টুকরো খবর
দুই মহিলার দেহ রেল লাইনের ধারে
রেল লাইনের ধার থেকে উদ্ধার হল এক কিশোরী ও এক মহিলার দেহ। রেল পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বর এবং মানকুণ্ডু স্টেশনের মাঝে। এ দিন রাত পর্যন্ত মৃত দু’জনের পরিচয় জানা যায়নি। রেল পুলিশ সূত্রের খবর, এ দিন বিকেল ৪টে নাগাদ ভদ্রেশ্বর এবং মানকুণ্ডুর কেবিনের কাছে ওই দুই মহিলার দেহ পড়ে থাকতে দেখেন একটি ট্রেনের চালক। তিনি শেওড়াফুলি জিআরপি পুলিশের কাছে মেমো দেন। এরপরে রেল পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করে আনে। মৃতদের এক জনের বয়স আনুমানিক ৩৫ বছর। অন্য জনের ১৬ বছর। তাঁদের দু’জনেরই হাঁটুর নীচ থেকে কাটা ছিল। তাঁরা আত্মঘাতী হয়েছেন, না দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে পুলিশ সে ব্যাপারে নিশ্চিত নয়। পুলিশের অনুমান মৃত দুই মহিলা সম্ভবত এলাকার নয়। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে।

যাত্রা প্রতিযোগিতা, মেলা ধনেখালিতে
হুগলির ধনেখালি ব্লক যাত্রা প্রতিযোগিতা ও গ্রামীণ লোকসংস্কৃতি মেলা উৎসব সম্প্রতি হয়ে গেল। এ বার ছিল উৎসবের দ্বিতীয় বছর। ১১ দিন ধরে ওই উৎসব চলে। উদ্যোক্তারা জানান, যাত্রা, সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, তবলা, অঙ্কন বিষয়ে প্রতিযোগিতা হয়। প্রদর্শনী ও প্রতিযোগিতায় ফুল, ফল, সব্জি, বাহারি গাছ থেকে শুরু করে হস্তশিল্প, কুটিরশিল্প এমনকী গৃহপালিত পশু কোনও কিছুই বাদ ছিল না। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল তরজা, বাউল, কবিগান, কীর্তন, সত্যপীর, আদিবাসী নাচ-গান প্রভৃতি লোক সংস্কৃতির পরিবেশনকে। পরিবেশিত হয় শ্রুতিনাটক। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির-সহ নানা সামাজিক কর্মসূচি পালিত হয়। যাত্রা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ‘সমসপুর স্বপ্ননীড় নাট্য সমাজ’। তারা মঞ্চস্থ করে ‘পালকি ভাঙা বউ’। ‘ভিখারি ঈশ্বর’ পরিবেশন করে দ্বিতীয় হয় ‘কাছারিপাড়া কালীমাতা বান্ধব নাট্য সমাজ’।

কেরি’কে নিয়ে আলোচনা
রাজ্য কলেজ শিক্ষাকর্মী ইউনিয়নের শ্রীরামপুর কলেজ শাখার উদ্যোগে সম্প্রতি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরির সার্ধ দ্বিশতবর্ষ উপলক্ষে এক আলোচনা সভা আয়োজিত হয়। আলোচনার বিষয় ছিল ‘উইলিয়াম কেরি এবং তৎকালীন বাংলার শিক্ষা ব্যবস্থা’। সভার উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত শিক্ষক রত্না দত্ত। বক্তব্য রাখেন সরকারি শিক্ষক শিক্ষণ কলেজের শিক্ষক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। তৎকালীন সময়ে বাংলা হরফ এবং সেই প্রসঙ্গে হরফ শিল্পের পুরোধা পঞ্চানন কর্মকারের বিষয়েও আলোকপাত করেন বিশ্বনাথবাবু। ছাত্রছাত্রী, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আলোচনাচক্রে যোগ দেন। ২০১১ সালে বিভিন্ন বিষয়ে কলেজের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় এ দিনের অনুষ্ঠানে।

বসন্ত বাহারের বিশেষ সঙ্গীতানুষ্ঠান
‘উত্তরপাড়া বসন্ত বাহার’-এর পরিচালনায় গত ১৯ ফেব্রুয়ারি সঙ্গীতানুষ্ঠান হয়ে গেল। উত্তরপাড়া গণভবনে ওই অনুষ্ঠান হয়। সংস্থার সম্পাদক সোমনাথ চট্টোপাধ্যায় জানান, অনুষ্ঠানের সূচনা হয় তাপস ভদ্রের রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এর পরে কত্থক পরিবেশন করেন প্রিয়াঙ্কা সাহা। বেনারসি ঘরানায় তিন তালে একক তবলা পরিবেশন করেন পার্থসারথি মুখোপাধ্যায়। সরোদ শোনান শুভব্রত চট্টোপাধ্যায়। অনুষ্ঠান শেষ হয় পণ্ডিত মোহনলাল মিশ্র এবং তাঁর দুই পুত্র প্রকাশ ও দীপক মিশ্রের কণ্ঠসঙ্গীতের মধ্য দিয়ে। তবলায় সঙ্গত করেন অমিত চট্টোপাধ্যায়। হারমোনিয়ামে রতন নট্ট।

আশ্রমের অনুষ্ঠানের আয়োজন শ্রীরামপুরে
শ্রীরামপুরের চাতরা শ্রীরামকৃষ্ণ ভক্তাশ্রমের বাৎসরিক অনুষ্ঠান ও ঠাকুরের জন্মতিথি সম্প্রতি পালিত হয়। ওই উপলক্ষে ৩ দিন ধরে পুজো, হোম, ধর্মালোচনা এবং ভক্তিমূলক সঙ্গীত পরিবেশিত হয়। আশ্রমের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর চিকিৎসক নীরোজরঞ্জন দাসকে গুণিজন সম্বর্ধনা দেওয়া হয়েছিল। এ বার ওই সম্মান জানানো হয় চাতরা নন্দলাল ইনস্টিটিউশনের পূর্বতন প্রধান শিক্ষক সমীরকুমার সোমকে।

যুবকের ঝুলন্ত দেহ
একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় খানাকুলের খুনিয়াচক গ্রামের বাসিন্দা তাপস বেরা (২১) নামে ওই যুবকের দেহটি উদ্ধার করা হয়। স্থানীয় মনসাতলার একটি গাছে গলায় তোয়ালের ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে ওই যুবক আত্মঘাতী হয়েছেন। দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।

পুরোহিত সম্মেলন
হুগলি জেলা শ্রীরামপুর পুরোহিত সভার পঞ্চম বার্ষিক পুরোহিত সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হল শ্রীরামপুর মাহেশের গাঙ্গুলিবাগান মোড়ের সন্নিকটে শ্যামসুন্দর মন্দিরে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.