বাঁকুড়ার ইঁদপুর ব্লকের শালডিহা কলেজের টিচার ইনচার্জ নির্মল মিশ্রকে পদত্যাগ করার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। ওই কলেজের ২২ জন শিক্ষক তাঁকে টিচার ইনচার্জ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য চাপ দিচ্ছেন বলে অভিযোগ নির্মলবাবুর। শুক্রবার ওই কলেজের শিক্ষকেরা অবিলম্বে টিচার ইনচার্জ পদ থেকে তাঁকে সরে দাঁড়ানোর জন্য বেশ কিছুক্ষণ ঘেরাও করে রাখেন বলে নির্মলবাবুর দাবি। যদিও অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে অস্বীকার করেছেন কলেজের শিক্ষকেরা।
শালডিহা কলেজের ২২ জন পূর্ণ সময়ের শিক্ষক, ১১ জন আংশিক সময়ের শিক্ষক ও ৮ জন শিক্ষাকর্মী রয়েছেন। ওই কলেজের ইতিহাসের অধ্যাপক নির্মলবাবু ১ জানুয়ারি থেকে টিচার ইনচার্জের দায়িত্বে রয়েছেন। কলেজ সূত্রে খবর, দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি সুষ্ঠু পঠন-পাঠনের স্বার্থে শিক্ষকদের সময় মতো কলেজে আসার নির্দেশ দেন। পাশাপাশি বেশ কিছু কড়া পদক্ষেপও গ্রহণ করেন। এরই জেরে নির্মলবাবু শিক্ষকদের বিষ নজরে পড়েছেন বলে অভিযোগ। নির্মলবাবুর অভিযোগ, “গত কয়েক দিন ধরে কলেজের শিক্ষক শেখ সিরাজউদ্দিনের নেতৃত্বে সহশিক্ষকেরা টিচার ইনচার্জ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য লাগাতার মানসিক চাপ দিচ্ছেন। পদ না ছাড়লে কলেজের বিভিন্ন কাজকর্মে আমাকে সহযোগিতা না করার হুমকি দিচ্ছেন তাঁরা।” তিনি বলেন, “এ দিন কলেজ পরিচালন সমিতির সহ-সভাপতি তথা মহকুমাশাসকের (খাতড়া) কাছে অভিযোগ জানিয়েছি।” শিক্ষক শেখ সিরাজউদ্দিন, মতিলাল সেনরা অবশ্য দাবি করেন, “টিচার ইনচার্জ মিথ্যা কথা বলছেন। আমরা তাঁকে কোনও চাপ দিইনি। ঘেরাও করিনি। হুমকিও দেওয়া হয়নি।” মহকুমাশাসক দেবপ্রিয় বিশ্বাস বলেন, “টিচার ইনচার্জ বিষয়টি আমাকে জানিয়েছেন। পরিচালন সমিতির বৈঠকে এ নিয়ে আলোচনা করা হবে। আপাতত নির্মলবাবু ওই কলেজের টিচার ইনচার্জ রয়েছেন।” |