ধৃত প্রতারক প্রধানশিক্ষক
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
বয়সের প্রমাণপত্র জালিয়াতি করার অভিযোগে পুলিশ সিপিএমের শিক্ষক নেতা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে। বুধবার ধৃত তপন চক্রবর্তীকে আদালতে তোলা হলে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট তাঁর জামিন নাকচ করে জেল হাজতে পাঠান। বামনগোলা থানার ওসি পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, “মামলা দায়ের করার পরেই ওই শিক্ষক গা ঢাকা দেন। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়।”জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষক সরোজেন্দ্রমোহন চক্রবর্তী চাকুরিরত অবস্থায় ২০০১ সালে মারা যান। বাবা মারা যাওয়ার পর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ তার বড় ছেলে তপনবাবুকে ২০০৫ সালে ডিসেম্বর চাকরি দেয়। ৫-৬ বছর চাকরি করার পরে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ জানতে পারে তপনবাবু বয়সের প্রমাণপত্র জালিয়াতি করে জমা দিয়েছেন। তপনবাবুর ভাই স্বপনবাবুই দাদার নামে বামনগোলা থানায় এ নিয়ে অভিযোগ করেন। |
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ট্রাকের ধাক্কায় এক মোটর বাইক আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে ইসলামপুর থানার গাইসাল এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম মসিবুল হক (৩৬)। তাঁর বাড়ি মধ্যকাছনা এলাকায়। এদিন বিকালে মসিবুল বন্ধু মহম্মদ ইফতাকারকে সঙ্গে নিয়ে পাঞ্জিপাড়া থেকে বাড়ি ফিরছিলেন। গাইসাল এলাকায় ট্রাকটি বাইকটিকে পিছন থেকে ধাক্কা মারে। |
জাতীয় স্তরে দুই রেলকর্মী
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
জাতীয় ব্যাডমিন্টনে সুযোগ পেলেন আলিপুরদুয়ারের দুই রেল কর্মী। জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক রতন গুহ বলেন, “২ রেলকর্মী ৪৫ বছর বিভাগে প্রাণতোষকুমার দে ও ৫০ বছর বিভাগে তুষারেন্দুশেখর অধিকারী সুযোগ পান। মার্চে হরিদ্বারে খেলা।” |
অভিযান চালিয়ে বুধবার কোচবিহার কোতোয়ালি এলাকার ৬ বিঘা জমির আফিম খেত কেটে নষ্ট করে দিল কোচবিহার জেলা প্রশাসন ও আবগারি দফতর। |
বুধবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার বাসস্ট্যান্ড লাগোয়া ধনাইপুর এলাকায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন। মহকুমাশাসক অভিজিৎ ভট্টাচার্য জানান, ৫ মার্চ পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা থাকবে। ধর্মঘটকে ঘিরে মঙ্গলবার কংগ্রেস-তৃণমূল ও সিপিএমের গোলমালের জেরে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। |