দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে সুব্রত স্মৃতি সঙ্ঘ ৮ উইকেটে হারিয়েছে ন্যাশন্যাল স্পোটিং ক্লাবকে। প্রথমে ন্যাশনাল ২৬ ওভারে করে ৯৩। দলের কৌশিক দত্তের ২৮-ই সর্বোচ্চ। বোলিংয়ে সফল সুব্রতর শুভম দত্ত (১৩-৪) ও অমিত শর্মা (১৩-৩)। সুব্রত করে ১৫.৩ ওভারে ৯৫-২। দলের নিলাদ্রি কপুর ৩১ ও দীপঙ্কর বারোই করেন অপরাজিত ৩২।
|
বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ভলিবলে খেতাব জিতল তারকেশ্বর ডিগ্রি কলেজ। ফাইনালে তারা বর্ধমান রাজ কলেজকে ২৫-১৮, ২৫-১৭, ২৫-২১ পয়েন্টে হারায়। সেমি ফাইনালে তারা তারকেশ্বর বিবেকানন্দ মহাবিদ্যালয়কে ও রাজ কলেজ মেমারি কলেজকে ৩-১ সেটে হারিয়েছে। মোট ২৯টি কলেজ মোহনবাগান মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার শুক্রবারের বিসিসি মাঠের খেলায় জয়ী হল চিত্তরঞ্জন সানডে সিএ। তারা আসানসোল সিএ-কে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আসানসোল সিএ সব উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে। জবাবে সানডে সিএ ২ উইকেটে জয়ের রান তুলে নেয়। এদিন আসানসোল রেল মাঠের খেলায় পূর্ব রেলওয়ে আসানসোল বিভাগীয় স্পোর্টস অ্যাসাসিয়েশন। রানিগঞ্জ অশোক সঙ্ঘকে তারা ৭৯ রানে হারায়। প্রথমে ব্যাট করে পূর্ব রেল, আসানসোল ৫ উইকেট হারিয়ে ২৮৩ রান তোলে। জবাবে অশোক সঙ্ঘ ১০৪ রানে শেষ হয়ে যায়।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেটের শুক্রবারের খেলায় দুর্গাপুর মার্কনী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ৩ উইকেটে দুর্গাপুর ক্রিকেট ক্লাবকে হারায়। এমএএমসি মাঠের খেলায় প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে দুর্গাপুর ক্রিকেট ক্লাব। জিৎ চট্টোপাধ্যায় ১০১ রান করেন। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বিবেকানন্দ। এস দেওঘড়িয়া ৬৯ রান করেন। বিজয়ী দলের হয়ে সঞ্জয় ভারতী ৩৬ রানের বিনিয়মে ৪টি উইকেট নেন।
|
দুর্গাপুর ১ নম্বর ব্লক যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় সেমি ফাইনালে বিজয়ী হল অগ্রণী সঙ্ঘ। শুক্রবার রঘুনাথপুর মাঠের খেলায় তারা ৯ নম্বর ওয়ার্ডকে ৫৩ রানে হারায়। প্রথমে ব্যাট করে অগ্রণী ১৪৫ রান তোলে। জবাবে ৯ নম্বর ওয়ার্ডের ইনিংস ৯২ রানে শেষ হয়ে যায়।
|
শুভাশিস চট্টোপাধ্যায় ও রিন্টু ভট্টাচার্য স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার শুক্রবারের খেলায় জামুড়িয়া ক্রিকেট টিম ১ উইকেটে হারায় পরাশিয়া ক্রিকেট টিমকে। প্রথমে ব্যাট করে পরাশিয়া ৯ উইকেট হারিয়ে ১২০ রান তোলে। জবাবে জামুড়িয়া ৯ উইকেটে জয়ের রান তুলে নেয়।
|
ইসিএলের আন্তঃএরিয়া ক্রিকেট প্রতিযোগিতার শুক্রবারের খেলায় জয়লাভ করল কাজোড়া এরিয়া। আসানসোল স্টেডিয়ামের খেলায় তারা সাতগ্রাম এরিয়াকে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সাতগ্রাম সব উইকেট হারিয়ে ৭২ তোলে। জবাবে কাজোড়া ২ উইকেটে জয়ের রানে পৌঁছে যায়। |