বালি ও পাথর পাচার রোধে অভিযান |
বালি ও পাথর পাচার রোধ অভিযানে নেমে বৃহস্পতিবার পুঞ্চার পায়রাচালি নদিঘাটে বালি ভর্তি একটি ট্র্যাক্টর আটক করলেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্মীরা। হুড়াতে পাথর বোঝাই একটি লরিতে প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পুরুলিয়া জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দিলীপ ঘোষ বলেন, “অবৈধ ভাবে বালি ও পাথর পাচার রোধের জন্য জেলা জুড়ে অভিযান শুরু হয়েছে। পাথর ভর্তি একটি লরিতে প্রয়োজনীয় নথিপত্র না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পায়রাচালি নদীঘাটে বালি ভর্তি একটি ট্রাক্টর আটক করে পুঞ্চা থানায় দেওয়া হয়েছে। বালি তোলার জন্য ওই গাড়ির আদৌ কোনও অনুমতি পত্র ছিল না।” জেলার বিভিন্ন প্রান্তে নদী ঘাট থেকে অসাধু উপায়ে বালি তুলে নেওয়া হচ্ছে- এই অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ, অনেকেই একটি মাত্র চালান কেটে সারা দিনে বহুবার বালি তুলে নিয়ে যান। দফতরের এক পদস্থ কর্তার মতে, “এ ভাবে সরকারের বহু টাকার রাজস্বের ক্ষতি হচ্ছে।” দিলীপ বাবু জানান, অভিযানে নেমে এখনও পর্যন্ত প্রায় ৩৬ লক্ষ টাকা আয় হয়েছে। এর মধ্যে ক্র্যাশার ইউনিটে অভিযান চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকা উঠেছে। অভিযান আরও চলবে বলে তিনি জানান।
|
জল প্রকল্পের উদ্বোধন আদ্রায় |
রেল শহর আদ্রার বাসিন্দাদের ও রেল কর্মীদের আবাসনে পরিশ্রুত জল সরবরাহের জন্য নতুন পরিশোধন প্ল্যান্টের উদ্বোধন করলেন আদ্রার ডিআরএম অমিতকুমার হালদার। বৃহস্পতিবার আদ্রার সাহেববাঁধে ওই প্রকল্পের উদ্বোধন করা হয়। রেল সুত্রে জানা গিয়েছে, আদ্রার প্রায় ৪৩০০টি রেল আবাসন ও আদ্রা শহর এলাকায় সরবরাহ করা জল পরিশোধনের জন্য পুরনো প্রকল্পটি বেহাল হয়ে পড়েছিল। সে কারণেই আধুনিক প্রকল্পের দরকার হয়ে পড়েছিল। প্রসঙ্গত এই রেল শহরে দৈনিক ১২ লক্ষ গ্যালন জল সরবরাহ করা হয়। এর মধ্যে ২ লক্ষ গ্যালন জল রেল পায় রঘুনাথপুরের ইন্দো-জার্মান জল প্রকল্প থেকে। বাকি জল কাশীপুরে দ্বারকেশ্বর নদ থেকে তুলে আদ্রার সাহেববাঁধের রিজার্ভারে নিয়ে এসে পরিশোধন করে সরবরাহ করে রেল। এ দিন আধুনিক প্রযুক্তির জল পরিশোধন প্ল্যান্টের উদ্বোধন করেন ডিআরএম। রেল সুত্রের খবর, মোট ৪০ লক্ষ টাকা ব্যয়ে ওই প্ল্যান্ট তৈরি হয়েছে। এখানে জলে পৃথক ভাবে শোধনের জন্য ক্লোরিন মেশাতে হবে না। স্বয়ংক্রিয় পদ্ধতিতেই ক্লোরিন তৈরি হয়ে জলে মিশবে। ভারতীয় রেলে এই ধরনের প্ল্যান্ট মাত্র তিনটি রয়েছে। ডিআরএম বলেন, “রেল শহর ও রেল কর্মীদের আরও পরিশ্রুত জল সরবরাহের জন্য এই প্রকল্প শুরু করা হল।”
|
খাতড়ায় আগুনে পুড়ল বাড়ি |
আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল একটি মাটির বাড়ি। বৃহস্পতিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে খাতড়া থানার তাঁতিকাটা গ্রামে। ওই গ্রামের বাসিন্দা শেখ বেল্লাল-এর খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়িতে এ দিন দুপুরে আগুন লাগে। গ্রামবাসীদের চেষ্টায় আগুন নেভে। কিন্তু ততক্ষণে বাড়ির জিনিসপত্রই নষ্ট হয়ে গিয়েছে। কী ভাবে আগুন লাগল পুলিশ খতিয়ে দেখছে।
|
বেশির ভাগ শিক্ষকই টিচার ইনচার্জের অপসারণ চেয়েছিলেন। বৃহস্পতিবার পুরুলিয়া জে কে কলেজের শিক্ষকেরা সাংবাদিক বৈঠকে এই দাবি করলেন। তাঁরা বলেন, “প্রাক্তন টিচার ইনচার্জের বিরুদ্ধে কলেজ পরিচালনায় বেনিয়মের তদন্ত চেয়ে নতুন টিচার ইনচার্জের কাছে দাবি জানাব।” প্রাক্তন টিচার ইনচার্জ আবু সুফিয়ান বলেছেন, “কলেজের কিছু শিক্ষকের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই তদন্তের জন্য সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষামন্ত্রীকে জানিয়েছি।”
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃহস্পতিবার কোতুলপুরের মুখা গ্রামে নাড়ুগোপাল মালিক (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। |