হাইকোর্টের নির্দেশ মেনে ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরাতে হলে তা মাটির নীচে নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই এমনই মনে করছে রাজ্য সরকার। সোমবার মহাকরণে এ কথা জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্র।
সাদা মার্বেলে মোড়া ভিক্টোরিয়ার শুভ্রতা অক্ষুণ্ণ রাখতে এবং কলকাতার বায়ুদূষণ নিয়ন্ত্রণে ২০০৭ সালে কলকাতা হাইকোর্ট ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশে এ-ও বলা হয়েছিল যে, ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড সরানোর পাশাপাশি এসএসকেএম হাসপাতাল থেকে হো চি মিন সরণির মোড় পর্যন্ত অবাধ ট্রাফিকের ব্যবস্থা এবং ভিক্টোরিয়ার তিন কিলোমিটারের মধ্যে খোলা জায়গায় উনুন জ্বালানো বন্ধ করতে হবে। সেই সঙ্গে ওই ঐতিহাসিক সৌধের পাশ দিয়ে ভারী লরি চলাচলও বন্ধ করতে হবে। কিন্তু ভিক্টোরিয়া বাঁচানোর জন্য আদালতের নির্দেশের কোনওটাই এখনও পর্যন্ত কার্যকর করেনি রাজ্য সরকার। এর মধ্যে বাস টার্মিনাস সরানোর জন্য হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তদানীন্তন বাম সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখে। তার পরেও ধর্মতলা বাস টার্মিনাসকে সরানোর ব্যাপারে কোনও পদক্ষেপ করেনি রাজ্য সরকার। |
নতুন সরকারের পরিবহণমন্ত্রী মদন মিত্র এ দিন স্বীকার করে নিয়েছেন, ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরিয়ে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব। তার বদলে তাঁর দাওয়াই, বাস টার্মিনাসকে মাটির তলায় নিয়ে যাওয়া। মহাকরণে এ দিন তিনি বলেন, “মাটির নীচে বাস টার্মিনাস নিয়ে যাওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করারই পক্ষপাতী পরিবহণ দফতর। এ ছাড়া অন্য কোনও রাস্তা নেই। প্রয়োজনে এ ব্যাপারে আমরা আইনি পরামর্শও নেব।”
পরিবেশকর্মী সুভাষ দত্তের দায়ের করা একটি জনস্বার্থ মামলায় ধর্মতলার বাস টার্মিনাস সরানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এ দিন পরিবহণমন্ত্রীর পরিকল্পনা শুনে সুভাষবাবুর মন্তব্য, “উনি বিশেষজ্ঞদের পরামর্শ না-নিয়েই এ সব কথা বলছেন। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বিশেষজ্ঞদের একটি রিপোর্টের ভিত্তিতে। সেই আদেশ নাকচ করতে গেলে বিশেষজ্ঞদের মতামত নেওয়াটা আবশ্যিক।” তাঁর মতে, “বিষয়টি নগর পরিকল্পনার অঙ্গ। আমার মনে হয় না, কোনও স্থপতি বা ওই ধরনের বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে মন্ত্রী মন্তব্য করেছেন।” তা ছাড়া, বাস টার্মিনাস মাটির তলায় নিলেই কার্বন বা দূষণের পরিমাণ কমে যাবে, এমন ভাবার কারণ আছে বলেও মনে করেন না সুভাষবাবু। মদনবাবু অবশ্য জানিয়েছেন, মাটির তলায় বাস টার্মিনাস হলে সেখানে কার্বন নির্গমন কমানো বা দূষণ নিয়ন্ত্রণের অত্যাধুনিক ব্যবস্থাও করা হবে। |