|
|
|
|
রূপনারায়ণপুর কারখানা |
হিন্দুস্তান কেবলস নিতে আগ্রহী অর্ডন্যান্স বোর্ড |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ব্রিজ অ্যান্ড রুফ, বার্ন ব্রেথওয়েটের পর এ বার রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কেবলসের পুনরুজ্জীবন ঘটাতে চলেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গের রূপনারায়ণপুরের ইউনিটটি তো বটেই, হায়দরাবাদ ও উত্তরপ্রদেশের নৈনিতে হিন্দুস্তান কেবলসের ইউনিট দু’টিও অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড।
রাষ্ট্রায়ত্ত সংস্থার পুনরুজ্জীবন বোর্ডের চেয়ারম্যান নীতীশ সেনগুপ্ত আজ জানান, “এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে সমস্ত রকম আলোচনা হয়ে গিয়েছে। এখন শুধু কেন্দ্রীয় মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা।” বোর্ড সূত্রে আজ এ-ও বলা হয়েছে, রূপনারায়ণপুরের ইউনিটটি অধিগ্রহণের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে। কিন্তু রাজ্য সরকার সেই প্রস্তাবে বিশেষ উৎসাহ দেখায়নি।
নীতীশবাবু আজ জানান, রূপনারায়ণপুরে হিন্দুস্তান কেবলস কারখানার বিপুল আয়তনের জমি রয়েছে। প্রায় ৮৪৭ একর জমিতে স্কুল, হাসপাতাল-সহ সব রকমের পরিকাঠামো ব্যবস্থা রয়েছে। কিন্তু আর্থিক উদারীকরণের পর সংস্থাটি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। রুগ্ণ হয়ে পড়ে। বোর্ডের চেয়ারম্যানের কথায়, হিন্দুস্তান কেবলসকে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড অধিগ্রহণ করলে প্রতিষ্ঠানটির উৎপাদনের চরিত্র বদলে যাবে। প্রতিরক্ষা সরঞ্জামও উৎপাদন হবে সেখানে। রূপনারায়ণপুর পুরনো গরিমা ফিরে পাবে। পশ্চিমবঙ্গে শিল্পায়নের বাতাবরণ রচনার পক্ষেও তা ইতিবাচক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে রাষ্ট্রায়ত্ত সংস্থার পুনরুজ্জীবন সংক্রান্ত বোর্ডের আলোচনায় স্থির হয়েছে, হিন্দুস্তান কেবলসের কোনও কর্মীকে ছাঁটাই করা হবে না। তাঁদের অন্যত্র বদলিও করা হবে না। বরং তাঁদের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তাঁরা নতুন সংস্থায় কাজ করতে পারেন। |
|
|
|
|
|