সিদ্ধান্ত বদল, মণিপুরে ৬৭ বুথে ফের ভোট
দলে গেল মত। কেন্দ্রীয় নির্বাচন কমিশন , মণিপুরের ৬৭টি বুথে ফের ভোট নেওয়ার সিদ্ধান্ত নিল। এর মধ্যে ২৫টি বুথই চান্দেলে। গত কাল দিল্লিতে মণিপুরের রাজনৈতিক দলগুলির সঙ্গে দীর্ঘ বৈঠকের পরেই এই সিদ্ধান্ত। ৪ মার্চ ভোট গ্রহণ।
বুথে ছবি তোলা নিয়ে বিস্তর গরমিল ধরা পড়ার পরে নির্বাচন কমিশন বেশ কিছু বুথে ১ মার্চ ভোট নেওয়া হবে বলে এর আগে জানিয়েছিল। তখন কিন্তু বিরোধী দলগুলি একজোট হয়ে ফের ভোট নেওয়ার বিরোধিতা করে। সেইমতো গত সপ্তাহে সিদ্ধান্ত হয়, আর ভোট নেওয়া হবে না। কিন্তু সেই সিদ্ধান্ত বদলাল কমিশন।
নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে সিপিআইয়ের রাজ্য সম্পাদক এম নর ও রাজ্যসভার সাংসদ ডি রাজা জানান, বিরোধীরা ভোটগ্রহণ সংক্রান্ত অনিয়মগুলি নিয়ে যে অভিযোগ জানিয়েছিল, কমিশন তা মেনে নিয়েছে। প্রথমে ভাবা হয়েছিল, যে ১৭৭টি ব্যক্তির ছবি মেলেনি, তাদের ভোট বাতিল বলে গণ্য হবে। কিন্তু ইভিএম মেশিন থেকে নির্দিষ্ট কোনও ব্যক্তির ভোট বাতিল করা সম্ভব নয়। তা ছাড়া, রাজ্যের ১৭ লক্ষ ৪১ হাজার ভোটারের মধ্যে ২ লক্ষ ১৮ হাজার ভোটারের ছবিও ওঠেনি। তাই নির্বাচন কমিশনের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে যে সব বুথ নিয়ে অভিযোগগুলি নথিবদ্ধ হয়েছে, যে বুথগুলিতে অস্বাভাবিক বেশি ভোট পড়েছে এবং যেখান থেকে বুথ দখল সংক্রান্ত অভিযোগ এসেছে, সেই বুথগুলিতেই ফের ভোট নেওয়া হবে।
যে নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে ছাপ্পা ভোটে সাহায্য, পোস্টাল ব্যালটে কারচুপি ও ছবির ক্ষেত্রে ইচ্ছাকৃত গরমিলের অভিযোগ উঠেছে, তদন্ত চালিয়ে দোষী প্রমাণিত হলে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে, কমিশন দাবি মেনে নিলেও বিরোধী নেতারা দিল্লি ছাড়েননি। এ দিকে, আসন্ন ভোটপর্বের জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার লাউমকুংগার ডাকে ইম্ফলে হাজির হয়েছেন পার্বত্য মণিপুরের জেলাশাসক ও এসডিওরা। রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারদের সঙ্গেও লাউমকুংগা বৈঠক করেন।
সচিব পদে ২০ বিধায়ককে। মন্ত্রিত্ব দিতে পারবেন না, তাই প্রতিমন্ত্রীর সমমর্যাদার সংসদীয় সচিব পদে দলীয় বিধায়কদের বসালেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সংসদীয় সচিব হিসাবে ২০ জন বিধায়ক আজ শপথ নিলেন। গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এঁদের শপথবাক্য পাঠ করান। এঁদের মধ্যে ১৮ জন কংগ্রেসের ও ২ জন শরিক দল বিপিএফ-এর সদস্য। শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত মুখ্যসচিব পি পি বর্মা।
সংসদীয় সচিব হিসেবে যাঁরা শপথ নিলেন তাঁরা হলেন: রাজেন্দ্র প্রসাদ সিংহ, রাজু সাহু, জীবনতারা ঘাটোয়ার, প্রদান বরুয়া, শরৎ শইকিয়া, জোনজোনালি বরুয়া, শুকুর আলি আহমেদ, চন্দনকুমার সরকার, বিদ্যা সিংহ ইংলেং, মণিলাল গোয়ালা, আবু তাহের বেপারি, ইলিয়াস আলি, বিবেকানন্দ দলৈ, রানা গোস্বামী, ভূপেনকুমার বরা, সুমিত্রা দোলে পাতির, বলিন চেটিয়া, রেকিবুদ্দিন আহমেদ, মনেশ্বর ব্রহ্ম ও রাকেশ্বর ব্রহ্ম। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সাংসদরাও হাজির ছিলেন। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভুবনেশ্বর কলিতা এবং বড়ো পিপল্স ফ্রন্টের প্রধান হাগ্রামা মহিলারি। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে এ দিন খবর, প্রবীণ কংগ্রেস নেতা শরৎ বরকটকি, রামেশ্বর ধানোয়ার, দীনেশপ্রসাদ গোয়ালা, জি সি লাংথাসাকে সরকারি অধিগৃহীত সংস্থার চেয়ারম্যান করা হতে পারে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.