টুকরো খবর
গম্ভীরকে হতাশ হতে বারণ করছেন দ্রাবিড়
বিরাট কোহলিকে এশিয়া কাপে সহ-অধিনায়ক করা হয়েছে বলে গৌতম গম্ভীরকে হতাশ হতে বারণ করলেন রাহুল দ্রাবিড়। পাশাপাশি ভারতের প্রাক্তন অধিনায়ক এও বলেছেন, “গম্ভীর যেন মনে না করে ও টিম থেকে আলাদা হয়ে পড়েছে।” রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক দলের জার্সি প্রকাশের এক অনুষ্ঠানে এসে মুখ খুলেছেন বিরাট কোহলিকে নিয়েও। “কোহলিকে নির্বাচকেরা একটা পুরস্কার দিয়েছেন। তবে ও নিশ্চয়ই বুঝবে যে এর পর এগোতে গেলে ওকে টিমে নিজের জায়গা পাকা করতে হবে। অতীতে আমরা দেখেছি সহ-অধিনায়ক হলেই অধিনায়ক হবে, এই ধারণা ঠিক নয়,” বলেছেন দ্রাবিড়। ভারতের ভবিষ্যৎ অধিনায়ক নিয়ে এখনই ভাবার দরকার নেই, বলে দিচ্ছেন তিনি, “এই মুহূর্তে ধোনি ভালই কাজ চালিয়ে যাচ্ছে। তাই আর কাউকে খোঁজার দরকার নেই।” অস্ট্রেলিয়া সফরে সচিন তেন্ডুলকরকে নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সচিনের একশোতম সেঞ্চুরি নিয়ে দ্রাবিড় বলেছেন, “সচিনের সঙ্গে ড্রেসিংরুমে থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি, ও কখনওই একশোতম সেঞ্চুরির কথা ভাবে না। তবে এক জন ব্যাটসম্যান যখনই মাঠে নামে সেঞ্চুরি করে দলকে জেতাতে চায়। একশোতম সেঞ্চুরি আসবেই।” এ দিকে, মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে ১-০ এগিয়ে দেওয়ার নায়ক ডেভিড ওয়ার্নার কুঁচকির চোটের কারণে আজ অনিশ্চিত।

যুবরাজের পাশে কালিস
যুবরাজ সিংহ ফাউন্ডেশনে বিশেষ আর্থিক অনুদান দেবেন জাক কালিস। দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার নিজেই আজ এই ঘোষণা করেছেন। আগামী ৩০ মার্চ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা একটি এক দিনের ম্যাচের আয়োজন করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সেই ম্যাচে কালিসকে সংবর্ধনা দেওয়া হবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে তাঁর অবদানের জন্য। সেই ম্যাচের ঘোষণা উপলক্ষে এসে সাংবাদিকদের তিনি সোমবার বলেন, “আমি আপনাদের জানাতে চাই যে, ব্যক্তিগত ভাবে আমি যুবরাজ সিংহ ফাউন্ডেশনে আর্থিক সাহায্য করব বলে ঠিক করেছি। আমরা সবাই জানি যে, যুবরাজ এখন জীবনের খুব কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি কঠিনতম রোগের বিরুদ্ধে ওকে লড়তে হচ্ছে।” কালিসের বাবা ক্যানসারে মারা গিয়েছিলেন। সেই কথা মনে করিয়ে দিয়ে তিনি যোগ করেন, “আমি নিজে এ রকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি যখন খুব অল্প বয়সে আমার বাবা ক্যানসারে মারা যান।” তার পর যুবরাজের পাশে দাঁড়িয়ে আরও বলেন, “আমি একা নই। আমি নিশ্চিত গোটা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিম, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সবাই আমার সঙ্গে গলা মিলিয়ে ওর দ্রুত আরোগ্য কামনা করবে।” দক্ষিণ আফ্রিকা বোর্ডের প্রধান জেরাল্ড মাজোলা জানান, ম্যাচটিকে বার্ষিক অনুষ্ঠান করার ব্যাপারে ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তি হয়েছে।

যুব এশিয়া কাপের প্রস্তুতিতে বিদেশে যেতে চান বান
ভারতীয় ফুটবলের উন্নতির জন্য চাই স্কিল আছে এ রকম ফুটবলার। আর সে জন্য তৃণমূল স্তর থেকে তুলে আনতে হবে প্রতিভা। এই ভাবনা নিয়েই এগোতে চাইছেন টেকনিক্যাল ডিরেক্টর রবার্ট বান। সেপ্টেম্বরে মিজোরামে শুরু হবে প্রতিভা অন্বেষণের কাজ। মূলত অনূর্ধ্ব ১৪ ফুটবলারদের বাছা হবে আঞ্চলিক অ্যাকাডেমির জন্য। এখন বান পড়েছেন ৬৪ জন অনূর্ধ্ব ২২ ফুটবলারকে নিয়ে। ক্যাম্প চলছে পৈলানে। রবার্ট বান এবং ডেভেলপমেন্ট কোচ জোসেফ টোল যেখান থেকে প্রাথমিক ভাবে ৫০ জনকে বাছবেন। এদের মধ্যে থেকে ৩০ জনকে নিয়ে অনূর্ধ্ব ২২ এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের যুদ্ধে নামবেন বান-টোল। ২৩ জুন শুরু ওই টুর্নামেন্টে ভারতের গ্রুপে রয়েছে ইরাক, ওমান, তুর্কমেনিস্তান, লেবানন এবং সংযুক্ত আরব আমিরশাহী। বানের বক্তব্য, “ছেলেদের আত্মবিশ্বাস ভাল জায়গায় আছে। তবে ঠিকঠাক প্রস্তুতির জন্য একটা বিদেশ সফর দরকার।” বান বলছিলেন, “এই ছেলেদের টেকনিক্যাল স্কিল ভাল। তবে প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলার অভাব আছে।” বান মনে করেন, ফেডারেশনের পাশাপাশি আই লিগের ক্লাবগুলিকেও ফুটবলের উন্নতিতে এগিয়ে আসা উচিত। “ইউরোপের ক্লাবগুলোয় অনূর্ধ্ব ৬, ৭, ৮-এর মতো এক দম ছোটদের দল আছে। এখানেও সে রকম হওয়া উচিত।” ভারতে পাঁচ বছর কাটিয়ে ফেলা জোসেফ টোল বলছিলেন, “আগে ছেলেরা কোথা থেকে উঠে আসছে জানা যেত না। অ্যাকাডেমি হলে সেই সমস্যা মিটবে। তবে অনূর্ধ্ব উনিশের দল তৈরিতে আই লিগ ক্লাবগুলোর আরও দায়িত্ব নেওয়া উচিত।”

মর্গ্যানের সুবিধা করে দিল ভবানীপুর
ইস্টবেঙ্গলের আই এফ এ শিল্ড সেমিফাইনালে যাওয়ার রাস্তা সহজ করে দিল ভবানীপুর। পাশাপাশি চাপও তৈরি দিল ট্রেভর জেমস মর্গ্যানের উপর। সোমবার ডগলাস দ্য সিলভার দল ৩-০ হারিয়ে দিল শিলং লাজং এফ সি-কে। জোড়া গোল করেন বিশ্বজিৎ বিশ্বাস। অন্য গোলটি হেনরির। প্রথমার্ধে ভবানীপুর এগিয়ে ছিল ১-০ গোলে। দেবজিৎ ঘোষের দল এই ম্যাচটি জিতে যাওয়ায় সুবিধা হল ইস্টবেঙ্গলের। কারণ শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে লাজংয়ের সঙ্গে ম্যাচ ড্র করলেই শেষ চারে চলে যাবেন টোলগে-পেনরা। অন্য দিকে ইস্টবেঙ্গল হেরে গেলে কিন্তু কপাল খুলে যাবে ভবানীপুরের। সেক্ষেত্রে তারা চলে যাবে সেমিফাইনালে। ঠান্ডা থেকে এসে ইস্টবেঙ্গল মাঠের তীব্র গরমে লাজংয়ের যে ভরাডুবি হবে সেটা জানাই ছিল। সেটা হয়েছেও। তারা দাঁনাতেই পারেনি কলকাতার ক্লাবের বিরুদ্ধে। এ দিন ম্যাচের শেষ অবসর নিলেন ভবানীপুরের স্ট্রাইকার অমর গঙ্গোপাধ্যায়। দীর্ঘ সাতাশ বছর ধরে ময়দানে খেলছেন অমর। যা নজিরবিহীন। এখন তাঁর বয়স ৪৪। মোহনবাগানের শেষ রোভার্স কাপ জয়ী টিমের গোলদাতা ছিলেন হাওড়ার এই স্ট্রাইকার। এদিনের অন্য ম্যাচ অবশ্য অমীমাংসিতভাবে শেষ হল। মুম্বই এফ সি এবং টেকনো এরিয়ানের খেলা শেষ হল ১-১ গোলে। ম্যাচটিতে জিততে পারত এরিয়ানই।

পঞ্জাবকে জেতালেন হরভজন
ফের জাতীয় দলে ফেরা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী হরভজন সিংহ। “আমার মধ্যে অনেক ক্রিকেট এখনও রয়েছে। ভগবানে বিশ্বাস আছে, আশা করছি আমার জায়গাটা আমি ঠিক ফিরে পাব,” বিজয় হাজারে ট্রফিতে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে পঞ্জাবকে কোয়ার্টার ফাইনালে তুলে বলেছেন হরভজন সিংহ। প্রথমে ৩৫ রানে ৩ উইকেট নিয়ে বিপক্ষ মহারাষ্ট্রকে ১৮৬-৯-এ আটকে রাখেন হরভজন। রান তাড়া করতে নেমে পঞ্জাব এক সময় ৬৯-৬ হয়ে যায়। সেখান থেকে হরভজন অপরাজিত ৭৯ করেন ৯৪ বলে। নবম উইকেটে মনপ্রীত গোনির সঙ্গে যোগ করেন ৩৬ রান। ম্যাচ শেষ করেন ছক্কা হাঁকিয়ে, দশ বল বাকি থাকতে। পঞ্জাব জেতে দু’উইকেটে। হরভজন বলছেন, “বেঙ্গালুরুর এনসিএ-তে অনেক সময় কাটিয়েছি। আমি এখন সম্পূর্ণ সুস্থ। বল করার ছন্দ পাচ্ছি।” বন্ধু যুবরাজ নিয়ে তাঁর বক্তব্য, “যুবি খুব দ্রুত সুস্থ হচ্ছে। ওর সঙ্গে কথা হয়। ও আমার ভাইয়ের মতো।”

আম্পায়ারের অভিযোগ নিয়ে প্রশ্ন
স্থানীয় লিগে আম্পায়ারিং বিতর্ক নিয়ে প্রতিবাদ করলেন আম্পায়ার অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়। অনিরুদ্ধের অভিযোগ, গত ৪ মার্চ ‘রোহনের আউট নিয়ে বিতর্ক’ প্রতিবেদনে মনোহরপুকুর মিলন সমিতি বনাম ইয়ং বেঙ্গল ম্যাচে তিনি চারটি ভুল আউট দিয়েছেন বলে লেখা হয়েছিল, যা ঠিক নয়। আরও দাবি, তিনি মোটেই সিএবি-র অবসরপ্রাপ্ত আম্পায়ার নন। এখনও প্যানেলে আছেন। প্রথমত, ওই প্রতিবেদনে বলা নেই যে আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছেন। বলা হয়েছে, মনোহরপুকুর মিলন সমিতির অভিযোগ। দ্বিতীয়ত, অনিরুদ্ধ বোর্ডের আম্পায়ারিং প্যানেল থেকে অবসর নিয়েছেন দু’বছর আগে। এর পরে সিএবি-র আম্পায়ার হিসেবে থাকতে গেলে তাঁকে রিটেনশন পরীক্ষা দিতে হত। বছর-বছর ডাক্তারি পরীক্ষাও দিতে হত। যেগুলো তিনি দেননি। সিএবি-র কম্পিউটারে ভাতা পাওয়ার অধিকারী হিসেবে যে সব আম্পায়ারের নাম আছে, সেখানেও অনিরুদ্ধর নাম নেই। তা হলে তিনি কী করে দাবি করছেন যে প্যানেলে আছেন? এই নিয়ে প্রশ্ন উঠছে। নামপ্রকাশে অনিচ্ছুক অন্তত তিন জন আম্পায়ার এ দিনও অনিরুদ্ধের নিয়মবিরুদ্ধ ভাবে আম্পায়ারিং চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুললেন।

দুর্ঘটনায় মৃত্যু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের
রুনাকো মর্টন
পথ দুর্ঘটনায় মারা গেলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন টেস্ট ক্রিকেটার রুনাকো মর্টন। রবিবার রাতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পোস্টে তাঁর গাড়ি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মর্টনের মৃত্যু হয়। মাত্র ৩৩ বছর বয়সে মর্টনের মৃত্যুতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটমহলে শোকের ছায়া নেমে এসেছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৫টি টেস্ট এবং ৫৬টি এক দিনের ম্যাচ খেলেছেন মর্টন। খেলেছেন সাতটি টি-টোয়েন্টি ম্যাচও। টেস্টে করেছিলেন ৫৭৩ রান, গড় ২২.০৩। এক দিনের ম্যাচে করেন ১৫১৯ রান, গড় ৩৩.৭৫। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সিডনিতে ২০১০ সালে। প্রথম শ্রেণির ক্রিকেটে মর্টন করেছেন ৫৯৮০ রান, গড় ৩৯.৬০। মর্টনের মৃত্যুতে শোকাহত ক্রিস গেইল টুইট করেছেন, “আমরা এক প্রকৃত যোদ্ধাকে হারালাম। ওর আত্মার শান্তি কামনা করি। ওর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।” টুইটারে শোক প্রকাশ করেছেন ইংল্যান্ড ব্যাটসম্যান কেভিন পিটারসেনও।

কেকেআর মনোবিদ ওয়েবস্টার
এক সময় ক্লাইভ লয়েডের বিশ্বজয়ী টিমের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। প্রধানত তাঁর হাতেই জন্ম নিয়েছিল এক সময়কার দুনিয়া কাঁপানো ওয়েস্ট ইন্ডিজ টিম। লয়েডের সেই টিম যারা পনেরো বছর ধরে ক্রিকেট দুনিয়া শাসন করেছিল। গুরু গ্রেগের জমানায় এক বার ভারতীয় দলের সঙ্গেও সাময়িক যুক্ত হয়েছিলেন। তিনি রুডি ওয়েবস্টার এ বার যোগ দিচ্ছেন কলকাতা নাইট রাইডার্সে। আসন্ন আইপিএলে গৌতম গম্ভীরদের মনোবিদ হিসেবে দেখা যাবে ৭২ বছরের ওয়েবস্টারকে। কেকেআর-এর সিইও বেঙ্কি মাইসোর বলেছেন, “ওয়েবস্টারকে পেয়ে আমরা উৎফুল্ল। কেকেআর-কে পরের ধাপে নিয়ে যেতে রুডি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

ভাইচুংরা জিতলেন
দ্বিতীয় ডিভিশন আইলিগের গোয়ার ভাস্কো ও ইউনাইটেড
সিকিমের খেলায় ভাইচুং ভুটিয়া। ছবি: বিশ্বরূপ বসাক।
আই লিগের দ্বিতীয় ডিভিশনের মূলপর্বে ভাইচুং ভুটিয়ার সিকিম ইউনাইটেড ৩-২ গোলে হারাল ভাস্কোকে। ভাইচুংয়ের পাস থেকে একটি গোল হয়। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ওএনজিসি ৫-০ হারাল আইজল ফুটবল ক্লাবকে। বাংলার ফুটবলপ্রেমীরা তাকিয়ে মহমেডান ও কালীঘাট মিলন সমিতির দিকে। মজার ব্যাপার হল, সেই দুই দলই আবার আজ মঙ্গলবার নিজেদের মধ্যে যুদ্ধে নামছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.