|
|
|
|
ফের চুরি স্কুলে, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ হাবরাবাসীর |
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
ফের বড় ধরনের চুরির ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার হাবরায়। বুধবার গভীর রাতে বেড়গুম হাইস্কুলে দুষ্কৃতীরা তালা ভেঙে ঢুকে একটি ডিজিটাল ক্যামেরা-সহ নগদ কয়েক হাজার টাকা লুঠ করে পালিয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে কোনও নৈশপ্রহরী নেই। স্কুলের প্রধান দরজায় তালা দেওয়া ছিল। স্কুল কর্তৃপক্ষের অনুমান, স্কুলের পিছন দিকের পাঁচিল টপকে দুষ্কৃতীরা স্কুলের মধ্যে ঢোকে। স্কুল সূত্রের খবর, দুষ্কৃতীরা সিংড়ির কোলাপসিবল গেটের তালা বাঙার পরে প্রধান শিক্ষকের ঘর-সহ মোট আটটি ঘরের তালাও ভেঙে ফেলে। ১৪টি আলমারির তালাও ভাঙে তারা। ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক পতিতপাবন সরখেল বলেন, “বুধবারই ব্যাঙ্ক থেকে মিড ডে মিলের জন্য ৩৫ হাজার টাকা তোলা হয়েছিল। আমার ঘরের আলামারিতে তা রাখা ছিল। দুষ্কৃতীরা তালা ভেঙে ওই টাকা লুঠ করেছে।” এ ছাড়া কোনও নথিপত্র লোপাট করা হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। |
|
বেড়গুম হাইস্কুলে চুরির পরে। ছবি: শান্তনু হালদার। |
স্কুলের অশিক্ষক কর্মী শম্ভুনাথ পাল এবং পরিচালন সমিতির সদস্য নন্দ পাল জানান, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ তাঁরা স্কুলে এসে দেখেন, দরজার তালা ভাঙা। সঙ্গে সঙ্গে অন্যদের খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা ও হাবরা-১ র্পী্চায়েত সমিতির প্রাক্তন সদস্য দিলীপ ঘোষ বলেন, “কিছুদিন আগে পাশের পায়রাগাছি এলাকায় দু’টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। এ বার স্কুলে চুরির ঘটনায় আমরা আতঙ্কিত।”
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি রাতে হাবরার রাউতাড়া মহেন্দ্রনাথ মেমোরিয়াল হাইস্কুলেও চুরির ঘটনা ঘটে। ১০টি কম্পিউটার লুঠ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। পরে ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। কিন্তু চুরি যাওয়া জিনিসপত্র এখনও উদ্ধার করা যায়নি। স্থানীয় মানুষের অভিযোগ, সাম্প্রতিক কালে হাবরায় চুরি-ছিনতাই, বোমাবাজি বেশ বেড়ে গিয়েছে। পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় দুষ্কৃতীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। যদিও হাবরা থানার পুলিশ জানিয়েছে, সমস্ত ঘটনার তদন্ত চলছে। দুষ্কৃতীদের অবশ্যই গ্রেফতার করা হবে। |
|
|
|
|
|