অলিম্পিক প্রাক পর্বে অঙ্কিতা-সৌম্যজিৎ
জাতীয় টেবল টেনিসে আবার শিলিগুড়ির জয়জয়কার! অলিম্পিকের প্রাক পর্বে ভারতীয় টেবল টেনিস দলে সুযোগ করে নিয়েছেন শিলিগুড়ির সৌম্যজিৎ ঘোষ এবং অঙ্কিতা দাস। মূলত যুব বিভাগের খেলোয়াড় হলেও মৌমা দাস, শুভজিৎ সাহাদের মতো জাতীয় খেতাব জয়ীদের পিছনে ফেলে সৌম্যজিৎ এবং অঙ্কিতা প্রিঅলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন। তা ছাড়াও জার্মানিতে বিশ্ব টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে দেশের সিনিয়র দলের হয়েও এই প্রথম খেলবেন তাঁরা। এখন থেকেই দেশের সিনিয়র দলে শিলিগুড়ির এই দুই তরুণ, তরণীর খেলা নিয়ে উৎসাহী দেশের টেবল টেনিস মহল।
টিটিএফআই-এর অন্যতম কর্মকর্তা তথা নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি মান্তু ঘোষ বলেন, “প্রি-অলিম্পিকে এবং জার্মানিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েছেন সৌম্যজিৎ এবং অঙ্কিতা। এখন তাঁরা যে ভাবে খেলছেন, তাতে ভবিষ্যতে আরও বড় জায়গায় পৌঁছবেন বলে আমি আশাবাদী। নিজেদের ঠিক মতো অনুশীলনে ধরে রাখা, অভিজ্ঞতা বাড়ানোটা এখন খুবই জরুরি। বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে এবং খেলে তাঁরা সেটা সংগ্রহ করছেন।” ১০-১২ এপ্রিল হংকং-এ রয়েছে প্রি-অলিম্পিক পর্বের প্রতিযোগিতা। সেখানে সাফল্য পেলে তবেই মিলবে লন্ডন অলিম্পিকে যাওয়ার ছাড়পত্র।
অঙ্কিতা দাস। সৌম্যজিৎ ঘোষ।
সৌম্যজিতের বয়স উনিশের বেশি। শিলিগুড়ি কলেজের কমার্সের ছাত্র। অঙ্কিতার বয়স ১৮ পেরিয়েছে। শিলিগুড়ি কলেজেরই কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। টেবল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়ার নিয়ম মতো ১৭ বছরের পর থেকে ২১ বছর বয়স পর্যন্ত যুব বিভাগে এক জন খেলোয়াড় খেলতে পারেন। সেই মতো দু’জনই যুব বিভাগে খেলছেন। তবে দক্ষতায় টেক্কা দিতে শুরু করেছে সিনিয়র বিভাগের জাতীয় চ্যাম্পিয়নদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের। অঙ্কিতা, সৌম্যজিৎ দু’জনেই যুব বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন দু’বার। নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের হয়ে সিনিয়র জাতীয় টেবল টেনিসেও তাঁরা অংশ নিচ্ছেন গত কয়েক বছর ধরেই।
টেবল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, প্রি-অলিম্পিক দলে পুরুষ এবং মহিলা বিভাগের জন্য ৩ জন করে খেলোয়াড় নেওয়ার সিদ্ধান্ত হয়। ঠিক হয়, এ বছর জাতীয় চ্যাম্পিয়ন এবং রানার্স দলে থাকবেন। জাতীয় প্রতিযোগিতায় সেমিফাইনালে খেলেছিল অন্য যে দু’জন, তাঁদের মধ্যে থেকে এক জনকে সুযোগ দেওয়া হবে। সেই মতো তাঁদের মধ্যে সম্প্রতি বাছাই পর্বের খেলা হয় দিল্লির পাতিয়ালা ক্যাম্পে। সেখানে সৌম্যজিতের প্রতিদ্বন্দ্বী ছিলেন শুভজিৎ সাহা। ৩টি গেমের মধ্যে যিনি সেরা হবেন, তাঁকেই দলে নেওয়ার কথা। বাছাই পর্বে সকলকে চমকে দিয়ে শুভজিৎকে পর পর ২-০ গেমে উড়িয়ে দিয়েছেন সৌম্যজিৎ। অন্য দিকে অঙ্কিতাও বাছাই পর্বে তাঁর প্রতিদ্বন্দ্বী মৌমাকে ২-০ গেমে উড়িয়ে দিয়েছেন। মৌমা, শুভজিৎ দু’জনের ঝুলিতেই জাতীয় চ্যাম্পিয়ন খেতাব রয়েছে। অথচ তাঁদের মতো দাপুটে খেলোয়াড়দের যে ভাবে পিছনে ফেলে দিয়েছে সৌম্যজিৎ, অঙ্কিতা তাতে দুই খেলোয়াড়ের মধ্যে উজ্জ্বল সম্ভাবনা দেখছে দেশের টেবল টেনিস মহল।
চিনে সদ্য সমাপ্ত এশিয়া টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে দেশের পুরুষ এবং মহিলা টেবল টেনিস দল অষ্টম স্থান পেয়েছে।
দলে রয়েছে সৌম্যজিৎ এবং অঙ্কিতাও। আগামী ২৫ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত জার্মানিতে হতে চলেছে ওয়ার্ল্ড টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ। সেখানে ভারতীয় টেবল টেনিস দলে পুরুষ বিভাগে অমল রাজ, শরদ কমলের সঙ্গে থাকছেন সৌম্যজিৎ। দলে রয়েছে শিলিগুড়ির অপর খেলোয়াড় শুভজিৎ। মহিলা দলে পৌলমী ঘটক, মৌমা দাসদের সঙ্গে রয়েছেন অঙ্কিতা। তা ছাড়া রয়েছেন কে স্বামীনি এবং মৌসুমী পাল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.