ইউরো কাপের তিন মাস আগে বড় ধাক্কা খেল ইউরোপের তিন বড় দল। জার্মানি, ইংল্যান্ড ও ইতালি তিন দেশই ঘরের মাঠে হারল। স্পেন অবশ্য বড় জয়ে আত্মবিশ্বাস ধরে রাখল।
নাসরি-রিবেরির দাপটে ফ্রান্সের কাছে ১-২ হারল জার্মানি। রবেনের জোড়া গোলে ইংল্যান্ডকে ৩-২ হারাল নেদারল্যান্ডস। আর জেনোয়ায় পুরো দল নামিয়েও ইতালি ০-১ হারল যুক্তরাষ্ট্রের কাছে। সোলদাদোর হ্যাটট্রিক এবং ইনিয়েস্তা-সিলভার গোলে স্পেন ৫-০ হারাল ভেনেজুয়েলাকে। |
এ দিকে লিওনেল মেসি দেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৩-১ জয়ে। রোনাল্ডো ভাল খেললেও তাঁর দেশ পর্তুগাল পোল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করল। ব্রেমেন-এ ২১ মিনিটেই অলিভিয়ের জিরৌ-এর গোলে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। বিরতির পর ২-০ করেন ফ্লোরেন্ট মালুদা। ইনজুরি টাইমে ব্যবধান কমান কাকাউ। ফিলিপ লাম এবং সোয়াইনস্টাইগার জার্মানির দলে ছিলেন না। ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জিমাও অবশ্য খেলেননি। ওয়েম্বলিতে উত্তেজক ম্যাচে আর্জেন রবেনের জোড়া গোলে জিতলেন ডাচরা। ইংল্যান্ডের হয়ে খেলেননি ওয়েন রুনি ও জন টেরি। বিরতির পর ৫৭ ও ৫৮ মিনিটে পরপর গোল করেন রবেন ও হুন্টেলার। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে ২-১ গ্যারি কাহিলের। ইনজুরি টাইমে ২-২ করেন অ্যাশলে ইয়ং। তার ঠিক পরেই ৩-২ করেন রবেন।
পুরো দল নামিয়েও ক্লিন্ট ডেম্পসির একমাত্র গোলে ইতালি ০-১ হারল যুক্তরাষ্ট্রের কাছে। মায়াগায় স্পেনের হয়ে হ্যাটট্রিক করলেন রবের্তো সোলদাদো। বাকি দু’টি গোল ইনিয়েস্তা এবং দাভিদ সিলভার। বার্নে মেসির গোলে ২০ মিনিটেই এগিয়েছিল আর্জেন্তিনা। বিরতির পরই শাকিরির গোলে ১-১ করে সুইৎজারল্যান্ড। শেষের দিকে পেনাল্টি-সহ জোড়া গোল করে জয় এনে দেন মেসি। |