টুকরো খবর |
সেমিফাইনালে দিন্দাকে রাখার চেষ্টায় সিএবি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিজয় হাজারে ট্রফিতে সদ্য জাতীয় দলে ডাক পাওয়া অশোক দিন্দাকে ধরে রাখার চেষ্টায় নেমে পড়ল সিএবি। বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলে চেষ্টা হচ্ছে, যাতে সেমিফাইনাল পর্ব পর্যন্ত পাওয়া যায় বাংলার পেসারকে। আগামী ১১ মার্চ বাংলাদেশে শুরু হচ্ছে এশিয়া কাপ। আবার অন্য দিকে, আগামী ৬ মার্চ থেকে বিজয় হাজারে-র কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশের মুখোমুখি হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাংলা। বুধবার শেষ আটের টিকিট হাতে পাওয়ার পরই সিএবি কর্তারা খোঁজখবর নিতে শুরু করেন দিন্দা-র বাংলাদেশ যাত্রার সূচি নিয়ে। প্রথমে ঠিক ছিল, ৮ মার্চ দিন্দা উড়ে যাবেন বাংলাদেশ। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, ১১ মার্চের আগে প্লেনের টিকিট জোগাড় করা সম্ভব হচ্ছে না। বিজয় হাজারের সেমিফাইনালে উঠলে বাংলার ম্যাচ পড়বে ১০ মার্চ। পরিবর্তিত পরিস্থিতিতে সিএবি চেষ্টা চালাচ্ছে যাতে সেমিফাইনাল খেলে বাংলাদেশ রওনা হতে পারেন দিন্দা। সিএবি-র যুগ্ম-সচিব সুজন মুখোপাধ্যায় এ দিন বললেন, “সেমিফাইনাল পর্যন্ত দিন্দাকে পাওয়া যেতে পারে। বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলেছি।” দিন্দাকে বলা হবে, লাগেজ নিয়েই দিল্লি (নক আউট পর্ব যেখানে হচ্ছে) যেতে। বৃহস্পতিবারই কোয়ার্টার ফাইনালের জন্য বাংলার পনেরো জনের দল বেছে নেওয়া হল। বিশেষ কোনও বদল নেই। বাদের তালিকায় শুধু অরিন্দম ঘোষ। অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়া টিমে প্রত্যাশিত ভাবেই আছেন ঋদ্ধিমান সাহা, লক্ষ্মীরতন শুক্ল, ইরেশ সাক্সেনা, দেবব্রত দাস-রা। শেষের দু’জন আবার এ দিনই আইপিএলে নাইট রাইডার্সের হয়ে খেলার চুক্তিপত্র পেয়ে গেলেন।
|
শহরে এ বার সাইক্লোথন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
সাইক্লোথনের সাংবাদিক সম্মেলনে অভিনেতা হিরণ। বৃহস্পতিবার। -নিজস্ব চিত্র |
মোটর স্পোর্টস এখনও চালু হয়নি বাংলায়। তৈরি হয়নি ট্র্যাকও। সাইকেলেরও কোনও ভেলোড্রোম নেই শহরে বা তার আশেপাশে। তবুও সাইক্লোথন চলে এল কলকাতায়। সাইকেল এবং ম্যারাথনের যোগফলে সাইক্লোথন। বেঙ্গালুরু, পুণে, মুম্বই-সহ দেশের আটটি বড় শহরের পর এ বার কলকাতায়। ১৮ মার্চ রাজারহাটে হবে আকর্ষণীয় এই প্রতিযোগিতা। দেশের সব নামী সাইক্লিস্ট-সহ একশো জন প্রতিযোগী সাইক্লোথনে যোগ দেবেন। মোট চারটি ইভেন্ট হবে। পেশাদার, কর্পোরেট, গ্রিন রাইড এবং জুনিয়র। দেশের এলিট প্যানেলের সাইক্লিস্টরা পার হবেন ৬০ কিলোমিটার। অন্য পেশাদারদের পেরোতে হবে কুড়ি কিলোমিটার। কিন্তু কলকাতায় সাইকেল চালানোর এত লম্বা ট্র্যাক নেই। নেই ভাল রাস্তাও। উদ্যোক্তারা চেয়েছিলেন কলকাতার রেড রোডে প্রতিযোগিতা করতে। কিন্তু কলকাতার পুলিশ অনুমোদন দেয়নি। পুলিশ কমিশনার রঞ্জিতকুমার পচনন্দা বললেন, “রেড রোডে সাইকেল চালানোর নিয়ম নেই। মাইকও বাজানো যায় না। তাই অনুমতি দেওয়া সম্ভব নয়।” ফলে উদ্যোক্তারা ঠিক করেছেন রাজারহাটেই তা করবেন। ভারতীয় সাইক্লিস্ট ফেডারেশনের কর্তা বাণী ঘোষ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বললেন, “এখনও রুট ঠিক হয়নি। তবে আমাদের কাজ চলছে।” অনুষ্ঠানে উপস্থিত হয়ে টলিউড অভিনেতা হিরণ বললেন, “আমার এইট প্যাক তৈরি করার পিছনে সাইকেলের বিরাট ভুমিকা আছে।”
|
শিল্ডে শুরুতেই টোলগেরা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই এফ এ শিল্ডের উদ্বোধনী ম্যাচে শনিবার প্রথম মাঠে নামছে ইস্টবেঙ্গল। তাদের প্রতিপক্ষ ভবানীপুর। মোহনবাগান না খেলায় ট্রেভর জেমস মর্গ্যানের সামনে টুর্নামেন্ট জেতার সূবর্ণ সুযোগ আছে। শিল্ডের যে সূচি আজ শুক্রবার প্রকাশ করতে চলেছে আই এফ এ, তাতে টোলগে-মেহতাবদের শেষ চারে যাওয়ার আগে খেলতে হবে লাজংয়ের সঙ্গেও। শেষ মুহূর্তে ব্রাজিলের বোতাফোগো ক্লাবের গ্রুপে সামান্য রদবদল করা হচ্ছে। তাদের খেলতে হবে কলকাতার দুটি ক্লাব এরিয়ান এবং সাদার্ন এ সি-র সঙ্গে। বোতাফোগোর ভিসা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তা কেটে গিয়েছে। মুম্বই থেকে ফোনে আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “৪ বা ৬ মার্চ ব্রাজিলের ক্লাবটি কলকাতায় এসে যাবে। কোনও সমস্যা নেই।” জানা গিয়েছে, ব্রাজিল যে দিন আসবে তার একদিন পর তাদের খেলা দেওয়া হবে। প্রয়াগ ইউনাইটেডের গ্রুপে রয়েছে মুম্বই এফ সি এবং আরহিমা। পুণে এফ সির গ্রুপে রয়েছে পৈলান অ্যারোজ এবং ভিভা কেরল। প্রতি গ্রুপ থেকে একটি করে ক্লাব শেষ চারে যাবে। শিল্ড চ্যাম্পিয়নরা এ বার পাবেন ২০ লাখ টাকা। রানার্স ১৫ লাখ। খেলা হবে ইস্টবেঙ্গল, হাওড়া স্টেডিয়াম ও যুবভারতীতে।
|
কালীঘাট মিলন সঙ্ঘের ম্যাসকট কেমস
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগের দ্বিতীয় ডিভিশনের মূল পর্বে ওঠা কালীঘাট মিলন সঙ্ঘ পেশাদারিত্বের দিকে আরও একধাপ এগোল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা-ভাইয়ের ক্লাব আগেই ক্লাবকে কোম্পানি করেছে। এ বার তারা ম্যাসকট প্রকাশ করল। ম্যাসকটের নাম দেওয়া হয়েছে কেমস। ম্যাসকট লাগানো চাবির রিং, জার্সি, ঘড়ির মতো সামগ্রী তৈরি করে বিপণন করতে চায় ক্লাব। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে সেটি প্রকাশ করা হয়। শিলিগুড়ি এবং গ্যাংটকে আই লিগের প্রথম ডিভিশনে ওঠার লড়াইতে নামার আগে ফুটবলারদের উদ্বুদ্ধ করতে তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতি বললেন, “আমার পাড়ার ক্লাব। বহুদিন এই ক্লাবের সঙ্গে জড়িত আছি। যে ভাবে টিমটা খেলেছে তাতে প্রথম ডিভিশনে উঠতেই পারে।” উপস্থিত ছিলেন মোহনবাগানের ভাইস প্রেসিডেন্ট কুমারশঙ্কর বাগচীও।
|
কেমোথেরাপির দ্বিতীয় পর্ব শেষ হল যুবরাজের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
|
কেমো চলছে। বৃহস্পতিবার টুইটারে নিজের ছবি পাঠালেন যুবরাজ সিংহ। |
চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন যুবরাজ সিংহ। বৃহস্পতিবার তাঁর কেমোথেরাপির দ্বিতীয় পর্বও শেষ হয়ে গেল। তার পর বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট টুইট করেছেন, “আমার দ্বিতীয় পর্বটা আজ শেষ হল। ব্লিওমাইসিনের একটা শট নিলাম। দুর্বল লাগছে কিন্তু মনে হয় আগামিকালটা ভাল হবে। আমার পরবর্তী স্ক্যান হবে ৭ মার্চ।” গত মাস থেকেই চিকিৎসার কারণে বস্টনে আছেন যুবরাজ। তাঁর ডাক্তারের মত অনুযায়ী, মে মাসের প্রথম সপ্তাহে আবার মাঠে ফিরতে পারেন যুবরাজ। তাঁর ‘রিহ্যাব’ ক্লিনিক শুরু হবে এপ্রিলের শুরু থেকে।
|
পিএলএস নিয়ে ক্ষুব্ধ ফাউলার ব্ল্যাকপুলে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পিএলএস নিয়ে চূড়ান্ত ডামাডোল অন্য মাত্রা পেল লিভারপুলের কিংবদন্তি ফুটবলার রবি ফাউলার চুক্তি ছেড়ে বেরিয়ে যাওয়ায়। পিএলএস নিয়ে অপেক্ষা করে করে ক্লান্ত ফাউলার যোগ দিলেন ব্ল্যাকপুলে। শুরু করে দিলেন ট্রেনিংও। হলদিয়ায় পিএলএস টিমের হয়ে খেলার কথা ছিল ফাউলারের। তাঁকে অনান্য ক্লাব থেকেও প্রস্তাব দেওয়া হচ্ছিল। ক’দিন আগে তিনি টুইটারে লিখেছিলেন, “ভারতের টুর্নামেন্ট বন্ধ হয়ে গিয়েছে। এখন আমার নতুন বুট গোছানোর পালা।” ফাউলারের এজেন্ট পিএলএস সংগঠকদের আশ্বস্ত করেন, “ওটা ছিল ভুল বোঝাবুঝি। ফাউলার খেলবেন।” কিন্তু আইএফএ সচিবের ঢিলেঢালা হাবভাবে পিএলএস ভবিষ্যৎ এখন অগাধ জলে। কেউ স্পষ্ট বলতে পারছেন না। তিতিবিরক্ত ফাউলার ব্ল্যাকপুলে যোগ দিয়ে ট্রেনিং শুরু করে দিলেন। ক’দিনের মধ্যেই তাঁর নামার কথা। পিএলএস যদি সত্যি চালু হয়, তা হলে সংগঠকদের সমস্যা হবে হলদিয়া দলে আইকন জোগার করা নিয়ে। আইএফএ সচিব অবশ্য এত দিনেও রাজ্য সরকারের লিখিত অনুমতি জোগার করতে পারেননি। প্রথম থেকেই ঢিলেঢালা মেজাজে ছিলেন তারা। ফাউলারের সরে যাওয়া তার প্রধান কারণ।
|
শিবশঙ্করের সাত উইকেট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিএবি আয়োজিত সিনিয়র নক আউট টুর্নামেন্টে শিবশঙ্কর পালের দাপটে উড়ে গেল পশ্চিমবঙ্গ পুলিশ। মাত্র ১৬ রানে ৭ উইকেট তুলে নেন বাংলার প্রাক্তন পেসার। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে ইস্টবেঙ্গল তোলে ২৭২। সেঞ্চুরি করেন অরিন্দম দাস (১২০)। জবাবে শিবের বিধ্বংসী বোলিংয়ে পশ্চিবঙ্গ পুলিশ শেষ হয়ে যায় মাত্র ৮০ রানে। ১৬.৩ ওভারেই ইনিংস শেষ হয়ে যায় তাদের।
|
চ্যালেঞ্জ কাপে নেই ক্লিফোর্ড-অর্ণব
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চোটের জন্য কাঠমান্ডুর এ এফ সি চ্যালেঞ্জ কাপের দল থেকে বাদ পড়তে চলেছেন ক্লিফোর্ড মিরান্দা, বলজিৎ সিংহ এবং অর্ণব মণ্ডল। তাঁদের চোট বেশ গুরুতর। কোচ স্যাভিও মিদেইরা কাঠমাণ্ডুর দল নির্বাচন করার আগে অবশ্য একদিকে বড় স্বস্তিতে। কেননা সুনীল ছেত্রী ও নির্মল ছেত্রীর চোট গুরুতর নয়। অধিনায়ক হিসেবে তিন সিনিয়রের মধ্যে একজনকে বাছবেন স্যাভিও। সুনীল ছেত্রী, রহিম নবি ও সমীর নায়ক।
|
জাতীয় ব্যাডমিন্টনে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জাতীয় ভেটারেন ব্যাডমিন্টনে সুযোগ পেয়েছেন শিলিগুড়ির বিপ্লব ঘোষ এবং সুভাষ মৈত্র। দু’জনেই রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সঙ্ঘের খেলোয়াড়। ২৪-২৮ মার্চ হরিদ্বারে প্রতিযোগিতা হবে। কলকাতায় বাছাই পর্বের খেলায় অংশ নিয়ে সফল হওয়াতেই তাঁদের এই সুযোগ মিলেছে। বিপ্লববাবু খেলবেন ৪৫ বছর ঊর্ধ্ব ও সুভাষবাবু উর্ধ্ব ৫০ বছর বিভাগে।
|
মদ্যপান করে নির্বাসনে রাইডার
সংবাদসংস্থা • ওয়েলিংটন |
পুণে ওয়ারিয়র্সের ক্রিকেটার জেসি রাইডার জাতীয় দলের শৃঙ্খলাবিধি ভেঙে মদ্যপানের অপরাধে এক ম্যাচের জন্য নির্বাসিত হলেন। শুধু রাইডার না। পেসার ব্রেসওয়েলকেও একই অপরাধে নির্বাসনে পাঠানো হল।
|
আবেদন করবেন না আমের |
করাচির খবর, আইসিসি-র শাস্তির বিরুদ্ধে আবেদন করবেন না মহম্মদ আমের। জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন স্পট ফিক্সিং কাণ্ডে শাস্তি পাওয়া পেসার। আইসিসি-র দেওয়া পাঁচ বছরের নির্বাসন বহাল আছে। আইসিসি-র মুখপাত্র বলেছেন, “আমের শাস্তির বিরুদ্ধে আবেদন করবে না, তা ওর আইনজীবী জানিয়ে দিয়েছেন।” |
|