|
|
|
|
আজ ফের আদালতে সুশান্ত ঘোষ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আজ, মঙ্গলবার কঙ্কাল-মামলায় হাজিরা দিতে ফের মেদিনীপুর আদালতে আসার কথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষের। সুপ্রিম কোর্টে শর্তাধীন জামিন মঞ্জুর হওয়ার পরে জেল থেকে বেরিয়ে গত ১৬ ফেব্রুয়ারিও এক দফা মেদিনীপুর আদালতে এসেছিলেন সুশান্তবাবু। মঙ্গলবার সুশান্তবাবুর সঙ্গেই সদ্য জামিনে মুক্ত আরও দুই অভিযুক্ত দেবাশিস পাইন এবং কিরীটী রায়েরও আদালতে আসার কথা। সেই সঙ্গে জেলবন্দি ১৭ জন অভিযুক্তকেও হাজির করানো হবে মেদিনীপুরের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অভিজিৎ সোমের এজলাসে।
দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে মোট ৫৮ জনের নামে চার্জশিট পেশ করেছিল সিআইডি। তার মধ্যে গ্রেফতার হয়েছিলেন ২০ জন। সুশান্তবাবু, তাঁর এক সময়ের আপ্ত-সহায়ক দেবাশিস পাইন এবং সিপিএম কর্মী কিরীটী রায় জামিন পাওয়ায় আপাতত জেলে ১৭ জন সিপিএম নেতা-কর্মী। বাকি ৩৮ জন ‘পলাতক’। গত ১৬ ফেব্রুয়ারি আগের দফার শুনানিতে সরকারপক্ষের তরফে দ্রুত চার্জগঠনের আর্জি পেশ করা হয়েছিল আদালতে। যদিও অভিযুক্তপক্ষ জানিয়েছিল, চার্জশিটের সঙ্গে থাকা প্রয়োজনীয় সব কাগজপত্র এখনও তাদের দেওয়া হয়নি। তাই চার্জগঠনের বিরোধিতা করে তারা। দু’পক্ষের বক্তব্য শুনে আদালত মামলার পরবর্তী দিন ধার্য করেছিল ৬ মার্চ। সেই মতো মঙ্গলবার আদালতে হাজির করানো হবে অভিযুক্তদের। এ দিনও চার্জগঠনের প্রক্রিয়া নিয়ে সরকারপক্ষ এবং অভিযুক্তপক্ষের সওয়াল-পাল্টা সওয়ালের সম্ভাবনা। পুলিশ সূত্রে খবর, আদালত-চত্বরে অনভিপ্রেত ঘটনা এড়াতে মঙ্গলবার বাড়তি বাহিনী মোতায়েন করা হবে। |
|
|
|
|
|