কাঠমাণ্ডুতে এ এফ সি চ্যালেঞ্জ কাপে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন সুনীল ছেত্রী। সহ-অধিনায়ক রহিম নবি। সোমবার এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন জাতীয় কোচ স্যাভিও মেদেইরা।
দেবজিৎ ঘোষ এবং বাসুদেব মণ্ডলের পর ফের বাংলা থেকে জাতীয় দলের নেতৃত্ব পেলেন সুনীল-নবি। ঘটনাচক্রে দু’জনেই এবছর মোহনবাগানে খেলছেন। একই ক্লাব থেকে দু’জন নেতৃত্বে এটা সাম্প্রতিক কালে হয়নি। ভাইচুং ভুটিয়ার দীর্ঘ অধিনায়কত্বের জমানায় সরকারি ভাবে কোনও সহকারী রাখতেন না বিদেশি কোচেরা। বব হাউটনের জমানাতেও সেটা অক্ষত ছিল। সেই ধারা বদলে স্যাভিও বলে দিলেন, “সুনীল, নবি দু’জনেই যথেষ্ট যোগ্য ফুটবলার। দু’জনেরই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। সবাই ওদের মানেও।” চ্যালেঞ্জ কাপে ভারতের প্রথম খেলা ৯ মার্চ, তাজাকিস্তানের বিরুদ্ধে।
ভারতীয় দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কঠামাণ্ডুতে। সেখানে গৌরমাঙ্গি-জুয়েল রাজারা অনুশীলনও করছেন। “সাফ চ্যাম্পিয়নশিপে সুনীলের নেতৃত্বে ভারত দুর্দান্ত ফুটবল খেলেছিল। সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল সুনীল। নবিরও ক্লাব পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। নবি-র মতো ধারাবাহিক ফুটবলার কমই আছে।” কাঠমাণ্ডু থেকে বলে দিয়েছেন স্যাভিও। সুনীল বললেন, “জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়া সৌভাগ্যের বিষয়। দায়িত্বও বেড়ে যায়। চেষ্টা করব ভাল খেলতে।”
|