ত্রী সুকুমারবাবুর দাবি, “আগের সরকার মিথ্যা অভিযোগে বিভিন্ন মামলায় লসোকে ফাঁসিয়েছিল।” প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি লালগড়ের কাঁটাপাহাড়ি অঞ্চলে তৃণমূলের এক কর্মী-সম্মেলনে মন্ত্রী সুকুমারবাবুর উপস্থিতিতেই কমিটির প্রাক্তন সম্পাদক মনোজ মাহাতো ও প্রাক্তন কমিটি-নেতা শ্যামল মাহাতোও তৃণমূলে যোগ দিয়েছিলেন।
|
জোট নিয়ে সংশয়ে কংগ্রেস কর্মীরা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
|
নিজস্ব চিত্র। |
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট হবে কি না, তা নিয়ে স্থির সিদ্ধান্তে পৌঁছনোর জন্য প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে আবেদন জানালেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের নেতা-কর্মীরা। সোমবার তমলুক ব্লকের নাইকুড়িতে দলের কর্মী সম্মেলনে পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মায়া ঘোষ। তখনই উপস্থিত ব্লক ও জেলা নেতৃত্ব অভিযোগ করেন, গত পুরভোটের সময় প্রদেশ নেতৃত্বের নির্দেশ মেনে প্রথমে তৃণমূলের সঙ্গে জোট ও পরে তা ভাঙতে গিয়ে বিপাকে পড়েছিলেন নিচুতলার কর্মী-সমথর্কেরা। আগামী পঞ্চায়েত নির্বাচনে যাতে এই পরিস্থিতিতে পড়তে না হয়, তার জন্য প্রদেশ নেতৃত্বকে স্থির সিদ্ধান্ত গ্রহণ করার আবেদন জানান জেলা নেতৃত্ব। সম্মেলনে দলের প্রতিনিধিরা এই আশঙ্কাও প্রকাশ করেন যে, আলাদা করে ভোটে লড়লে তৃণমূলের অত্যাচারের মুখে পড়তে হবে। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মায়াদেবী বলেন, “জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগে দলীয় সংগঠনকে মজবুত করায় গুরুত্ব দিতে হবে।” সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিকা কবিতা রহমান, জেলা কংগ্রেস সভাপতি অসিত পাল প্রমুখ।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নয়াগ্রাম |
বাড়ি থেকে বেরিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে অবসরপ্রাপ্ত এক রেলকর্মীর। পূর্ণচন্দ্র মাহাতো (৬৩) নামে ওই বৃদ্ধের বাড়ি পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম থানার খড়িকামাথানি অঞ্চলের ঘোড়াতোড়িয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় এক আত্মীয়ের সঙ্গে সাইকেল নিয়ে ঘোড়াতোড়িয়া গ্রামের বাড়ি থেকে বেরিয়েছিলেন পূর্ণচন্দ্রবাবু। ওই আত্মীয় বাড়ি ফিরে এলেও রাতে আর বাড়ি ফেরেননি পূর্ণচন্দ্রবাবু। সোমবার সকালে গ্রামের অদূরে জঙ্গলের ধারে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মাথায় ও কপালে চোটের চিহ্ন ছিল। পাশে পড়েছিল সাইকেল। মৃতদেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায় পুলিশ। পূর্ণচন্দ্রবাবুর ওই আত্মীয়কে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
|
রেলের উচ্ছেদে বাধা তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রেলস্টেশন সংলগ্ন বেআইনি দোকান উচ্ছেদ ঘিরে সোমবার সকালে উত্তেজনা ছড়াল পাঁশকুড়ায়। স্টেশন সংলগ্ন নতুন বাসস্ট্যান্ডের কাছে রেলের নিকাশি নালা দখল করে গত কয়েক মাসে বেশ কিছু দোকানঘর তৈরি হয়েছে। বেআইনি ওই সব দোকানঘর উচ্ছেদের জন্য এ দিন সকালে রেল সুরক্ষা বাহিনী ও রেলের কর্মীরা ঘটনাস্থলে যান। কিন্তু উচ্ছেদ অভিযান শুরু হতে না-হতেই ঘটনাস্থলে পৌঁছে কাজে বাধা দেন পাঁশকুড়ার তৃণমূল নেতা তথা দলের রাজ্য সম্পাদক জাইদুল খান। তৃণমূল নেতা-কর্মীদের বাধার মুখে পড়ে স্থগিত হয়ে যায় উচ্ছেদ অভিযান। জাইদুল খান বলেন, “স্টেশন সংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ড বন্ধ হওয়ায় স্থানীয় দোকানদারেরা নতুন বাসস্ট্যান্ডের কাছে অস্থায়ী দোকানঘর বানিয়েছেন। রেল আচমকা উচ্ছেদ অভিযান চালানোয় জীবিকা হারাতে বসেছিলেন ওই সব দরিদ্র দোকানদারেরা। আমরা তাই আপত্তি জানিয়েছি।”
|
বধূর অপমৃত্যু, অভিযুক্ত ১৪
নিজস্ব সংবাদদাতা • এগরা |
এক অন্তঃসত্ত্বা বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়ির লোক ও প্রতিবেশী-সহ ১৪ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করলেন মৃতার বাবা। ঘটনাটি ঘটেছে পটাশপুর থানা এলাকার গোনাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মাস আটেক আগে গোনাড়ার সমীর বেরার সঙ্গে বিয়ে হয় ভগবানপুর থানার ভীমেশ্বরী গ্রামের রূপালি সাউয়ের। সমীর কলকাতার একটি রেস্তোরাঁয় কাজ করেন। গত ২৯ ফেব্রুয়ারি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা রূপালিকে গুরুতর অসুস্থ অবস্থায় পটাশপুর-১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন শ্বশুরবাড়ির লোক ও প্রতিবেশীরা। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। গত রবিবার থানায় মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন বাবা কানাই সাউ। তাঁর দাবি, মেয়েকে কোনও ভাবে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পলাতক। তদন্ত চলছে।
|
এ বার সাইটেই বি এডের ফর্ম
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএড কলেজগুলিতে ভর্তির জন্য এ বার থেকে কেবলমাত্র অনলাইনে ফর্ম পাওয়া যাবে। আজ, মঙ্গলবার থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত ফর্ম পাওয়া যাবে। ফর্ম জমা দেওয়া যাবে ১২ থেকে ২৬ তারিখ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের বিএড সংক্রান্ত সিলেকশন কমিটির পক্ষে এ খবর জানান সুনীল মল্লিক। তিনি জানান, bed.vidyasagar.ac.in ওয়েবসাইটে ফর্ম ও এই সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। ১৭টি বিএড কলেজের ১৭০০ আসনে ভর্তির কাউন্সেলিং-এর জন্য প্রাথমিক তালিকা প্রকাশ হবে আগামী ২৪ এপ্রিল। |
|