কর্ত্রীকে বেঁধে বারুইপুরে ফ্ল্যাটে লুঠপাট |
কিছু দিন আগে বারুইপুরে লুঠপাট করতে এসে বাধা পেয়ে গৃহকর্তাকে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার দিনেদুপুরে সেই বাড়ির কাছেই জনবহুল এলাকার একটি ফ্ল্যাটে ঢুকে লুঠপাট চালানো হল। বারুইপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ওই লুঠপাটের ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়। রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলেছিলেন বারুইপুরের পদ্মপুকুর এলাকার একটি বহুতলের তেতলার ফ্ল্যাটের বাসিন্দা আলেমা বিবি। তিনি বলেন, “দরজা খোলার পরে চারটি লোক ‘মামা আছে মামা আছে’ বলতে বলতে ঘরে ঢুকে পড়ে। আমার মাথায় রিভলভার ঠেকিয়ে মুখে লিউকোপ্লাস্ট আটকে দেয়। তার পরে আমার হাত-পা বেঁধে চানঘরে ধাক্কা দিয়ে ফেলে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়।” আলেমার অভিযোগ, আলমারি ভেঙে টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মাসখানেক আগে ওই বাড়ি থেকে কিছু দূরে লুঠপাট চালাতে এসেছিল এক দল দুষ্কৃতী। বাধা দিতে গিয়ে খুন হন গৃহকর্তা সিরাজুল মোল্লা। সেই ঘটনার কিনারা হয়নি। পুলিশ জানায়, আলেমার স্বামী, স্কুলশিক্ষক ওয়াজেদ আলি সকাল ১০টা নাগাদ বেরিয়ে গিয়েছিলেন। বাড়িতে আলেমা একাই ছিলেন। চার দুষ্কৃতী ঝোলা ব্যাগ নিয়ে এসেছিল। ব্যাগেই ছিল রিভলভার। টাকা, গয়না ব্যাগে ভরেই নিয়ে গিয়েছে তারা।
|
আদালতের নির্দেশে গ্রেফতার ২ ভাটা মালিক |
বেআইনি ভাবে ইটভাটা চালানোর অভিযোগে উচ্চ আদালতের নির্দেশে দুই ভাটা মালিককে গ্রেফতার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাঁশঝাড়ি এলাকার ঘটনা। আরও এক ভাটা মালিককে খুঁজছে পুলিশ। ধৃত নিজামউদ্দিন মণ্ডল এবং মারুপ বিল্লাকে বৃহস্পতিবার বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা যায়, বসিরহাটের সোলাদানার কাছে বাঁশঝাড়ি এলাকায় ইছামতী নদী সংলগ্ন বেশ কয়েকটি ভাটা রয়েছে। এলাকার বাসিন্দা আমজাদ হোসেন মণ্ডল ২০০৭ সালে প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ করেন তাঁর জমি দখল করে অবৈধ ভাবে ভাটা তৈরি হয়েছে। পরবর্তীতে তিনি বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণ পর্যদ, ভূমি ও ভূমি রাজস্ব দফতর ও বিদ্যুৎ দফতরের ছাড়পত্র ছাড়াই ইটভাটাগুলি তৈরি হয়েছে। বসিরহাট থানার আইসি অতনু মণ্ডল জানান, অভিযোগ পেয়ে আদালত পর্ষদ এবং পুলিশকে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ায় নির্দেশ দেন। তদন্তে ইটভাটা মালিকরা যথাযথ নথি দেখাতে না পারলে ভাটা বন্ধ রাখার কথা বলা হয়। তা না করায় দুই ভাটা মালিককে গ্রেফতার করা হয়। সোলাদানা ইটভাটা মালিক সমিতির সম্পাদক মহম্মদ মুসা করিম মিদ্দের বলেন, “অভিযোগকারী এক সময় অভিযুক্তদের সঙ্গে ইটভাটার ব্যবসা করতেন। পরবর্তীতে বনিবনা না হওয়ায় তিনি যে জমি নিয়ে অভিযোগ করেছেন সেই জমি বাদ রেখেই বর্তমানে ব্যবসা চলছে। ইটভাটা করার জন্য যে যে দফতরের ছাড়পত্র প্রয়োজন তার জন্য আমাদের পক্ষে সব আবেদনই করা আছে।” মহকুমা পুলিশ সূত্রে জানানো হয়েছে, বসিরহাটের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি ইটভাটা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খুব শীঘ্রই তাঁদের বিরুদ্ধে তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে।
|
মাটি চাপা পড়ে মৃত্যু মহিলার |
১০০ দিনের কাজ প্রকল্পে মাটি কাটার কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হাবরা থানা এলাকার কুচলিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম কবিতা বিশ্বাস (৩৬)। তাঁর বাড়ি হাবরার জামতলা বাসস্ট্যান্ড এলাকায়। ওই এলাকাটি বেড়গুম-২ নম্বর পঞ্চায়েত এলাকায়। কিন্তু যে জায়গায় দুর্ঘটনাটি ঘটে সেটি বেড়গুম-১ নম্বর পঞ্চায়েত এলাকায়। হাবরা-১ এর বিডিও তপনকুমার ঘোষ বলেন, “কী ভাবে ওই মহিলা অন্য গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে ১০০ দিনের কাজ করছিলেন, সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। সরকারি সাহায্যের ব্যাপারটিও ভেবে দেখা হবে।”
|
পারিবারিক বিবাদের জেরে যুবক খুন |
দু’টি পরিবারের মধ্যে বিবাদের জেরে মারধরে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় মৃত যুবকের নাম সহিদুল গাজি (২৪)। এই ঘটনায় সহিদুলের পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। গণ্ডগোল থামাতে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত গ্রামবাসী পুলিশকে আক্রমণ করে। জনতার প্রহারে একজন এস আই-সহ দু’জন পুলিশকর্মী জখম হয়েছেন। তাঁদের বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার বোলতলা গ্রামে।
|
নাবালিকা ধর্ষণে অভিযুক্ত ধৃত |
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে দ৭ণি ২৪ পরগনার রায়দিঘির শ্রীধরপুর সরকারপাড়া গ্রামে তৌশিক কয়াল নামে ওই কিশোরকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে বুধবার সকালে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে তৌশিক। বাড়িতে ফিরে ওই ছাত্রী সবাইকে ঘটনার কথা বলে দিলে পরিবারের লোকেরা বৃহস্পতিবার তৌশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
|
মাদক-সহ এক বাংলাদেশি দুষ্কৃতীকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। পুলিশ জানায়, বাংলাদেশের শ্রীপুর গ্রামের বাসিন্দা সাহিনুর আলমকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে টাকির সৈয়দপুর গ্রামের কাছে ইছামতী নদী পার হওয়ার সময়ে বিএসএফের হাতে ধরা পড়ে এক ব্যক্তি। জেরায় জানা যায় তার বাড়ি বাংলাদেশে। ধৃত ব্যক্তির কাছে গাঁজা পাওয়া যায়। বসিরহাটের কোথা থেকে এবং কার কাছ থেকে ওই মাদক পেয়েছে সে তা খতিয়ে দেখছে পুলিশ। |