অযোধ্যা পাহাড়ের জলবিদ্যুৎ প্রকল্পের যন্ত্রাংশের তেল গড়িয়ে নীচের একটি জলাধারে মিশেছে। এই ঘটনায় বাসিন্দাদের একাংশ ওই জল ব্যবহার করতে সমস্যায় পড়েছেন। প্রকল্প লাগোয়া কৃষ্ণপুরবাজার জলাধারের ঘটনা। পুরুলিয়া পাম্পস্টোরেজ প্রকল্প কর্তৃপক্ষ ওই জলাধারে যন্ত্রাংশের তেল মেশার কথা স্বীকার করে দাবি করেছেন, ওই জলাধারে আরও জল ঢেলে তেল সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে।
গত বুধবার এলাকার বাসিন্দারা দেখেন কৃষ্ণপুরবাজার জলাধারে কালো রঙের তেল ভাসছে। এলাকায় আরও কয়েকটি পুকুর থাকলেও ইতিমধ্যেই সেগুলিতে জল শুখতে শুরু করেছে। তাই স্থানীয় লহরিয়া, থটকাডি, বাহরিয়া গ্রামের প্রায় কয়েক হাজার বাসিন্দা ওই জলাধারের জল ব্যবহার করছেন। সেই জলাধারে কালো রঙের তেল মেশায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দা্য প্রশান্ত মাহাতো, হাপাই মাহোতোরা বলেন, “ওই জলাধারের জল বাড়ির নানা কাজে ব্যবহার করি। আমরা ওই জলে স্নান করি, পশুও স্নান করানো হয়। তাই জলাধারে তেল মেশায় ওই জল ব্যবহার করতে অনেকেই ভয় পাচ্ছেন।”
ওই জলাধারের জল সেচের কাজেও ব্যবহার করা হয়।.সেচ দফতরের স্থানীয় এক আধিকারিক বিশ্বনাথ মাজি বলেন, “গ্রামবাসীদের কাছ থেকে জলাধারে তেল মেশার ঘটনা জানার পরে পিপিএসপি কর্তৃপক্ষকে জানানো হয়। তাঁরা প্রকল্পের নীচের জলাধার থেকে আরও জল ছেড়েছেন। সেই জল কৃষ্ণপুরবাজারের জলাধারে মেশার পরে এখন তেলের পরিমান কমেছে।” তবে গ্রামবাসীদের দাবি, জলে এখনও তেল ভাসছে। পিপিএসপি-র সাইট ইনচার্জ সুরজিৎ দত্ত বলেন, “প্রকল্পের যন্ত্রাংশ থেকে সামান্য পরিমান তেল বেরিয়ে জলাধারে মিশেছিল। বাড়তি জল ছেড়ে ওই তেল পরিষ্কার করে দেওয়া হয়েছে।” তাঁর দাবি, “জলে এখনও তেল ভাসছে বলে গ্রামবাসীরা অভিযোগ করেননি।” |