টুকরো খবর
রোহনের আউট নিয়ে বিতর্ক
স্থানীয় ক্রিকেটে আম্পায়রিং নিয়ে লাগাতার বিতর্ক চলছেই। শনিবার সিনিয়র নক আউট টুর্নামেন্টে কালীঘাট বনাম এরিয়ানের ম্যাচে কালীঘাটের ব্যাটসম্যান রোহন বন্দ্যোপাধ্যায়ের আউটকে ঘিরে ঝামেলা বেঁধে গেল। অভিযোগ, রোহন রান আউট না হওয়া সত্ত্বেও তাঁকে আউট দিয়ে দেওয়া হয়। ম্যাচের দুই আম্পায়ার ছিলেন সুবীর বন্দ্যোপাধ্যায় এবং রবিশঙ্কর চক্রবর্তী। বলা হচ্ছে, লেগ আম্পায়ার প্রথমে রোহনকে নট আউট বলা সত্ত্বেও পরে বোলিং আম্পায়ারের সঙ্গে কথা বলে তাঁকে আউট দিয়ে দেন। যার পর মাঠে কিছুটা উত্তেজিতও হয়ে পড়েন রোহন। নির্ধারিত ৪৫ ওভারে কালীঘাটের তোলা ৩১২ রানের জবাবে এরিয়ান তোলে ১৮৭-৭। ১২৫ রানে ম্যাচ জেতে কালীঘাট। অন্য দিকে, ইয়ং বেঙ্গল বনাম মনোহরপুকুর মিলন সমিতি ম্যাচে (অবনমন সেমিফাইনাল) আম্পায়ারিং নিয়ে বিতর্ক বাঁধল। মনোহরপুকুর মিলন সমিতির অভিযোগ, ইয়ং বেঙ্গলের চারটে আউট দেওয়া হয়নি। ম্যাচের আম্পায়ারদের একজন ছিলেন অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়, যিনি সিএবি-র আম্পায়ারিং থেকে অবসর নিয়েছেন গত বছর। প্রশ্ন উঠছে, অবনমন সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কী ভাবে অবসরপ্রাপ্ত একজনকে আম্পায়ারিংয়ের দায়িত্ব দেওয়া হয়?

ভূপতি-বোপান্নার প্রথম ট্রফি
চ্যাম্পিয়ন হয়ে মহেশ-বোপান্না। শনিবার দুবাইয়ে। ছবি: এপি
জুটি হিসেবে তাঁদের প্রথম ট্রফি জিতলেন মহেশ ভূপতি এবং রোহন বোপান্না। দুবাই ওপেন ফাইনালে পোলিশ জুটি মারিউস ফ্রিস্টেনবার্গ এবং মার্সিন মাটকোস্কি-কে হারিয়ে। হার্ডকোর্টে কঠিন লড়াইয়ের পর এ দিন চতুর্থ বাছাই ভূপতি-বোপান্না জিতলেন ৬-৪, ৩-৬, ১০-৫। এই নিয়ে চার বার দুবাই ওপেন জিতলেন ভূপতি। বোপান্নার কেরিয়ারের এটা ছ’নম্বর এটিপি খেতাব। সিঙ্গলসে মারেকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ফেডেরার।

এশিয়া কাপে মিসবাই নেতা
ইংল্যান্ডের কাছে এক দিনের সিরিজে বিধ্বস্ত হলেও এশিয়া কাপে পাকিস্তানের নেতৃত্বে রেখে দেওয়া হল মিসবা উল হককে। তবে বাদ পড়েছেন প্রাক্তন অধিনায়ক শোয়েব মলিক, ইমরান ফারহাত এবং আদনান আকমল। আজ নির্বাচকেরা পাকিস্তানের যে দল ঘোষণা করেছেন, তা এ রকম: মিসবা (অধিনায়ক), হাফিজ, জামশেদ, ইউনিস, উমর আকমল, আজহার আলি, শাফিক, সরফরাজ, আফ্রিদি, আজম, আজমল, রেহমান, গুল, রিয়াজ এবং চিমা।

ল্যাঞ্জের দাপট
দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেকেই চার উইকেট নিয়ে তাক লাগালেন কলকাতা নাইট রাইডার্সের নতুন পেসার মার্চেন্ট ডি ল্যাঞ্জ! তাঁর দুরন্ত গতির সামনে দুমড়ে গিয়ে এক দিনের সিরিজের শেষ ম্যাচ পাঁচ উইকেটে হেরে বসল নিউজিল্যান্ড (৪৭ ওভারে ২০৬)। ৪৬ রানে ৪ উইকেট নেন ল্যাঞ্জ। জবাবে ব্যাট করতে নেমে ৪০ বল বাকি থাকতে হাতে পাঁচ উইকেট নিয়ে ২০৮ তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। হাসিম আমলা করেন ৭৬।

শাপে বর: পন্টিং
এক দিনের দল থেকে বাদ পড়া তাঁর জন্য আখেরে ভালই হয়েছে, বলছেন রিকি পন্টিং। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক মনে করছেন, এর ফলে তাঁর টেস্ট কেরিয়ার আরও লম্বা হবে। সাঁইত্রিশ বছরের পন্টিং একটি কাগজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “এতে আমি আরও বেশি দিন টেস্ট ক্রিকেটটা খেলতে পারব।”

বাদ হেরাথ
অস্ট্রেলিয়ায় চলতি ত্রিদেশীয় সিরিজে ভাল বল করলেও এশিয়া কাপে শ্রীলঙ্কার দলে সুযোগ পেলেন না বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। দলে ফিরে এসেছেন পেসার লাকমলও। শ্রীলঙ্কার পুরো দল: জয়বর্ধনে, ম্যাথেউজ, দিলশান, থরঙ্গা, সঙ্গকারা, চামল, থিরুমানে, পেরেরা, মাহরুফ, সেনানায়কে, কুলশেখরা, মালিঙ্গা, প্রসন্ন, লাকমল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.