ছাত্র আন্দোলনের জেরে উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র বদল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মালদহের চাঁচল-২ ব্লকের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এলাকার পরীক্ষা কেন্দ্রেই। বৃহস্পতিবার জাতীয় সড়ক অবরোধ, বিডিওকে ঘেরাও বিক্ষোভের পর বিকালে পরীক্ষার্থীদের দাবি মেনে নেয় সংসদ কর্তৃপক্ষ। এবার প্রথমে চাঁচল ২ নম্বর ব্লকের ৫টি স্কুলের পরীক্ষাকেন্দ্র করা হয় চাঁচল এক নম্বর ব্লকে। এতে প্রায় ৫ কিলোমিটার দূরত্বের জন্য আপত্তি জানিয়ে আন্দোলনে নামে ছাত্রছাত্রীরা। এদিন পরীক্ষার্থীদের দাবি মেনেই চাঁচল ২ নম্বর ব্লকের স্কুলগুলির পরীক্ষার স্থানীয় ব্লকের বিরস্থলিতে হবে বলে সংসদ কর্তৃপক্ষ জানিয়ে দেয়। এ দিন দুপুরে বিরস্থলিতে ৮১-নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে মালদহের চাঁচল-২ এলাকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন বিডিও। শেষে কেন্দ্র বদলের সিদ্ধান্তের কথা জানানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। গত মাসেও একই দাবিতে পরীক্ষার সেন্টার ইনচার্জকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিকের চাঁচল ২ নম্বর ব্লকের সেন্টার ইনচার্জ শুভঙ্কর মুখোপাধ্যায় বলেন, “কাউন্সিলকে সমস্যার কথা জানানোর পর তাঁদের সন্মতি নিয়েই কেন্দ্র বদল করা হয়েছে। সমস্যা মিটে গিয়েছে।” বিডিও ভাস্কর মজুমদার বলেন, ‘‘সমস্যার কথা জানতে পেরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি।”
|
দাবিমতো তোলা না দেওয়ায় এক ঠিকাদারকে মারধরের পরে তাঁর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মালদহের চাঁচলের জালালপুরে বুধবার রাতে ওই ঘটনাটি ঘটে। বোমার আঘাতে ঠিকাদার ও তাঁর ভাই সামান্য জখম হন। খবর পেয়ে পুলিশ গেলে দুষ্কৃতীরা পিছু হটে। পরে পুলিশ ফিরতেই দুষ্কৃতীরা ফের এলাকায় হামলা চালালে বাসিন্দারা রুখে দাঁড়ান। তখন দুষ্কৃতীরা এলাকার অন্তত ১০টি দোকান ভাঙচুর করে পালায় বলে অভিযোগ। ওই ঘটনার পরে পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার করতে না-পারায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। চাঁচল থানার পক্ষ তেকে কোনও লিখিত অভিযোগ না-থাকার কারণ দেখিয়ে কাউকে গ্রেফতার করা হয়নি। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “বোমাবাজির ঘটনার কথা শুনেছি। তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনে পুলিশ নিজেই অবিযোগ দায়ের করে মামলা রুজু করবে।”
|
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ইসলামপুর হাসপাতালে বসেই পরীক্ষা দিল এক মাধ্যমিক পরীক্ষার্থিনী। ইসলামপুরের চোপড়াঝাড় এলাকার বাসিন্দা তথা ইসলামপুর বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী সাবানা খাতুন ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় ইসলামপুর হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয়। অন্যদিকে, পরীক্ষার আগেই বাড়িতে অসুস্থ হয়ে পড়ে এক মাধ্যমিক পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত ওই ছাত্রের নাম এহেসান নাওয়াজ (১৬)। বাড়ি ইসলামপুর থানার গুঞ্জুরিয়া এলাকায়। |