টুকরো খবর
স্মারক প্রদান অনুষ্ঠান
ছবি: বিতান ভট্টাচার্য
‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ স্মারক প্রদান অনুষ্ঠানে অভিনেতা মনোজ মিত্র, দীপঙ্কর দে, সন্ধ্যা রায়, দেবিকা মুখোপাধ্যায় এবং ব্যারাকপুর-ইতিহাসের গবেষক মাধব ভট্টাচার্য। ব্যারাকপুরের ‘বেঙ্গল স্বামী বিবেকানন্দ অ্যান্ড রাজীব ইউথ সেন্টার’-এর উদ্যোগে সম্প্রতি সুকান্ত সদনে আয়োজিত ওই অনুষ্ঠানে দারিদ্র সীমার নীচে থাকা কুড়ি জন বেকার যুবককে সাইকেল রিক্শা এবং দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পাঠসামগ্রীও দেওয়া হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সৌগত রায়, উত্তর ২৪ পরগনার জেলাশাসক সঞ্জয় বনশল।

সম্প্রতি বালির রবীন্দ্র ভবনে হল সালকিয়ার গোবর্ধন সঙ্গীত ও সাহিত্য সমাজের শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতীদের বই ও মেডেল দিলেন শতবর্ষ উদ্যাপন কমিটির চেয়ারম্যান অমিয় গুপ্ত। ছিলেন নিমাই ভট্টাচার্য, বারিদবরণ ঘোষ, শঙ্কর সান্যাল প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শ্রাবণী সেন ও মনোময় ভট্টাচার্য।


পথ সুরক্ষা সপ্তাহে ‘সেফ পূজা অ্যাওয়ার্ড ২০১১’ পেল হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি।
উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার রঞ্জিতকুমার পচনন্দা।
ছিলেন অভিনেতা দেব। সম্প্রতি মহাজাতি সদনে। ছবি: সুদীপ আচার্য

‘অনির্বাণ রবীন্দ্রনাথ’ শীর্ষক রবীন্দ্রসঙ্গীতের একটি সিডির জন্য গান রেকর্ড করলেন সুদেষ্ণা স্যান্যাল রুদ্র।
যন্ত্রানুসঙ্গ পরিচালনায় পুলক সরকার এবং ভাষ্য ও বিন্যাসে ছিলেন রঞ্জন ঘোষাল। ছবি: সুমন বল্লভ।





লোকসঙ্গীত গবেষণা কেন্দ্র ‘ভ্রমরা’ সম্প্রতি পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজন করেছিল নানা অনুষ্ঠানের।
ছিল লোকবাদ্যের প্রদর্শনী, লোকশিল্পীদের গান ও সিডি প্রকাশ।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.