টুকরো খবর
বসিরহাটে নাট্য উৎসব
সম্প্রতি বাদুড়িয়া, স্বরূপনগর এবং টাকিতে নাট্য উৎসব আয়োজিত হল। স্থানীয় পৌর কমিউনিটি হলে অনুষ্ঠিত বাদুড়িয়ার ওয়াই.সি.এম এর উদ্যোগে পাঁচ দিনের নাট্য উৎসবে হাওড়ার বাউরিয়া পি আর টি প্রযোজিত ‘বৈকুণ্ঠের খাতা’, চাঁদপাড়ার ‘অ্যাকটো’ নিবেদিত ‘ছাঁচ ভাঙার গান’, গোবরডাঙার ‘ শিল্পায়ন’র ‘ভূত পুরাণ’, ‘রূপায়ণ’র ‘বদনাম’ এবং সন্দেশখালির ‘ন্যাজাট ভ্যবনা’ প্রযোজিত ‘অশ্বমেধের ঘোড়া’ দর্শকদের মুগ্ধ করে। উদ্যোক্তাদের পক্ষে জানানো হয় এলাকার মানুষের মধ্যে নাটকের জনপ্রিয়তা বাড়াতেই এই উৎসবের আয়োজন। চতুর্থ বর্ষে পড়া স্বরূপনগরের মালঙ্গপাড়া সংলাপ আয়োজিত দু’দিন ব্যাপী একাঙ্ক নাট্যোৎসবে মোট ছ’টি নাটক মঞ্চস্থ করা হয়েছে। মালঙ্গপাড়ার ‘সংলাপ’ প্রযোজিত ‘ব্রিজের উপর বাপি’ নাটক দিয়ে উৎসবের শুরু। বরাহনগরের ‘স্ববাক’ এর সূর্যগ্রাস, দত্তপুকুরের ‘দৃষ্টি’ প্রযোজিত ‘জুতা আবিষ্কার’, হালিশহরের ‘ইউনিট মালঞ্চ’ র ‘উজান গঙ্গে’, বেলঘড়িয়ার ‘অঙ্গন’ এর ‘কালাপানি পাড়ে’ এবং চাঁদপাড়ার ‘অ্যাকটো’ প্রযোজিত ‘ছাঁচ ভাঙার গান’ নাটক মঞ্চস্থ হয়। টাকিতে ‘দর্পণ’ র রজত জয়ন্তী বর্ষে তিন দিন ধরে নাট্য উৎসব পালিত হয়েছে। সৈয়দপুর সর্বজনীন পূজা মণ্ডপ প্রাঙ্গণে উৎসবের প্রথম দিনে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ‘দর্পণ’ প্রযোজিত নাটক ‘কনে বিভ্রাট’ নাটকটি মঞ্চস্থ হয়। বাকি দু’দিন ‘দর্পণ’ এর কলকাতা শাখার পক্ষে ‘মাল্যদান’ এবং কলকাতার ‘রঙরূপ’ প্রযোজিত নাটক ‘মায়ের মতো’ কলাকুশলীদের অভিনয় গুণে দর্শকদের আনন্দ দেয়।

বৃত্তির চেক পেতে দেরি, বাসন্তীতে বিক্ষোভ স্কুলে
সংখ্যালঘু দফতরের দেওয়ায় বৃত্তির টাকা না পাওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাইস্কুলে। অভিভাবকদের অভিযোগ, ছেলেমেয়েদের পড়াশোনা করার জন্য সংখ্যালঘু দফতরের কাছে বৃত্তির জন্য আবেদন করা হয়েছিল। সেইমতো টাকার চেকও চলে আসে স্কুলে। কিন্তু প্রধান শিক্ষক তা সময়মতো না দেওয়ায় ছেলেমেয়েদের সমস্যায় পড়তে হচ্ছে। এখ অভিভাবক সামিম আখতার বলেন, “বৃ্ত্তি বাবদ চেক স্কুলে চলে এলেও প্রধানশিক্ষক তা দিতে গড়িমসি করছেন। এর ফলে ছেলেমেয়েদের পড়াশোনায় সমস্যা হচ্ছে।” অভিযোগের ব্যাপারে প্রধান শিক্ষক নির্মল সাঁতরা বলেন, “চেক নেওয়ার জন্য আমি নোটিস দিয়েছিলাম। কিন্তু ছাত্রছাত্রীরা ঠিকমতো যোগাযোগ করতে না পারায় এই সমস্যা হয়েছে।” নির্মলবাবু আরও জানান, ছাত্রছাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় সে জন্য তিনি সংখ্যালঘু দফতরের সঙ্গে কথা বলেছেন। খুব শীঘ্রই ওই দফতর থেকে নতুন তারিখ দিয়ে চেক ফের স্কুলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। চেক এলেই তা ছাত্রছাত্রীদের দেওয়া হবে।

পারিবারিক বিবাদে খুনের ঘটনায় ধৃত ৩
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বোলতলা গ্রামে পারিবারিক বিবাদের জেরে খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত বিষ্ণুপদ সাউ। বাকি দু’জন বিষ্ণুপদর বাবা সঞ্জীব সাউ ও ভাই গুরুপদ। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের সকলকেই গ্রেফতার করা হবে। গত মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে। নিহত সহিদুল গাজির পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পরেই পলাতক ছিল বিষ্ণুপদর পরিবার। পুলিশ তদন্তে গেলে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা পুলিশের উপরে চড়াও হয়। দুই পুলিশ কর্মী জখম হন। গোপন সূত্রে পুলিশ জানতে পারে হাসনাবাদে লুকিয়ে আছে অভিযুক্তদের একজন। এর পরে সেখানে হানা দিয়ে সঞ্জীব সাউকে গ্রেফতার করা হয়। পরে ধরা হয় বাকি দু’জনকে।

পুকুর থেকে বালকের দেহ উদ্ধার
দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে একটি সরকারি হোমের নিখোঁজ এক আবাসিকের দেহ মিলল পুকুরে। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল থেকেই মহসিন খান (১১) নামে ওই বালক নিখোঁজ ছিল। ওই দিনই বিকেলে হোমের পিছনে একটি পুকুর তেকে তার দেহ উদ্ধার হয়। পুলিশ ও হোম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারই মগরাহাট থেকে মহসিনকে উদ্ধার করে হোমে পাঠানো হয়। এ দিন সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি করতে করতে বিকেল নাগাদ তার দেহ পুকুরে ভাসতে দেখে অন্য আবাসিকরা। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়েছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.