আর্সেনালের প্র্যাক্টিসে ফান পার্সি। সোমবার লন্ডনে। ছবি: রয়টার্স |
প্রশ্ন: মিলানে ০-৪ হেরে আসায় চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে আর্সেনালকে উঠতে গেলে প্রায় অসাধ্যসাধন করতে হবে। আপনারা পারবেন?
রবিন ফান পার্সি: কাজটা ভীষণ, ভীষণ কঠিন। কিন্তু আমাদের সব কিছু নিয়ে ঝাঁপাতে হবে। ওই ম্যাচে হারার পর থেকে আমরা কিন্তু খারাপ খেলিনি।
প্র: এ সি মিলানের বিরুদ্ধে ওই হারের পর আপনাদের মানসিক অবস্থা কেমন হয়েছিল?
ফান পার্সি: একটা খারাপ দিন ছিল। আর টিমের ক্যাপ্টেন হিসাবে আমার একটা বাড়তি দায়িত্ব থেকেই যায়। তা ছাড়া ওর পরে আর্সেন ওয়েঙ্গারকে যে সমালোচনা সহ্য করতে হয়েছিল, সেটাও খুব আঘাত দিয়েছে সবাইকে। লোকে ভুলে যায় ফুটবল একটা টিম গেম আর প্রত্যাশিত ফল দিতে না পারার অনেক কারণ থাকে। যাই হোক, মরসুম এখনও শেষ হয়ে যায়নি।
প্র: প্রতি ম্যাচে গোল করার জন্য আপনার উপর কি বিরাট চাপ পড়ে যাচ্ছে?
ফান পার্সি: সে রকম কিছু নয়। প্রতি ম্যাচের আগে আমি শান্ত ভাবে ব্যাপারটাকে নিয়ে ভাবার চেষ্টা করি। প্রথমে বেসিকটা ঠিকঠাক করার চেষ্টা করি। তার পরে গোল করার এবং করানোর।
প্র: আর্সেনালের এক প্রবাদপ্রতিম ফুটবলার আবার আপনার নেদারল্যান্ডসেরই লোক। সেই ডেনিস বার্গক্যাম্পের চেয়েও আর্সেনালের হয়ে বেশি গোল করে ফেলেছেন। কী ভাবে দেখছেন ব্যাপারটা?
ফান পার্সি: ডেনিস আমার কাছে এক জন নায়ক। তাই ব্যাপারটা আরও বেশি গর্বের।
প্র: তা হলে আর্সেনালের জন্য সব শেষ হয়ে যায়নি?
ফান পার্সি: এই মরসুমে এখনও অনেক কিছু পাওয়ার বাকি। ইপিএলে প্রথম চার দলের মধ্যে শেষ করতে চাই। আর কাল মিলানের বিরুদ্ধে সব কিছু নিয়ে ঝাঁপাতে চাই। দেখা যাক কী হয়।
|
কঠিন ম্যাচে আজ অন্তত পাঁচ গোল চাই
নিজস্ব প্রতিবেদন |
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে যেতে আজ ঘরের মাঠে এসি মিলানের বিরুদ্ধে আর্সেনালকে জিততে হবে কম করে ৫-০ গোলে। অথবা ৪-০ জিতে ম্যাচ নিয়ে যেতে হবে অতিরিক্ত সময়ে। কিন্তু ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের ৩৫০ তম ম্যাচ খেলতে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী মিলান। পাতোকে চোটের জন্য পাবেন না মিলান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। এ ছাড়া সে রকম সমস্যা নেই ইতালীয় ক্লাবটির। বরং আর্সেনালের মিকেল আর্তেতা লিভারপুল ম্যাচে চোট পেয়েছেন। আবু ডিয়াবির হ্যামস্ট্রিংয়ে চোট। র্যামসে সুস্থ নন। বেনাইয়ুনেরও হ্যামস্ট্রিংয়ে চোট। আর্সেন ওয়েঙ্গারের প্রধান ভরসা তাই শেষ ১১ ম্যাচে ১০ গোল করা রবিন ফান পার্সি। শেষ ষোলোর অন্য ম্যাচে আজ বেনফিকা ঘরের মাঠে মুখোমুখি জেনিট পিটার্সবার্গের। |