জেএনইউ-তে আবার জিতল এআইএসএ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ফের জিতল সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্র সংগঠন এআইএসএ। ছাত্র সংসদের চারটি শীর্ষ পদ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক-সহ অধিকাংশ কাউন্সিলর পদেই এআইএসএ জিতেছে। ভূগোলের পিএইচডি-র ছাত্রী এআইএসএ-র সুচেতা দে এসএফআই-এআইএসএফ জোট প্রার্থী জিকো দাশগুপ্তকে ১২৫১ ভোটে পরাজিত করেছেন। অভিষেক যাদব এবং রবি প্রসাদ যথাক্রমে সহ সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়েছেন ৬২০ এবং ৯১৯ ভোটে জিতে। মহম্মদ ফিরোজ যুগ্ম সম্পাদক হয়েছেন ৫৭৯ ভোটে জিতে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বরাবরই বামপন্থীদের দখলে থাকে। এর আগে সেখানে ২০০৭ সালে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। সে বারও এআইএসএ-ই জিতেছিল। ওই সংগঠনের তরফে এই জয়কে গণতান্ত্রিক মানসিকতার পক্ষে ছাত্রছাত্রীদের রায় বলে ব্যাখ্যা করা হয়েছে। |
উত্তরপ্রদেশে ভোট পড়ল ৬২%
সংবাদসংস্থা • লখনউ |
আজ উত্তরপ্রদেশ নির্বাচনের শেষ দফায় প্রায় ৬২ শতাংশ ভোট পড়ল। প্রায় এক মাস ধরে চলা এই নির্বাচনে সব মিলিয়ে ৬০ শতাংশ ভোট পড়েছে। ৬০টি আসনের ভোট ছিল আজ। মুখ্য নির্বাচন কমিশনার, এস ওয়াই কুরেশি জানান, ২০০৭ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে এই বার উত্তরপ্রদেশে প্রায় ৩০.২৩ শতাংশ বেশি ভোট পড়েছে। উত্তরপ্রদেশ ছাড়া গোয়াতেও বিধানসভা নির্বাচন ছিল আজ। সেখানে ৮১ শতাংশ ভোট পড়েছে। ২০০৭ সালের নির্বাচনে ৭০.৫১ শতাংশ
ভোট পড়েছিল। |
অন্যায় করিনি, দাবি কৃপাশঙ্করের
সংবাদসংস্থা • মুম্বই |
সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার একদিন পরে মুখ খুললেন কংগ্রেসের মুম্বই শাখার প্রাক্তন সভাপতি কৃপাশঙ্কর সিংহ। তিনি কোনও অন্যায় করেননি বলে দাবি কৃপাশঙ্করের। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রাখার অভিযোগ রয়েছে ওই কংগ্রেস নেতা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। শুক্রবার তাঁদের ১২টি সম্পত্তি বাজেয়াপ্ত করে মুম্বই পুলিশের আর্থিক অপরাধ-দমন শাখা। কৃপাশঙ্করের দুর্নীতির অভিযোগ নিয়ে বম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন জনৈক সঞ্জয় তিওয়ারি। আদালতের নির্দেশে তিওয়ারির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। |
কংগ্রেস ভবনে দুই জাপানি দূত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ করলেন কলকাতার জাপান কনস্যুলেট জেনারেল মিৎসুটাকনু মাহাতা। মাহাতা ও দিল্লির জাপান দূতাবাসের আধিকারিক টাকেসি ওসুগা শুক্রবার বিধান ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের বিধায়ক-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, আব্দুল মান্নান, মায়া ঘোষ, ওমপ্রকাশ মিশ্র প্রমুখ কংগ্রেস নেতাদের সঙ্গে রাজ্যের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। জাপানের শিল্পোদ্যোগী ও বিনিয়োগকারীরা যাতে এ রাজ্যে বিনিয়োগে আগ্রহী হন, সে ব্যাপারে কংগ্রেস নেতারা ওই দুই জাপানি দূতের কাছে আর্জি জানান বলে প্রদেশ কংগ্রেস দফতর সূত্রের খবর। তবে বিনিয়োগ নিয়ে দূতেরা আগ্রহ দেখাননি বলে কংগ্রেস নেতারা জানিয়েছেন। |
মণিপুরে কিছু আসন পেতে পারে তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মণিপুরে কি খাতা খুলছে তৃণমূল কংগ্রেস? সিএনএন-আইবিএন-এর বুথ ফেরত সমীক্ষার ফল অন্তত সে কথাই বলছে। সমীক্ষা অনুসারে, অন্তত ১৪ শতাংশ ভোট পেয়ে মণিপুরে ৭ থেকে ১৩টি আসন পেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে মোট ৬০টি আসনের মধ্যে ২৪ থেকে ৩২টি আসন পেয়ে উত্তর-পূর্বের এই ছোট্ট রাজ্যে কংগ্রেসই ফের ক্ষমতায় ফিরতে পারে। প্রধান বিরোধী দল পিপল্স ডেমোক্র্যাটিক ফ্রন্ট পেতে পারে মাত্র ৫ থেকে ১১টি আসন। সিপিআই, নির্দল ও অন্য কয়েকটি ছোট দল পেতে পারে ১০টি আসন, নাগা পিপল্স ফ্রন্ট ১০ থেকে ১৮টি আসন। |
রাজ্যসভা ভোট ৩০ মার্চ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
পশ্চিমবঙ্গ সহ ১৫ রাজ্যের ৫৮টি রাজ্যসভা আসনে ভোট হবে ৩০ মার্চ। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন। মনোনয়ন জমা দেওয়ার জন্য শেষ দিন হল১৯ মার্চ। আর যে সব সাংসদের সদস্যপদের মেয়াদ এপ্রিল মাসে শেষ হতে চলেছে তাঁদের মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা অরুণ জেটলি। |