টুকরো খবর |
১০০ দিনের কাজ নিয়ে ক্ষোভ, তালা |
নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা |
|
নিজস্ব চিত্র। |
১০০ দিনের প্রকল্পে বাড়ি থেকে দূরে কাজ দেওয়ার প্রতিবাদে পঞ্চায়েত অফিসের দরজায় তালা ঝোলালেন শ্রমিকরা। বুধবার পুঞ্চার নপাড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এ দিন দুপুরে গিয়ে দেখা গেল, পঞ্চায়েত অফিসে তালা দিয়ে বারান্দায় বিক্ষোভ দেখাচ্ছেন একদল শ্রমিক। ভিতরে পঞ্চায়েত সচিব-সহ জনা সাতেক কর্মী রয়েছেন। পুঞ্চা থানার রমাইডি গ্রামের চন্দ্রশেখর মাহাতো, সাবিত্রী মাহাতো, ভূতাম গ্রামের অনন্ত কুমারদের অভিযোগ, “দু’সপ্তাহ আগে আমরা কাজ চেয়ে প্রধানের কাছে আবেদন জানিয়েছিলাম। প্রধান আমাদের কাছাকাছি এলাকায় কাজ না দিয়ে দূরে কাজ করার নির্দেশ দেন। অথচ আমাদের সংসদে পুকুর সংস্কারের কাজ চলছে।” তাঁদের দাবি, ১০০ দিনের কাজের আইনে উল্লেখ রয়েছে, শ্রমিকদের তাঁর সংসদে কাজ দিতে হবে। দূরের সংসদে পাঠালে ভ্রমন খরচ দিতে হবে। এ দিন প্রধানকে পঞ্চায়েত অফিসে পাওয়া যায়নি। চেষ্টা করেও ফোনে যোগাযোগ করা যায়নি। পঞ্চায়েত সচিব অরুন চৌধুরী বলেন, “তালা দেওয়ার ঘটনাটি বিডিওকে জানিয়েছি।” পুঞ্চার বিডিও সুপ্রতীক সিংহ বলেন, “ঘটনার কথা শুনেছি। খতিয়ে দেখা হচ্ছে।
|
সিপিএমের পার্টি অফিসে আগুন ওন্দায় |
নিজস্ব সংবাদদাতা • ওন্দা |
দরজার তালা ভেঙে সিপিএমের পার্টি অফিসে আগুন লাগাল দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে ওন্দা থানার কালীসেন গ্রামে সিপিএমের কালীসেন লোকাল কমিটির অফিসে এই ঘটনা ঘটেছে। রাতেই অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ও সিপিএমের কর্মীরা সেখানে যান। জল ঢেলে আগুন নিভিয়ে দেওয়া হয়। সিপিএমের ওন্দা জোনাল কমিটির সম্পাদক তরুণ সরকারের অভিযোগ, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। বন্ধে মানুষ সাড়া দেওয়ায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা আমাদের ফাইল পুড়িয়ে দিয়েছে। চেয়ার টেবিল ভাঙচুর করেছে। মাস খানেক আগে ওরা এই অফিসের টেলিভিশন সেট ভেঙে দিয়েছিল।” তৃণমূলের জেলা সভাপতি তথা শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শ্যাম মুখোপাধ্যায় দাবি করেন, “আমাদের দলকে কালিমালিপ্ত করতে সিপিএমের কর্মীরা নিজেরাই নিজেদের অফিসে আগুন লাগিয়েছে। আমাদের দলের কেই যুক্ত নয়।” পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত অভিযোগ জমা পড়েনি।
|
অস্ত্র উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
|
নিজস্ব চিত্র। |
মাছের বদলে জালে উঠে এল আগ্নেয়াস্ত্র। বুধবার সকালে মানবাজার থানার নামোপাড়ার একটি পুকুরে একটি ওয়ান শর্টার উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার ভোরে ওই পুকুরে মাছ ধরার সময় জালে ওই আগ্নেয়াস্ত্রটি উঠে আসে। এ দিন দুপুরে মানবাজারের সিআই প্রণব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ পুকুরে তল্লাশি চালায়। কী ভাবে ওই আগ্নেয়াস্ত্রটি ওই পুকুরে এলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়।
|
বন্ধু খুনে যাবজ্জীবন কারাদণ্ড |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
বন্ধুকে খুন করার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হল। বুধবার রঘুনাথপুর আদালতের চতুর্থ ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অরূপ বসু এই রায় দিয়েছেন। সরকার পক্ষের কৌঁসুলি পঙ্কজ গোস্বামী বলেন, ২০০৭ সালের ১৫ মে পুকুরে স্নান করতে গিয়ে নিঁখোজ হয়েছিলেন রঘুনাথপুর থানার বেলডাঙ্গা গ্রামের বাসিন্দা দেবাশিস মণ্ডল। পরে ২৪ মে গ্রামেরই বেনের পুকুরে ওই যুবকের দেহ ভেসে উঠেছিল। ১৫ মে দেবাশিসের সঙ্গে ওই পুকুর ঘাটে ওই গ্রামেরই দীনু কৈবর্ত্যের.ঝগড়া হতে বাসিন্দারা দেখেছিলেন। দেহ উদ্ধারের পরে মৃত যুবকের দাদা মানিক মণ্ডল দীনু কৈবর্ত্যের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ও নির্দিষ্ট সময়ের মধ্যেই আদালতে চার্জশিট জমা দেয়। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছিল, খুন করে দেবাশিসের দেহ জলে ফেলে দেওয়া হয়েছিল। এ দিন বিচারক ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী দীনু কৈবর্ত্যকে যাবজ্জীবন কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের সাজা দিয়েছেন।
|
বাসের ধাক্কা, মৃত্যু ছাত্রের |
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পাত্রসায়র থানার সেকেন্দারচক মোড়ের কাছে, বাঁকুড়া-বর্ধমান রাস্তায়। শেখ নজরুল নামে ১৩ বছরের ওই কিশোরের বাড়ি সেকেন্দারচক গ্রামে। তাকে উদ্ধার করে প্রথমে পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করেন স্থানীয় বাসিন্দারা। পরে বাঁকুড়া মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নজরুল কাঁটাদিঘি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের ষষ্ঠ শ্রেণিতে পড়ত। এ দিন সে সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। পথে বিষ্ণুপুরগামী একটি বাস তাকে ধাক্কা মারে। পুলিশ জানায়, বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক। খোঁজ চলছে।
|
বধূর অপমৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
মৃত্যু হল অগ্নিদগ্ধ এক বধূর। মৃতার নাম অর্চনা দুলে (৩০)। বাড়ি খাতড়া থানার হেতিয়াশোলে। গত শুক্রবার বিকেলে বাড়ির উঠোনে রান্না করার সময়ে কাপড়ে আগুন লেগে যায়। ওই দিনই তাঁকে সারেঙ্গা খ্রিস্টিয় সেবা নিকেতনে ভর্তি করানো হয়েছিল। মঙ্গলবার বিকেলে সেখানে তাঁর মৃত্যু হয়। বুধবার বাঁকুড়া মেডিক্যালে দেহের ময়না তদন্ত হয়।
|
ওসি বদল |
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
বদলি করা হল বাঁকুড়ার পাত্রসায়র ও জয়পুর থানার ওসিদের। পাত্রসায়র থানার ওসি সঞ্জীব চক্রবর্তীকে জেলের অপরাধদমন সেলে এবং জয়পুর থানার ওসি অমিত হাটিকে জেলা পুলিশের ওয়াচ সেলে বদলি করা হয়েছে। জেলা গোয়েন্দা বিভাগের সাব ইনস্পেক্টর মানবেন্দ্রনাথ পালকে পাত্রসায়রের ওসি করা হয়েছে। সাব ইনস্পেক্টর বিজয় যাদব জয়পুরের ওসি পদে নিযুক্ত হচ্ছেন। বদলি প্রসঙ্গে জেলার পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “সোমবার এই বদলি করা হয়েছে। এটা রুটিন বদলি।”
|
প্রশিক্ষণকেন্দ্র |
নিজস্ব সংবাদদাতা • সারেঙ্গা |
জঙ্গলমহলের বেকার যুবকদের গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি স্কুল চালু হয়েছে সারেঙ্গায়। বুধবার সারেঙ্গা মিশন ময়দানের কাছে ফ্রেন্ডস মোটর ড্রাইভিং নামে ওই স্কুলের উদ্বোধন করেন রাজ্যের শিশু কল্যাণ মন্ত্রী শ্যাম মুখোপাধ্যায়। রাজ্য যুব কল্যাণ দফতর ৬ লক্ষ টাকা বরাদ্দ করেছে। গাড়ি চালানো শেখানোর তিন মাসের একটি কোর্স রয়েছে। এলাকার ৩০ জন যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে। তফসিলি জাতি-উপজাতির যুবকেরা সুযোগ পাবেন।
|
কোতুলপুরে জখম ৫ |
তৃণমূলের এক নেতাকে বহিষ্কারের প্রতিবাদে হামলা হল তৃণমূল কর্মীদের বাড়িতে। এই ঘটনায় তিন মহিলা-সহ ৫ জনকে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে রাজপুর গ্রামে। দিন কয়েক আগে দল বিরোধী কাজের অভিযোগে ওই এলাকার তৃণমূল কর্মী মনসুর মিদ্যাকে বহিষ্কার করা হয়েছিল। হামলা চালায়। আক্রান্ত হন ২০১০ সালে ২৯ জুন সিপিএম-তৃণমূল সংঘর্ষে খুন হওয়া মদন খাঁর পরিবারও। মদনবাবুর ছেলে ইসমাইল খাঁ জানান, “এ দিন সকাল সাড়এ ৬টা নাগাদ শ’খানেক দুষ্কৃতীকে নিয়ে মনসুর হামলা করে আমাদের গ্রামে। সোনার গয়না, টাকা, চাল নিয়ে যায় দুষ্কৃতীরা। পিস্তল দেখিয়ে ভয় দেখায় মনসুর নিজে।” তৃণমূলকর্মী সুকুর আলি জানান, লোকজনকে নিয়ে মারধর করে। ছেলে-মেয়েও ছাড় পায়নি। তৃণমূলের তালড্যাংরা ব্লক সম্পাদক মনসারাম লায়েকের দাবি, “বহিষ্কার করা হয়েছিল। সিপিএমের কর্মীদের নিয়ে হামলা চালায়।” সিপিএমের তালড্যাংরা জোনাল কমিটির সম্পাদক সুনীল হাঁসদা বলেন, “তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা। আমাদের দলের কেউ জড়িত নয়।” তদন্ত শুরু হয়েছে।
|
কীটনাশক খেয়ে মৃত্যু |
কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। পুলিশ সূত্রে খবর, দীনবন্ধু মণ্ডল (৬৫) নামে ওই বৃদ্ধের বাড়ি বীরভূমের রামপুরহাট থানার সাকিরপুর গ্রামে। মঙ্গলবার সকালে রামপুরহাট মহকুমা হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়। |
|