দক্ষিণপন্থীদের সংখ্যাগরিষ্ঠ থাকা সত্বেও উপপ্রধান নির্বাচনে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থীর জয়ের ঘটনার দায় নিয়ে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে তরজা শুরু হয়েছে। শুক্রবার দিনহাটার সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ওই ঘটনা ঘটেছে। এদিন ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী বীরেন্দ্রনাথ বর্মন এক ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের শৈলবালা রায়কে হারিয়ে দেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ফরওয়ার্ড ব্লক প্রার্থী পান ৮ টি ভোট। তৃণমূল প্রার্থী পেয়েছেন ৭ ভোট। ওই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫। তাঁদের মধ্যে তৃণমূলের ৭, কংগ্রেস ২, সিপিএম ও ফরওয়ার্ড ব্লক পায় ৩ টি করে মোট ৬ আসন। নির্বাচনের পরে কংগ্রেস-তৃণমূল জোট গড়ে পঞ্চায়েতের ক্ষমতা দখল করে। প্রধান পদ পায় তৃণমূল। কংগ্রেস পায় উপপ্রধান পদ। সম্প্রতি কংগ্রেসের উপপ্রধান বামেদের আনা অনাস্থায় হেরে যান। ওই শূন্য পদে এদিন নয়া উপপ্রধান নির্বাচনের জন্য ভোটাভুটি। দিনহাটার কংগ্রেস নেতা তথা সিতাইয়ের বিধায়ক কেশব রায় বলেন, “তৃণমূলের উপদলীয় কোন্দলের জন্য ওই ফলাফল হয়েছে। আমাদের দুই সদস্য জোট ধর্ম মেনে তৃণমূলকে ভোট দিয়েছেন।” তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “তৃণমূল সদস্যরা আত্মহত্যা করবেন, কিন্তু বামেদের কখনও ভোট দেবেন না। কংগ্রেস আমাদের প্রার্থীদের ভোট দেয়নি।” ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “সর্বত্র লড়াই করা আমাদের ঘোষিত সিদ্ধান্ত। সেখানে কেউ আমাদের সমর্থন করলে কী বলার আছে।”
|
প্রৌঢ়কে খুনে ধৃত প্রতিবেশী |
টাকা লেনদেনকে কেন্দ্র করে বিবাদের সময় এক প্রৌঢ়কে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগে প্রতিবেশীকে গ্রেফতার করল পুলিশ। মালদহের রতুয়ার বাহারালে বুধবার সকালে ওই মারধরের ঘটনাটি ঘটলেও শুক্রবার ভোর রাতে রতুয়া হাসপাতালে মারা যান জখম ওই প্রৌঢ়। পুলিশ জানায়, মৃতের নাম শেখ সাফিজ (৬৫)। তাঁর ছেলে শেখ আলমের সঙ্গে দাদনের টাকা নিয়ে প্রতিবেশী জিয়াউল হকের বিরোধ হয়। বিহারে শ্রমিক সরবরাহের জন্য জিয়াউলকে বেশ কিছু টাকা দেন আলম। শ্রমিক সরবরাহ না করায় বুধবার টাকা ফেরত চান আলম। তা নিয়ে সকালে দুজনের বচসাও হয়। সন্ধ্যায় ফের বচসা বাঁধলে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা। ওই সময় আলমের বাবা শেখ সাফিজকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। জখম হন দু’পক্ষেরই ৩ জন। দু’পক্ষই একে অন্যের বিরুদ্ধে পুলিশে অভিযোগও জানায়। প্রথমে মারামারির অভিযোগ দায়ের করা হলেও প্রৌঢ়ের মৃত্যুর পর খুনের মামলা রুজু করে জিয়াউল হককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।
|
ভাঙচুরের ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ কর্তৃপক্ষ। শুক্রবার কলেজের অধ্যক্ষ শত্রুঘ্ন সিংহ রায়গঞ্জ থানায় ওই অভিযোগ দায়ের করেন। গত বৃহস্পতিবার ছাত্র সংসদের নির্বাচন দাবি করে ছাত্র পরিষদের একদল সমর্থক কলেজের অধ্যক্ষকে ঘেরাও করেন, সেই সময়ে তাঁরা অধ্যক্ষের ঘরে ভাঙচুর চালান বলে অভিযোগ। এই ব্যাপারে যোগাযোগ করা হলে অধ্যক্ষ বলেন, “ভাঙচুরের ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কার, কার নামে অভিযোগ দায়ের করা হয়েছে তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।”
|
চার দিনের চিত্র ও ভাস্কর্য প্রশিক্ষণ শিবির শুরু হল কোচবিহারে। শুক্রবার রাজ্য চারুকলা পর্ষদ ও তথ্য সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে কোচবিহারের পবিত্র দাস স্মৃতি আর্ট গ্যালারিতে ওই শিবির শুরু হয়। এদিন ওই শিবিরের উদ্বোধন করেন চিত্রশিল্পী শৈলেশচন্দ্র লস্কর। অনুষ্ঠানে কোচবিহারের সদর মহকুমাশাসক সুপর্ণ কুমার রায়চৌধুরি, প্রাক্তন সাংসদ প্রসেনজিত বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা জানান, ৫ মার্চ পর্যন্ত শিবির চলবে। |