বাম আমলে নিউ টাউনের জন্য জল শোধন প্রকল্পের চিন্তাভাবনা হলেও পরে তা বাতিল হয়ে গিয়েছিল। এ বার নিউ টাউন তো বটেই। সেই সঙ্গে সল্টলেক, নবদিগন্ত ও দমদম এলাকায় পানীয় জল সরবরাহের জন্য একটি কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের নয়া সরকার। জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সোমবার ওই প্রকল্পের কথা জানান।
জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী বলেন, “বামফ্রন্টের আমলে একটি বিশেষ জল শোধনাগার তৈরির পরিকল্পনা হয়েছিল শুধু নিউ টাউনের জন্য। পরে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। এখন ঠিক হয়েছে, বাগবাজারে গঙ্গা থেকে জল তুলে নিউ টাউনে তা শোধন করে সংশ্লিষ্ট পুরসভা এলাকায় সরবরাহ করা হবে।” নতুন প্রকল্পে দৈনিক ১২ কোটি গ্যালন জল মিলবে। সুব্রতবাবু জানান, বাগবাজার থেকে জল আনার জন্য ৭০ ইঞ্চি পাইপ বসাতে হবে। সেটা সম্ভব কি না, বিশেষজ্ঞেরা তা পরীক্ষা করে দেখবেন। রিপোর্ট মিলবে সাত দিনের মধ্যে। তার পরেই প্রকল্পটি চূড়ান্ত করা হবে।
দার্জিলিং শহরে জল সরবরাহের জন্য প্রতিরক্ষা দফতর বালাসন নদীর কাছে জমি দিচ্ছে জনস্বাস্থ্য কারিগরি দফতরকে। সেই জমি পেলেই দ্রুত কাজ শুরু হবে বলে জানান সুব্রতবাবু। সিঞ্চন লেক এবং তার উপরের জলাধার তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। মন্ত্রীর দাবি, “চলতি বছরের মধ্যেই দার্জিলিঙে জল-সমস্যার সমাধান হয়ে যাবে।” তিনি জানান, পুরসভার বাইরের এলাকায় জল সরবরাহ করতে একটি পর্ষদ গঠন করা হবে। প্রকল্পটি মুখ্যমন্ত্রীর অনুমতির অপেক্ষায় রয়েছে। |