ভারতপ্রেমে বিদেশি সেনার সন্তানের নাম হল অশ্বত্থামা |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
এক সময় বলা হত দ্বীপময় ভারত। কয়েক হাজার মাইলের ব্যবধান থাকলেও আজও ভারতের সঙ্গে সাংস্কৃতিক মেলবন্ধনে জড়িত ইন্দোনেশিয়া। সেই ভারতপ্রেমেই ইন্দোনেশিয়ার এক সৈনিক তাঁর সদ্যোজাত সন্তানের নাম রাখলেন মহাভারতীয় চরিত্র অশ্বত্থামার নামে।
ইন্দোনেশীয় এই সৈনিকের নাম টোনি ওকি প্রিয়োনো। তিনি ইন্দোনেশিয়ার ২৫ নম্বর ‘কোস্টার্ড’ বাহিনীর ক্যাপ্টেন। ঘটনা হল, ভারত ও ইন্দোনেশিয়া সরকার দু’ দেশের সেনা বাহিনীর এক যৌথ মহড়ার আয়োজন করেছিল। উত্তর-পূর্ব ভারতে মিজোরামের জঙ্গল-পাহাড়ে হয়ে গেল এই মহড়া, যার পোশাকি নাম ছিল ‘গরুঢ় শক্তি’। এই যৌথ সেনা মহড়া উপলক্ষেই গত মাসে ভারতে এসেছিলেন ক্যাপ্টেন টোনি। ঘরে রেখে এসেছিলেন আসন্নপ্রসবা স্ত্রীকে।
ঘটনা হল, টোনি যখন বীর বিক্রমে জঙ্গলে গেরিলা যুদ্ধের মহড়ায় ব্যস্ত সেই সময়েই গত ২৭ ফেব্রুয়ারি টোনির স্ত্রী জন্ম দেন ফুটফুটে একটি পুত্রসন্তানের। কিন্তু সেনা বাহিনীর নিয়ম অনুযায়ী ‘অভিযান’ চলাকালে সেই খবর দেওয়া হয়নি টোনিকে। কাল সকালে মিজোরামের পাহাড়ে ‘চক্রযুদ্ধ’ অভিযান শেষে টোনি জানতে পারেন, তিনি ‘বাবা’ হয়েছেন। এক সপ্তাহ ভারতীয় বাহিনীর সঙ্গে কাটিয়ে ভারতের প্রেমে পড়ে গিয়েছেন টোনি। সুসংবাদ পেয়েই তিনি ফোন করেন স্ত্রীকে। স্বামী-স্ত্রী ফোনেই সিদ্ধান্ত নেন, ছেলের কোনও ভারতীয় নামই রাখা হবে।
ভারত-ইন্দোনেশিয়ার যৌথ সেনা মহড়া ‘গরুড় শক্তি’ চলাকালীন বারবারই মহাভারতের রণকৌশল ও নানা চরিত্রের নাম উচ্চারিত ও অভিনীত হয়েছে। টোনি নিজেও একাধিকবার অস্ত্রগুরু দ্রোণাচার্যের চরিত্রে অভিনয় করেছেন।
সব শুনে টোনির ঊধ্বর্র্তন অফিসার কর্নেল সাংওয়ান প্রস্তাব দেন, টোনির ছেলের নাম রাখা হোক ‘অশ্বত্থামা’। তিনি টোনিকে, স্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলার অনুমতিও দেন। টোনির স্ত্রীও প্রস্তাবে সম্মতি জানান। আর তারপরই জন্মভূমি থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে দুই দেশের সেনাবাহিনীর বিপুল করতালির মধ্যে দিয়ে টোনির সন্তানের নামকরণ হল অশ্বত্থামা। |