গড়বেতায় কাঠ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গড়বেতার তালডাংরা কলোনি থেকে দু’ট্রাক্টর কাঠ উদ্ধার করল বন দফতর। শুক্রবার সকালে বন দফতরের কাছে খবর যায়, তালডাংরা কলোনিতে শাল, শিশুর গাছের প্রচুর পরিমাণ বেআইনি কাঠ রয়েছে। অসাধু ব্যবসায়ীরা ওই কাঠ মজুত করেছে। তা শুনেই বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে হাজির হন। গিয়ে দেখেন, দু’ট্রাক্টর কাঠ রয়েছে। তবে তার মধ্যে শাল, শিমুল নেই বলেই বন দফতরের দাবি। আটক কাঠ বন দফতরের পাথরিশোল বিট অফিসে রাখা হয়েছে। বন দফতরের রূপনারায়ণ বিভাগের অতিরিক্ত বনাধিকারিক বিকাশ চক্রবর্তী বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই কাঠ কোনও ব্যক্তি মালিকানার। রায়তি জমিতে লাগানো গাছ কাটা হয়েছিল। বর্তমানে অনেক কাঠমিল বন্ধ করে দেওয়ায় তা চেরাই করতে পারেনি। ফলে ওখানে মজুত রেখেছিল।” তবে তদন্তে যদি চোরাই কাঠ প্রমাণিত হয়, তা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বন দফতর জানিয়েছে। |
জঞ্জাল ফেলা নিয়ে বিবাদ
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
নদীর পাড়ে জমে থাকা আবর্জনার স্তূপ সরিয়ে নতুন ডাম্পিং গ্রাউন্ডে ফেলতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়তে হল পুরসভাকে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডে। ওই ২৩ বিঘা জমিতে ডাম্পিং গ্রাউন্ড করা হবে বলে কিছুদিন আগে পুরসভা ঘোষণার পরেই ক্ষোভ শুরু হয়। কুমলাই নদীর পাড়ে জমে থাকা আবর্জনা স্তূপ সরিয়ে ওই জায়গাতে নিয়ে ফেলা হলে বাসিন্দারা বাধা দেন। পুরসভার চেয়ারম্যান সত্যরঞ্জন ঘোষ বলেন, “কুমলাই দূষণ মুক্ত পাড় বাঁধিয়ে দেওয়া হবে। তাই আবর্জনা নতুন ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হচ্ছিল।” |
বাঘের থাবায় জখম দুই কিশোর
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বাঘের থাবায় জখম হল দুই কিশোর। কাজিরাঙার লাগোয়া গোরাজান গ্রামে ঘটনাটি ঘটে। বনবিভাগ সূত্রে খবর, কাল অগরাতলি রেঞ্জের কাছেই গ্রামের কিশোররা গরু চরাচ্ছিল। তখনই একটি বাঘ গোরুর পালকে আক্রমণ করে। গরু বাঁচাতে গেলে বাঘের থাবায় দুই কিশোর জখম হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসীদের দাবি গত কয়েকদিনে এই বাঘটি সাতটি ছাগল ও আটটি গরু মেরেছে। কিন্তু বনবিভাগ বাঘ ধরার ব্যবস্থা করেনি। অন্য দিকে, অগরাতলিতেই, চোরাশিকারিদের গুলিতে জখম হল একটি গন্ডার। তবে, বনরক্ষীরা সময়মতো এসে পড়ায় শিকারিরা পালায়। রক্ষীরা, কুকুর সঙ্গে নিয়ে চোরাশিকারিদের তল্লাশি চালাচ্ছে। |
কার সাফারিতে বার হয়ে গাড়ি বিকল হওয়ায় গন্ডারের হামলার হাত থেকে বাঁচলেন সাত পর্যটক। বৃহস্পতিবার জলদাপাড়ার হলংয়ে কার সাফারিতে বার হওয়ার পরে দলটি গন্ডার দেখে দাঁড়ায়। সেই সময়েই বিকল হয়ে যায় তাঁদের গাড়ি। পরে অন্য একটি গাড়ি এনে পর্যটকদের সেখান থেকে নিরাপদ দূরত্বে সরানো হয়। |