নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অতীতকে আঁকড়ে ধরে বাঁচা নয়। বরং বর্তমানে চোখ রেখেই এগোতে চাইছেন অলিম্পিকে ভারতের একমাত্র ব্যক্তিগত সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা।
শনিবার ব্যারাকপুরে স্টিভ ওয়ের উদয়নে এসে অভিনব বললেন, “যা ঘটে গিয়েছে, তা অতীত। সবাই ভুলে গিয়েছে। আমার অতীত যতই সুন্দর হোক না কেন, এখন সেটা আমায় কোনও ভাবে সাহায্য করবে না। অতীতকে তো আর ফিরিয়ে আনতে পারব না। আমি বরং বর্তমানে বাঁচতে বেশি ভালবাসি। এই বছর আমাদের সবচেয়ে বেশি সংখ্যক শু্যটার অলিম্পিকে নামছে, ১১ জন। প্রত্যেকেই চ্যাম্পিয়ন। আমার আশা এ বার শু্যটিংয়ে ভারত আরও ভাল ফল করবে।” |
ব্রিটিশ দূতাবাস এবং অভিনব বিন্দ্রা ফাউন্ডেশনের উদ্যোগে আসন্ন লন্ডন অলিম্পিকের জন্য একটি থিম সং-এর রেকর্ডিং করতে উদয়নে এসেছেন অভিনব। অলিম্পিকে ভারতকে উদ্বুদ্ধ করতেই এই প্রচেষ্টা, ‘খেলো ইন্ডিয়া খেলো’। অভিনব বললেন, “পদক শুধু দেওয়ালে সাজিয়ে রাখার জন্য হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ তো হল সেটার লক্ষ্যে যাত্রাটা। অলিম্পিকে একটা পদক পাওয়ার জন্য অসম্ভব পরিশ্রম করতে হয়। তৃণমূল স্তরের অ্যাথলিটদের মানসিক শক্তি বাড়ানোই আমার ফাউন্ডেশনের আসল লক্ষ্য।”
গতবার বেজিং অলিম্পিকে সোনা জেতার পরে তাঁকে নিয়ে প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। কী ভাবে সামলাচ্ছেন এত চাপ? অভিনব বললেন, “শু্যটিংয়ের আর একটা নাম হল একাগ্রতা। সামনের এই তিন-চার মাস আমি আর কোনও দিকে মন দিতে চাই না। তবে লন্ডনের শু্যটিং রেঞ্জ সম্পর্কে আমার কোনও ধারণা নেই। তাই পরের মাসে লন্ডন যাচ্ছি। শুটিং রেঞ্জ দেখতে।” |