বেঙ্গালুরুর নগর দায়রা আদালত চত্বরে সাংবাদিকদের উপরে হামলা চালালেন আইনজীবীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস। সংঘর্ষে আহত হয়েছেন ডেপুটি কমিশনার জি রমেশ সহ বেশ কয়েক জন পুলিশও।
শুক্রবার বেঙ্গালুরুর নগর দায়রা আদালতে হাজির করা হয় বেআইনি খনি মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী জি জনার্দন রেড্ডিকে। হাজির ছিলেন সংবাদমাধ্যমের বেশ কিছু প্রতিনিধি। তাঁদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন আইনজীবীদের একাংশ। সাংবাদিকদের আদালত চত্বরে ঢুকতে বাধা দেন তাঁরা। হস্তক্ষেপ করে পুলিশ।
তার পরেই সাংবাদিকদের লক্ষ করে পাথর ছুড়তে থাকেন আইনজীবীরা। পুলিশের উপরেও হামলা চালান তাঁরা। আহত হন বেশ কয়েক জন সাংবাদিক। |
আদালতের পাশেই সরকারি কলেজ। সেখানেও পাথর ছোড়া হয়েছে বলে দাবি ছাত্রদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ। গোলমালের জেরে শুক্রবার নগর দায়রা আদালতে বেশ কিছু মামলার শুনানি বন্ধ করে দিতে হয়।
জানুয়ারি মাসে বেঙ্গালুরুর কয়েকটি রাস্তা অবরোধ করেছিলেন আইনজীবীরা। তা নিয়ে প্রশ্ন তুলেছিল স্থানীয় সংবাদমাধ্যম। ফলে আইনজীবীদের একাংশের সঙ্গে সংবাদমাধ্যমের সম্পর্কের অবনতি হয়। শুক্রবারের ঘটনা সেই টানাপোড়েনেরই পরিণতি বলে মনে করা হচ্ছে।
এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্নাটক সরকার। পরিস্থিতি পর্যালোচনার জন্য উচ্চপদস্থ অফিসারদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী সদানন্দ গৌড়া। শুক্রবার সন্ধ্যার মধ্যেই এই বিষয়ে তদন্ত রিপোর্ট জমা দিতে পুলিশকে নির্দেশ দেন তিনি। পরে ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের সুরক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে রাজ্য।
আইনজীবীদের কার্যকলাপের নিন্দা করেছেন প্রাক্তন বিচারপতি সন্তোষ হেগড়ে। তাঁর মতে, সম্মানজনক একটি পেশার সঙ্গে যুক্ত মানুষের এই ধরনের ঘটনায় জড়িয়ে পড়া দুর্ভাগ্যজনক। আইন মেনে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হেগড়ে। |