সেতুর বেশির ভাগ অংশ ভেঙে যাওয়ায় দু’টি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হতে বসেছে। চিত্রটি হাওড়ার শ্যামপুরের খাড়ুবেড়িয়া পঞ্চায়েত এলাকার।
এই পঞ্চায়েতের উপর দিয়ে বয়ে গিয়েছে পাটকেলঘাটা খাল। এই খালের এক দিকে রয়েছে রাধানগর। অন্য দিকে বৈঁচি গ্রাম। বৈচি ভক্তাপাড়ার কাছে ঢালাই করা সেতু দিয়ে দু’টি গ্রামকে যুক্ত করা হয়েছে। সেতুটির বেশির ভাগ অংশ ভেঙে গিয়েছে প্রায় ছ’মাস আগে। ফলে এর উপর দিয়ে চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে। এই সেতুর উপর দিয়ে চলাচল করে ৮টি গ্রামের কয়েক হাজার মানুষ। রাধানগর বেসিক কলেজে আসার অন্যতম পথ এই সেতুটি। মোটরবাইক, সাইকেল, যন্ত্রচালিত ভ্যান, অটো রিকশাও চলাচল করে। কিন্তু এই সব যান চলাচল করতে হচ্ছে বেশ ঝুঁকি নিয়ে। এক গ্রামবাসী বিশ্বজিৎ কয়াল বলেন, “সেতুটির বেশ কিছুটা অংশ ভেঙে গিয়েছে মাস ছ’য়েক আগে। কিন্তু আজও তা মেরামত করা হয়নি। অন্ধকারে কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে।” |
ঢালাই সেতুর মাঝখানে প্রায় ৩ ফুট অংশ ভেঙে গিয়েছে। গ্রামবাসীরা বাধ্য হয়ে ভাঙা অংশের উপরে বাঁশের পাটাতন করেছেন। এই এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য তৃণমূলের শ্রীধর মণ্ডল বলেন, “গত ১৯৭৮ সালে বন্যার পরে পাটকেলঘাটা খালের উপরে সেচ দফতর থেকে মোট পাঁচটি সেতু তৈরি হয়েছিল। রক্ষণাবেক্ষণের অভাবে তিনটি সেতুর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ভোগান্তি হচ্ছে। আমরা সেচ দফতরের কাছে বার বার আবেদন করেছি সেতুগুলি যাতে মেরামত করে দেওয়া হয়।” সেচ দফতর সূত্রে জানা গিয়েছে বৈঁচি-রাধানগর সংযোগকারী সেতুটির মেরামতির জন্য পরিকল্পনা করা হয়েছে। এই দফতরের এক আধিকারিকের দাবি, খুব শীঘ্রই কাজ শুরু হবে। |