আমদাবাদে উদ্ধার চার যৌনকর্মী |
চার যৌনকর্মীকে উদ্ধার করল আমদাবাদ পুলিশ। গ্রেফতার করা হয় মহম্মদ খালিল নামে আমেদাবাদের বাসিন্দা এক ব্যক্তিকে। দুর্গাপুর থানার পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া চার জনই দুর্গাপুরের কাদারোডের বাসিন্দা। ২৩ ফেব্রুয়ারি কাদারোড থেকে কাজের লোভ দেখিয়ে আমেদাবাদ নিয়ে যাওয়া হয় তাঁদের। দিন কয়েক পরে এক যৌনকর্মী জানতে পারেন, তাঁদের পাকিস্তানে পাচার করার পরিকল্পনা চলছে। তিনি এক রিকশাচালককে বিষয়টি জানান। সেই রিকশাচালক তাঁকে স্থানীয় থানায় যোগাযোগ করিয়ে দেন। এর পরেই পুলিশ চার জনকে উদ্ধার করে। বৃহস্পতিবার রাতে তাঁরা দুর্গাপুরে ফিরে আসেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজ পাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
|
ট্রাফিক ওসি-র বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ |
রানিগঞ্জের ট্রাফিক ওসির বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রানিগঞ্জ থানার ওসির কাছে একটি গণসাক্ষর সম্বলতি দাবিপত্র জমা পড়ল। এ ছাড়াও হরিনারায়ণ কেশরি নামে এক ব্যবসায়ী পৃথক ভাবেও অভিযোগ দায়ের করেছেন। রানিগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে, ট্রাফিক বিধিভঙ্গকারীদের জরিমানা-সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা। ট্রাফিক ওসি সাবির আব্বাস তা না করে গাড়ি চালকদের হয়রান করছেন বলে অভিযোগ জানিয়েছেন বাসিন্দারা। এ ছাড়াও এক ব্যবসায়ী অভিযোগ করেছেন, শুক্রবার তাঁর দোকানের সামনে পিক-আপ ভ্যানটি খারাপ হয়ে গিয়েছিল। ট্রাফিক ওসি কোনও বিজ্ঞপ্তি না দিয়েই গাড়ির চাকার হাওয়া খুলে দেন বলে তাঁর অভিযোগ। রানিগঞ্জের ওসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায় বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগপত্রটি পাঠিয়ে দেওয়া হবে।” অভিযুক্ত ট্রাফিক ওসি সাবির আব্বাস অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, “যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলব।”
|
কুলটিতে গুলিতে জখম ব্যবসায়ী |
গুলিতে গুরুতর জখম হলেন এক ব্যবসায়ী। শুক্রবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে কুলটি থানার হিল কলোনি এলাকায়। রাকেশ অগ্রবাল নামে ওই ব্যবসায়ীকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই ব্যবসায়ী পুলিশের কাছে অভিযোগ করেন, এ দিন রাতে নিজের গাড়িতে চেপে তিনি কারখানায় ঢুকছিলেন। ওই সময় একটি মোটরবাইকে আসা দুই দুষ্কৃতী তার গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুড়তে শুরু করে। গুলি লাগে তার ডান কাঁধে। জখম অবস্থায় তিনি দৌড়ে কারখানার ভিতরে ঢুকে যান। এর পরেই খবর যায় পুলিশে। কুলটি থানার পুলিশ গিয়ে তাঁকে আসানসোল হাসপাতালে নিয়ে যায়।
|
শ্লীলতাহানির অভিযোগ দায়ের করলেন এক বধূ। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার কাজোড়া সরষেডাঙায়। পুলিশের কাছে লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, মাস চারেক আগে তাঁর স্বামী জলে ডুবে মারা গিয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ তাঁর পিসতুতো ভাসুর অজিত রুইদাস তাঁর ঘরে ঢুকে শ্লীলতাহানি করেন। তিনি চিৎকার করলে সে পালায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
|
সাতগ্রাম ইনক্লাইন খনিকর্মী আবাসন-সহ সংলগ্ন এলাকায় পানীয় জল মিলছে না। অবিলম্বে প্রতিকারের দাবিতে সিটু-র নেতৃত্বে শুক্রবার বিক্ষোভ দেখালেন আবাসিকেরা। কোলিয়ারি অধিকর্তাকে দীর্ঘক্ষণ আটকে রাখেন তাঁরা। সাতগ্রাম এরিয়ার জিএম নারায়ণ ঝা জানান, কোনও কারণে পানীয় জল সরবরাহ ব্যাহত হচ্ছে। শুক্রবার থেকে তৎপরতা শুরু হয়েছে। অবিলম্বে সমস্যা মিটিয়ে ফেলা হবে। |